West Bengal News Live : মণিপুর থেকে মালদা, মধ্যযুগীয় বর্বরতার ঘটনায় তোলপাড় দেশ
জেলা থেকে জেলা , গুরুত্বপূর্ণ খবর, এক ক্লিকে
LIVE
![West Bengal News Live : মণিপুর থেকে মালদা, মধ্যযুগীয় বর্বরতার ঘটনায় তোলপাড় দেশ West Bengal News Live : মণিপুর থেকে মালদা, মধ্যযুগীয় বর্বরতার ঘটনায় তোলপাড় দেশ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/22/5c77bb78050c68ca754560cc9643a0bc168998929819953_original.jpg)
Background
'৫ অগাস্ট বিজেপিকে গণ ঘেরাও' : ৫ অগাস্ট ব্লকে ব্লকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও, ধর্মতলার মঞ্চ থেকে হুঙ্কার অভিষেকের। ফল মারাত্মক হবে, কঠোর ব্যবস্থা নেব, পাল্টা শুভেন্দু ( Suvendu Adhikari ) ।
অভিষেকের 'দিল্লি চলো' : বকেয়া আদায়ের দাবিতে ২ অক্টোবর দিল্লি চলোর ডাক অভিষেকের ( Abhishek Banerjee 0 । ওখানে দিল্লি পুলিশ আছে, খোঁচা শুভেন্দুর।
'২১-এর মঞ্চে '২৪-এর বার্তা : ২১-এর মঞ্চে ২৪-এর বার্তা মমতার। ভোট-সন্ত্রাস নিয়ে বাম আমলের উদাহরণ টানলেও কংগ্রেসে নীরব তৃণমূল নেত্রী ( Mamata Banerjee ) ।
'চেয়ার চায় না তৃণমূল' : চেয়ার চাই না তৃণমূলের, দেশ থেকে বিদায় নিক বিজেপি। ২১-এর মঞ্চ থেকে বললেন মমতা। বিপদ বুঝলে আগে পাল্টি খাবেন, কটাক্ষ বিজেপির।
মণিপুরের পাল্টা পাঁচলা! : মমতার মণিপুর নিয়ে আক্রমণের পাল্টা হাওড়ায় নারী নির্যাতনের অভিযোগ বিজেপির। কান্নায় ভাঙলেন লকেট।
বিজেপির দাবি খারিজ : বিরোধী দলনেতাও গিয়েছিলেন, এমন কোনও ঘটনা ঘটেনি। বিজেপির দাবি খারিজ ডিজিপি-র। কাল্পনিক অভিযোগ, বলল তৃণমূল।
মাত্র তিনটিতে গোলমাল? : ৭১ হাজার বুথের, মাত্র তিনটিতে গোলমাল। ভাঙরে অশান্তি হাঙরদের। পরিকল্পনা করে বাংলাকে অসম্মানিত করার চেষ্টা বিজেপির, অভিযোগ মমতার। মানুষ দেখেছে, পাল্টা শুভেন্দু।
মমতার ইডি-সিবিআই 'শঙ্কা' : '২১ জুলাই হয়ে গেল, কাল-পরশু থেকে আবার শুরু হয়ে যাবে', ফের ইডি-সিবিআইয়ের তৎপরতার আশঙ্কা মুখ্যমন্ত্রীর। চুরি করেছে, জেলে যেতেই হবে, পাল্টা সুকান্ত।
কালীঘাটে ধৃত সন্দেহভাজন : ২১শে জুলাইয়ের সভার আগে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে সন্দেহজনক পুলিশ লেখা গাড়ি। ভোজালি-আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক। উদ্ধার ডিজি বিএসএফের ভুয়ো আই কার্ড।
সিপি-কে সরানোর দাবি শুভেন্দুর : তিলজলায় ইন্টিরিয়র ডিজাইনিংয়ের অফিস। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কী উদ্দেশ্যে? খোঁজ নিচ্ছে পুলিশ। সিপি-কালীঘাট থানার আইসি-কে অপসারিত করা হোক, দাবি শুভেন্দু অধিকারীর।
West Bengal News Live : খোদ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে খাস জমি দখলের চেষ্টার অভিযোগ
খোদ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে খাস জমি দখলের চেষ্টার অভিযোগ। বোলপুরের কাশিমবাজারে কাউন্সিলরকে তাড়া করে পার্টি অফিসে আটকে রেখে বিক্ষোভ দেখালেন তাঁরই ওয়ার্ডের বাসিন্দারা। অভিযোগ অস্বীকার করে কাউন্সিলরের দাবি, জল প্রকল্পের জন্য জমি ঘিরছে পুরসভা। পুরসভার নামে ভিত্তিহীন দাবি, প্রতিক্রিয়া চেয়ারপার্সনের।
WB News Live : চ্যালেঞ্জ ছুড়লেন অধীর চৌধুরী
কংগ্রেস ছাড়া বাঁচানোর কেউ নেই। তাই আজ নয় কাল, মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের কাছে যেতেই হবে। চ্যালেঞ্জ ছুড়লেন অধীর চৌধুরী। বাংলার বিধানসভায় তৃণমূলের আসন বেড়েছে, আর কংগ্রেস সাইনবোর্ড হয়েছে। পাল্টা কটাক্ষ করেছেন শান্তনু সেন।
West Bengal News Live : নুর আমিনের গাড়ির ফ্লোর ম্যাটের নীচ থেকে ১৫ ইঞ্চির কুকরি এবং বেসবল ব্যাট উদ্ধার হয়েছে
নুর আমিনের গাড়ির ফ্লোর ম্যাটের নীচ থেকে ১৫ ইঞ্চির কুকরি এবং বেসবল ব্যাট উদ্ধার হয়েছে। সূত্রের দাবি, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এই সংক্রান্ত বিশেষ তথ্য তাঁর কাছে ছিল। সেই খবর সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাতেই তাঁর বাড়িতে যাচ্ছিলেন বলে জেরায় দাবি করেছেন অভিযুক্ত।
WB News Live : শিলিগুড়িতে টক টু মেয়র, তাল কাটল বাসিন্দার ফোনে
শিলিগুড়িতে টক টু মেয়র, তাল কাটল বাসিন্দার ফোনে। ভোট দেওয়া ভুল হয়েছিল বলে শিলিগুড়ির মেয়রকে ফোন। কথা দিয়েও কথা না রাখার অভিযোগে শিলিগুড়ি টক টু মেয়রে ফোন!
ভোট দিয়ে লাভ হয়নি বলে সটান মেয়রকে ফোন ভোটারের। বেহাল রাস্তা থেকে পানীয় জলের দাবিতে মেয়রের কাছে নালিশ । সাংসদ, বিধায়ককেও জানান, শিলিগুড়ির বাসিন্দাকে পাল্টা দাওয়াই মেয়রের । শিলিগুড়ির টক টু মেয়রে ফোনে শোরগোল, পরে সমস্যা খতিয়ে দেখার আশ্বাস।
West Bengal News Live : ঢাকুরিয়াকাণ্ডে গ্রেফতার ৩
ঢাকুরিয়াকাণ্ডে গ্রেফতার ৩। বেআইনি নির্মাণের কথা বলে 'টক টু মেয়র'-এ ফোন করায় তরুণীকে মার, শ্লীলতাহানির অভিযোগ। আক্রান্ত তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ২
হুমকি, মারধর, শ্লীলতাহানির অভিযোগে মামলা রুজু পুলিশের । অন্যদিকে, তৃণমূল কর্মীর মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার তরুণীর বাবা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)