West Bengal News Live: জেলাপ্রতি মাত্র ১ কোম্পানি! বাহিনীর নামে প্রহসন? কমিশনের মুখে কুলুপ
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
আজ রাজভবনে (Raj Bhavan) পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day)। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী (Chief Minister)। বঙ্গভঙ্গে জড়িত আছে দুঃখজনক স্মৃতি। চিঠি দিয়ে পশ্চিমবঙ্গ দিবস পালনে বিরত থাকার অনুরোধ।
পশ্চিমবঙ্গ দিবস পালনের সিদ্ধান্ত রাজ্যপালের (Governor)। আজ রাজভবনে একগুচ্ছ অনুষ্ঠান। পশ্চিমবঙ্গবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Darupadi Murmu)।
কেন্দ্রীয় বাহিনী চাওয়ার কাজ রাজ্যের। সুপ্রিম কোর্টে (Supreme Court) বলল কমিশন। বেশি সময় লাগলে হাইকোর্টে জানাতে পারতেন, বলল সর্বোচ্চ আদালত। আজ শুনানি।
৪৮ ঘণ্টা পেরোলেও বাহিনী চায়নি কমিশন। আদালত অবমাননার অভিযোগ শুভেন্দুর। হাইকোর্টের (High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ। মামলা দায়েরের অনুমতি।
পঞ্চায়েত ভোটের আগে দিনহাটায় ফের শ্যুটআউট। গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থীর স্বামী। হামলার অভিযোগ বহিষ্কৃত তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে।
এবার প্রার্থীপদ প্রত্যাহারেও সন্ত্রাস। রানিগঞ্জে সিপিএম প্রার্থীকে তুলে নিয়ে গিয়ে ফাঁড়িতে আটকে রেখে মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ। অস্বীকার তৃণমূলের।
ভোটের আগে সন্ত্রাস, কড়া বার্তা রাজ্যপালের। প্রার্থীদের নিয়ে অভিযোগ জানিয়ে এলেন সুকান্ত।
এক্তিয়ার বহির্ভূত কাজ রাজ্যপালের, আক্রমণে কুণাল। সংবিধান মেনেই ব্যবস্থা, পাল্টা বোস। মুখ্যমন্ত্রীকে ডাকছেন না কেন? পাল্টা প্রশ্ন সেলিমের।
রাজ্যে ৯ দিনে ৭ খুন। অশান্তি রুখতে রাজভবনের কন্ট্রোল রুমে নালিশের পাহাড়।
ভোটের আগেই সন্ত্রাস। ঘরছাড়া কর্মীদের জন্য জেলায় জেলায় বিজেপির সেফ হাউস। দক্ষিণ ২৪ পরগনার ৩০জন আক্রান্ত প্রার্থীকে নিয়ে রাজভবনে সুকান্ত।
হামলার মুখে এবার প্রতিরোধ! মনোনয়ন প্রত্যাহার করাতে কাটোয়ায় বাইক বাহিনীর হুমকি, পাল্টা তৃণমূলপ্রার্থীরই মনোনয়ন প্রত্যাহার চেয়ে চড়াও গ্রামবাসীরা।
ভাঙড়ে (Bhangar) শান্তির স্বার্থে মুখ্যমন্ত্রী বললে প্রার্থী প্রত্যাহারেও প্রস্তুত। বেনজির বার্তা নৌশাদের (Naushad)। হারবে জেনে নাটক, পাল্টা তৃণমূল।
শওকতকে জেড ক্যাটিগরি, নিরাপত্তাহীনতায় নওশাদ। হাইকোর্টের দ্বারস্থ। স্বরাষ্ট্রমন্ত্রকেও নিরাপত্তা চেয়ে চিঠি। বিজেপি-যোগ দেখছে তৃণমূল।
রক্তাক্ত ভাঙড়, গ্রেফতারেও আমরা-ওরা? ২ তৃণমূল কর্মী খুনে গ্রেফতার ৭। আইএসএফ কর্মী খুনে এখনও গ্রেফতার শূন্য! খুনের মামলায় সপুত্র আরাবুল।
শুধু কুন্তলের চিঠি বিতর্ক নয়, সার্বিক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতেই তলব। অভিষেকের চিঠির জবাব দিল ইডি। চাওয়া হয়েছে নথিও।
