West Bengal News Live: হলদিয়ায় সেন্ট্রাল বাস স্ট্যান্ডের শিলান্যাসের আগে ভাঙা হল মঞ্চ ও ফলক
Get the latest West Bengal News and Live Updates: ১৫ থেকে ১৮ বয়সীদের ভ্যাকসিনেশনে সবচেয়ে পিছিয়ে বাংলা। এক সারিতে দাদরা নগর হাভেলি। ৯৩ শতাংশ হারে শীর্ষে অন্ধ্রপ্রদেশ।
LIVE
Background
গোয়া(Goa) থেকে ফের কংগ্রেসকে (Congress) আক্রমণে অভিষেক (Abhishek Banerjee। চিদম্বরমকেও চ্যালেঞ্জ।
কংগ্রেসকে হারাতে গেলে পাঞ্জাব, রাজস্থান, ছত্তীসগঢ়ে জেতাম। গোয়ায় কংগ্রেসকে খোঁচা অভিষেকের।
গোয়ায় ফের ধাক্কা কংগ্রেসের। টিকিট না পেয়ে প্রাক্তন বিধায়ক যোগ দিলেন তৃণমূলে (TMC)।
ডায়মন্ড-মডেল বিতর্কে মুখ খুললেন অভিষেক। যা বলেছেন, ঠিক আছে, বললেন কল্যাণ (Kalyan Banerjee)।
২৭ জানুয়ারি দলের সব সাংসদদের নিয়ে কালীঘাট থেকে ভার্চুয়াল বৈঠকে বসছেন মমতা। বাজেট অধিবেশনে ভূমিকা নিয়ে বার্তা দেওয়ার সম্ভাবনা।
বিজেপিতে যোগ দেওয়া সাংসদ সুনীল মণ্ডলকে তাড়াচ্ছে বর্ধমানের মানুষ। উল্টো হাওয়ায় ঘরে ঢুকতে চাইলে ঘরের সদস্যরা কেন ঝাঁটা হাতে তুলবেন না ? ফেসবুকে পোস্ট তৃণমূল নেতা দেবাংশুর।
জেলা সভাপতি নিয়ে ক্ষোভ বাড়ছে বিজেপিতে। পুরুলিয়ার পর এবার নাড্ডাকে চিঠি বাঁকুড়ার ২ বিধায়কের। দলের বৈঠক এড়ালেন বনগাঁর বিধায়ক।
নতুন কমিটি নিয়ে বিজেপিতে বাড়ছে বিদ্রোহ। আদি বনাম পরিযায়ী বিজেপির লড়াই, কটাক্ষ কুণালের। নির্দিষ্ট নিয়ম মেনেই পদক্ষেপ, বলেন সুকান্ত।
বিরোধী দলনেতার পদ ক্যাবিনেট মন্ত্রীর সমতুল। রাজ্যের উচিত মর্যাদা দেওয়া। রাত ৮টার পর শুভেন্দুর বাড়ির কাছে মাইক নয়। নির্দেশ হাইকোর্টের।
আমলা-নিয়ন্ত্রণ বিতর্কে বাড়ছে সংঘাত। প্রধানমন্ত্রীকে ফের চিঠি মুখ্যমন্ত্রীর। আইন সংশোধন করে আমলাদের মাথায় খাঁড়া ঝুলিয়ে রাখার অভিযোগ।
নিয়ম মেনেই কেন্দ্রের পদক্ষেপ, চাইলে হাইকোর্টে যাক। আমলা বিতর্কে রাজ্যকে চ্যালেঞ্জ বিজেপির। কেন্দ্রের পথেই তো বাংলা, খোঁচা সিপিএমের।
হলদিয়ায় এক্সাইডে অশান্তিতে ইন্ধন, কড়া বার্তা অভিষেকের।
প্রজাতন্ত্র দিবসে নেতাজির ট্যাবলো বিতর্ক গড়াল হাইকোর্টে। কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।
৩০ জুন পর্যন্ত সোশাল মিডিয়া ছাড়ছেন মদন মিত্র।
রাজ্যে ১১ হাজারের কাছেই করোনার দৈনিক সংক্রমণ। ৩৭জনের মৃত্যু। সংক্রমণে শীর্ষে কলকাতা। একদিনে শুধু উঃ ২৪ পরগনাতেই ১৪জনের মৃত্যু।
১৫ থেকে ১৮ বয়সীদের ভ্যাকসিনেশনে সবচেয়ে পিছিয়ে বাংলা। এক সারিতে দাদরা নগর হাভেলি। ৯৩ শতাংশ হারে শীর্ষে অন্ধ্রপ্রদেশ। রিপোর্ট কেন্দ্রের।
অনূর্ধ্ব ১৮দের করোনা চিকিৎসায় ব্যবহার করা যাবে না রেমডেসিভির, অ্যান্টিবডি ককটেল। মৃদু উপসর্গ থাকলে নয় স্টেরয়েড। জানিয়ে দিল কেন্দ্র।
প্রথম থেকে দ্বাদশ-২৪ জানুয়ারি থেকে মহারাষ্ট্রে ফের খুলছে স্কুল। বাংলায় কবে? হাইকোর্টে ফের জনস্বার্থ মামলা। সব চালু, কেন স্কুল বাদ? প্রশ্ন বিরোধীদের।
সিসি না থাকলেও এবার সেল্ফ ডিক্লারেশন দিয়ে অ্যাসেসমেন্টের পরে করা যাবে মিউটেশন। জানিয়ে দিলেন মেয়র। সম্পত্তি কর আদায়ে কড়া পদক্ষেপ।
সীমান্তে ফের ঘনাচ্ছে সংঘাত। প্যাংগং লেকে চিনের সেতু তৈরির ছবি ধরা পড়ার পরেই অপহৃত অরুণাচলের বাসিন্দা। উদ্ধারের চেষ্টায় ভারত।
লাদাখ, অরুণাচলে ফের সক্রিয় লালফৌজ। নীরব কেন প্রধানমন্ত্রী? প্রশ্ন রাহুলের। সতর্ক আছে সেনা, অপমান করার অধিকার নেই, পাল্টা বিজেপি।
বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান হলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নতুন কমিটিতে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, জয় গোস্বামী, সুবোধ থেকে শ্রীজাত, আবুল বাশার।
করোনা-ধাক্কায় ফের স্থগিত আইএসএলের জামশেদপুর-মুম্বই ম্যাচ। জামশেদপুর এফসি-র একাধিক ফুটবলার পজিটিভ।
West Bengal News Live: হলদিয়ায় সেন্ট্রাল বাস স্ট্যান্ডের শিলান্যাসের আগে ভাঙা হল মঞ্চ ও ফলক
হলদিয়ায় সেন্ট্রাল বাস স্ট্যান্ডের শিলান্যাসের আগে ভাঙা হল মঞ্চ ও ফলক। তাঁর নাম না থাকায় স্থানীয়দের ক্ষোভের জের, দাবি স্থানীয় তৃণমূল কাউন্সিলরের। শিলান্যাসের ফলকে নাম বাদ পড়া নিয়ে খোদ পুরপ্রধানকেই তোপ দেগেছেন তৃণমূল নেতা। চেয়ারম্যানের চক্রান্তেই নাম বাদ দেওয়া হয়েছে বলে দাবি। মঞ্চ ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও লজ্জাজনক। দলীয় নেতার অভিযোগ অস্বীকার করে দাবি পুর প্রধানের। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের, কটাক্ষ বিজেপির। হলদিয়া পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে হলদিয়া পুরসভা ও আইওসি-র যৌথ উদ্যোগে তৈর হচ্ছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড। আজ সেটির শিলান্যাস হওয়ার কথা ছিল।
WB News Live Updates: সিপিএমের ২৬ তম রাজ্য সম্মেলন ১৫ থেকে ১৭ মার্চ
লোকসভা ও বিধানসভা নির্বাচনে চূড়ান্ত বিপর্যয়। কলকাতা পুরভোটে দ্বিতীয় হলেও বহু আসনেই জমানত জব্দ। কংগ্রেসকে সঙ্গে নেওয়া নিয়ে দলের মধ্যে দ্বন্দ্বও রয়েছে। এই পরিস্থিতিতে সিপিএমের ২৬ তম রাজ্য সম্মেলন। শুক্রবার, আনুষ্ঠানিকভাবে সম্মেলনের লোগো প্রকাশ করলেন সূর্যকান্ত মিত্র, বিমান বসু, সুজন চক্রবর্তীরা। ১৫ থেকে ১৭ মার্চ চলবে সিপিএমের এই রাজ্য সম্মেলন।
West Bengal News Live: মোমিনপুর পাম্পিং স্টেশন থেকে চেতলা বোট ক্যানেল পর্যন্ত নিকাশি নালার সংস্কার কাজ পরিদর্শন মেয়রের
মোমিনপুর পাম্পিং স্টেশন থেকে চেতলা বোট ক্যানেল পর্যন্ত নিকাশি নালার সংস্কার কাজ পরিদর্শন করলেন মেয়র। ১৪০ মিটার নিকাশি নালার সংস্কারের ফলে দ্রুত জমা জল নামবে বলে আশা করছে পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, একইভাবে মৌলালি থেকে পামার বাজার পর্যন্ত নিকাশি নালার সংস্কার কাজ হাতে নেওয়া হচ্ছে। এই কাজ শেষ হলে ঠনঠনিয়া এলাকার বাসিন্দাদের জমা জলের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।
WB News Live Updates: ভরসন্ধ্যায় বেলেঘাটায় মহিলা আইনজীবীর বাড়িতে ডাকাতির অভিযোগ
ভরসন্ধ্যায় বেলেঘাটায় মহিলা আইনজীবীর বাড়িতে ডাকাতির অভিযোগ। আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ফ্ল্যাট থেকে গয়না, মূল্যবান সামগ্রী লুঠের অভিযোগ।লুঠে বাধা দেওয়ায় আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে আঘাত।আহত মহিলা আইনজীবীর বাবা ও ভাই
West Bengal News Live: 'জোরে কথা নয়', যাত্রীদের জন্য এবার রেলের শিষ্টাচার নির্দেশিকা
যাত্রীদের জন্য এবার রেলের শিষ্টাচার নির্দেশিকা। রাত ১০টার পর ট্রেনের কামরার আলো নেভাতে হবে। জোরে কথা বলা যাবে না। তারস্বরে গান বাজানো নিষেধ। সব কিছুর ওপর নজর রাখবেন টিকিট পরীক্ষক, আরপিএফ, কেটারিং, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল বিভাগের অন-বোর্ড কর্মীরা।