West Bengal News Live Updates: রাজ্যের বিরুদ্ধে ফের কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলের অভিযোগ শুভেন্দু অধিকারীর
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: কখনও আক্রমণ করলেন শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। কখনও আবার অমিত শাহর (Amit Shah) ছেলেকে। প্রায় ১০ ঘণ্টা সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের পর, কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় (Abhishek Banerjee)। নিশানা করলেন বিচারব্যবস্থার একাংশকেও। পাল্টা, জবাব দিয়েছে বিরোধীরা।
এক নজরে রাজ্যের অন্যান্য খবরগুলি দেখুন-
প্রায় ১০ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। এদিন সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের পর, একাধিক ইস্যুতে শুভেনদু অধিকারীকে আক্রমণ করেন অভিষেক। পাল্টা, জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারীও।
দিল্লি হোক বা কলকাতা। ED হোক বা CBI. বারবার কেন্দ্রীয় এজেন্সির জিজ্ঞাসাবাদের দিন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পরণে কালো শার্ট বা টি-শার্ট। বারবার এই কালো জামা পরার নেপথ্য়ে কোনও রহস্য রয়েছে? রয়েছে কোনও বিশেষ তাৎপর্য?
রাজা রামমোহন রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে, নারীদের অধিকার নিয়ে সরব হলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রামমোহন লাইব্রেরি অ্যান্ড ফ্রি রিডিং রুম-এ একটি নতুন বিভাগেরও উদ্বোধন করলেন তিনি।
সন্ধেয় কুণাল ঘোষের অফিসে মদন মিত্র। সমস্যা হয়েছিল, এখন মিটে গেছে বললেন কুণাল ঘোষ। যদিও, মদন মিত্র এখনই চ্যাপ্টার ক্লোজ করতে রাজি নন। ভবানীপুর থানায় মদন মিত্রের বিরুদ্ধে FIR করেছে SSKM হাসপাতাল কর্তৃপক্ষ।
তলবের আগে এক দিনও সময় দেওয়া হয়নি। নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার আগে এই অভিযোগ তুলে, CBI-কে কার্যত পত্রাঘাত করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সির প্রশ্নের মুখোমুখি হওয়ার পরও একই অভিযোগ তুললেন তিনি। পঞ্জিকা দেখে তলব করবে না CBI. পাল্টা কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার।
নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদের দিনই সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়ি, ফ্ল্যাট-সহ একাধিক জায়গায় তল্লাশি চালাল ইডি। সূত্রের দাবি, নামে-বেনামে তাঁর ১২টি সম্পত্তির হদিশ মিলেছে। কিন্তু এই সম্পত্তি কেনার টাকা কোথা থেকে এল? খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রের দাবি, সুজয় কৃষ্ণের বয়ানেও মিলেছে অসঙ্গতি!
WB News LIVE Updates: SSKM-কাণ্ডে বয়কটের মন্তব্য থেকে সরে দাঁড়ালেন মদন মিত্র
মদন মিত্রের অবস্থান বদল। SSKM-কাণ্ডে বয়কটের মন্তব্য থেকে সরে দাঁড়ালেন মদন মিত্র। তবে ভবানীপুর থানায় তাঁর বিরুদ্ধে FIR দায়ের নিয়ে খোঁচা দিতে ছাড়েননি কামারহাটির তৃণমূল বিধায়ক। তাঁর বক্তব্য, কণ্ঠে আমার কাঁটার মালা, সোনা পাচার, গরু পাচার, কয়লা পাচারের জন্য কেস খাইনি। পরে অবশ্য নিজের পাচার মন্তব্য থেকে ফের ১৮০ ডিগ্রি সরে দাঁড়ান তিনি।
West Bengal News LIVE Updates: রাজ্যের বিরুদ্ধে ফের কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলের অভিযোগ শুভেন্দু অধিকারীর
রাজ্য সরকারের বিরুদ্ধে ফের কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলের অভিযোগ শুভেন্দু অধিকারীর। এবার, প্রধানমন্ত্রী মৎস্য যোজনার নাম বদল করে বঙ্গ মৎস্য যোজনা করা হয়েছে বলে অভিযোগ বিরোধী দলনেতার। কেন্দ্রীয় মৎস্যমন্ত্রীকে চিঠি দিয়ে প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়ার আবেদন জানানো হবে বলে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর।
WB News LIVE Updates: বিধায়কের অফিসের সামনে তুলকালাম! তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে লাঠালাঠি!
বিধায়কের অফিসের সামনে তুলকালাম! তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে লাঠালাঠি! রক্তপাত! মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবীরের সঙ্গে দলের ব্লক সভাপতি নজরুল ইসলামের কোন্দল ফের প্রকাশ্যে! দু-জনের গলাতেই পরস্পরের উদ্দেশে হুঙ্কারের সুর! সঙ্গে পুলিশকেও প্রচ্ছন্ন হুঁশিয়ারি! পঞ্চায়েত ভোটের আগে টিকিট ঘিরে দ্বন্দ্ব! কটাক্ষ করেছে কংগ্রেস।
West Bengal News LIVE Updates: দমকলের দাবি, এটা বাজির কারখানা নয়
এগরার পর বজবজ, বাড়িতে বেআইনিভাবে বাজি মজুত করার অভিযোগ। বেআইনিভাবে মজুত বাজিতে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত ৩। দমকলের দাবি, এটা বাজির কারখানা নয়।
WB News LIVE Updates: বেআইনিভাবে মজুত বাজিতে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত ৩
এগরার পর বজবজ, বাড়িতে বেআইনিভাবে বাজি মজুত করার অভিযোগ। বেআইনিভাবে মজুত বাজিতে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত ৩।