(Source: ECI/ABP News/ABP Majha)
West Bengal News Live : আজ মহাসপ্তমী, শহর থেকে জেলা, রাস্তায় জনজোয়ার
West Bengal News Update : জেলা থেকে জেলার খবর একনজরে।
LIVE
Background
আজ মহাসপ্তমী ( Saptami ) । ষষ্ঠীর ( Santhi ) বোধনের পর কলা বৌ স্নান করিয়ে, ঘট স্থাপনের দিন। পঞ্জিকামতে এবার ঘোটকে আগমন দেবীর ( Durga Puja 2023 ) । সপ্তমী তিথি বাংলা ক্যালেন্ডার অনুসারে ২১ অক্টোবর (৩ কার্ত্তিক), শনিবার।
ভোর থেকেই গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নান শুরু হয়ে গিয়েছে উপাচার। এরপর দেবীর প্রাণ প্রতিষ্ঠা তারপর শাস্ত্রমতে ষোড়শ উপাচারে সপ্তমীর পুজো।
সপ্তমীতে দেবীকে ন’টি রূপে নয়টি বৃক্ষের মধ্যে দিয়ে পুজো করা হয় ৷ নবপত্রিকার মধ্যে দিয়েই প্রকৃতির সঙ্গে দেবীর এক চিরন্তন সম্পর্ক স্থাপন হয়৷ নব পত্রিকা স্নানের পরে একে একে চক্ষুদান, প্রাণপ্রতিষ্ঠা৷ বাড়ির পুজো হোক বা বারোয়ারি৷ সপ্তমীর সকালটা শুরু এমন ভাবেই৷
আর যেসব খবরে নজর :
- নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মানিককে জেলেই কাটাতে হবে পুজো। জামিন মামলা হাইকোর্টেই ফেরত পাঠাল সুপ্রিম কোর্ট। ১৬ নভেম্বরের মধ্যে মামলার নিষ্পত্তির নির্দেশ সর্বোচ্চ আদালতের।
- রইল না বাধা। শুধু জেল নয়, যে কোনও জায়গায় কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারবে কেন্দ্রীয় এজেন্সি। নির্দেশ ইডির বিশেষ আদালতের।
- সিআইডি তদন্ত নিয়ে ক্ষোভ, ফের পথে কামদুনির আন্দোলনকারীরা।
- পঞ্চায়েত নির্বাচনের পর বোর্ড গঠনের পরেও থামছে না হিংসা। কান্দির হিজল গ্রাম পঞ্চায়েতের নির্দল প্রার্থীর স্বামীকে গুলি করে খুন। কী কারণে খুন, তদন্ত পুলিশ।
- মুম্বইয়ে দুর্গোৎসবে সামিল বলিউডের তারকারা। নর্থ বম্বে সর্বজনীনের পুজোয় কাজল, কুমার শানুর বাঙালি কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো উদ্বোধনে ধর্মেন্দ্র।
Durga Puja News Live : সপ্তমীতে ষোলআনা পুজোর আমেজে বাংলা, জেলা থেকে শহর, ভিড় প্যান্ডেলে প্যান্ডেলে
সপ্তমীতে ষোলআনা পুজোর আমেজে বাংলা, জেলা থেকে শহর, ভিড় প্যান্ডেলে প্যান্ডেলে। খাওয়া-দাওয়া, ঘোরায় পুজো জমজমাট।
WB Live News : মহুয়া-বিতর্কে জড়াতে চায় না তৃণমূল
মহুয়া-বিতর্কে জড়াতে চায় না তৃণমূল। বুঝিয়ে দিলেন কুণাল ঘোষ। বললেন, যা বলার মহুয়া বলবে।
West Bengal News Live : চিরাচরিত রীতি এবং ঐতিহ্য মেনে মহাসপ্তমীর মহাপুজো অনুষ্ঠিত হল বেলুড় মঠে
চিরাচরিত রীতি এবং ঐতিহ্য মেনে মহাসপ্তমীর মহাপুজো অনুষ্ঠিত হল বেলুড় মঠে৷ আজ ভোরে মঙ্গলারতি শেষে বিভিন্ন উপাচার-সহ স্নানের পর নবপত্রিকাকে আনা হয় মণ্ডপে৷ তারপর প্রতিমার চক্ষুদান । ও প্রাণ প্রতিষ্ঠার পর, বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজো শুরু৷ করা হয়েছে ভোগের আয়োজনও। আজ থেকে পুজোর ক’দিন সারাদিন খোলা থাকবে বেলুড় মঠ।
WB Live News : উৎসবমুখর বাংলা, রাস্তায় চাকরিপ্রার্থীরা
উৎসবমুখর বাংলা, রাস্তায় চাকরিপ্রার্থীরা। সপ্তমীতেও নিয়োগের দাবিতে পথে চাকরিপ্রার্থীরা। ৪১৭ দিন ধরে ধর্মতলায় আন্দোলনে প্রাইমারির চাকরিপ্রার্থীরা।
West Bengal News Live : উত্তর কলকাতার রামমোহন সম্মিলনীর পুজো এবার ৭৯ বছরে পা
উত্তর কলকাতার রামমোহন সম্মিলনীর পুজো এবার ৭৯ বছরে পা দিল। মৎস্যজীবী বা জেলেদের বাড়ির জীবনযাত্রাকে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে। ব্যবহার করা হয়েছে প্রচুর পটচিত্রের। এবিপি আনন্দ শারদ সম্মানের জীবনবোধে সেরার শিরোপা পেল এই পুজো।