বাটানগরে সৌরভের জমি দখলের চেষ্টার অভিযোগ। নিরাপত্তারক্ষীকে মারধর করে গেট ভেঙে ঢোকার চেষ্টা। মহেশতলা থানার হাতে গ্রেফতার অভিযুক্ত ।
অবশেষে ৭দিন দেরিতে দক্ষিণবঙ্গে ঢুকল বর্ষা। বুধবারের পর বাড়বে বৃষ্টি। পার্বত্য এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি। আগামী কয়েকদিন লাল সতর্কতা।
West Bengal News LIVE Updates: তুঙ্গে 'বাহিনী' তরজা
পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনীর হাইকোর্টের নির্দেশ চ্য়ালেঞ্জ মামলায় মঙ্গলবারই সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য় সরকার ও রাজ্য় নির্বাচন কমিশন। আর এদিনই পশ্চিম মেদিনীপুরের দাসপুরে সিপিএমের মহিলা প্রার্থীকে মনোনয়ন প্রত্য়াহারে বিডিও অফিসে নিয়ে যেতে টানাটানির অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। যা ঘিরে তুঙ্গে উঠল রাজনৈতিক তরজা।
West Bengal News LIVE Updates:প্রার্থী পদ নিয়ে দলের অন্দরেই ক্ষোভ
প্রার্থী পদ নিয়ে দলের অন্দরেই ক্ষোভ। চোখের জলে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন মুর্শিদাবাদের নওদার তৃণমূল বিধায়কের মেয়ে। এদিকে, কাটোয়ায় গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। একই দিনে বীরভূমের দুবরাজপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে তৃণমূলে যোগ দিলেন বিজেপি প্রার্থী।
West Bengal News LIVE Updates: রাজ্যপালের পদটা পদ্মপাল নয়, মন্তব্য মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রীর আপত্তি সত্ত্বেও ধুমধামের সঙ্গে পশ্চিমবঙ্গ দিবস পালন রাজভবনে। এটা গোটা বাংলাকে অপমান, ধিক্কার জানাই, মন্তব্য মুখ্যমন্ত্রীর। 'বাম আমলেও হয়নি, কংগ্রেস আমলেও হয়নি, বিজেপি বললেই হবে না কি', রাজ্যপালের পদটা পদ্মপাল নয়, মন্তব্য মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর আপত্তি সত্ত্বেও ধুমধামের সঙ্গে পশ্চিমবঙ্গ দিবস পালন রাজভবনে। বিধানসভা থেকে মিছিল শুভেন্দুদের, প্রতিবাদে পথে তৃণমূল কংগ্রেস।
WB LIVE News Updates: স্ট্রোক আক্রান্তদের পাশে
স্ট্রোক আক্রান্তদের জন্য বিশেষ উদ্যোগ বাঙুর ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্সের। রোগীদের চিকিৎসা ও নিয়মিত চেকআপের জন্য কলকাতা পুলিশ হাসপাতালে চালু হল ইনডোর ও আউটডোর ইউনিট। জেলার মেডিক্যাল কলেজ থেকে স্ট্রোক আক্রান্তদের অযথা রেফার নিয়ন্ত্রণ করলে, অনেক প্রাণ বাঁচানো সম্ভব। মত স্বাস্থ্য অধিকর্তার।
West Bengal News LIVE Updates: দুবরাজপুরে তৃণমূলে যোগ দিলেন বিজেপি প্রার্থী লক্ষ্মী মুর্মু
একদিকে যখন তৃণমূলে ছেড়ে বিজেপিতে যোগদানের ছবি। অন্যদিকে, তখন দলবদল করলেন দুবরাজপুর পঞ্চায়েত সমিতির ১৭ নম্বর আসন থেকে জয়ী বিজেপি প্রার্থী লক্ষ্মী মুর্মু ।