West Bengal News Live: রাজ্য পরিবহণ নিগমের উদ্যোগে শুরু হল হেরিটেজ ক্রুজ পরিষেবা
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন জেলার গুকরুত্বপূর্ণ সব খবরের আপডেট। এই নিয়ে রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩। করোনা আক্রান্তের হদিশ মিললে আইসোলেশন বাধ্যতামূলক।
LIVE
Background
বাড়তে বাড়তে দেশে ওমিক্রন-আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেল। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত দিল্লি (৫৭) ও মহারাষ্ট্রে (৫৪)। এই রাজ্যে হদিশ মিলল আরও ২ ওমিক্রন আক্রান্তের। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন,
তিনটি নুমনা পরীক্ষার রিপোর্ট হাতে এসেছে। তাঁদের মধ্যে ২ জন ওমিক্রন আক্রান্ত। একজন এসেছিলেন লন্ডন থেকে, অন্যজন নাইজেরিয়া থেকে।
লন্ডন ফেরত তরুণ আলিপুরের বাসিন্দা। আর এক আক্রান্ত কিশোর বালিগঞ্জের বাসিন্দা। ২জনেই ভর্তি বেসরকারি হাসপাতালে। এই প্রেক্ষিতে বিদেশ ফেরত বিমানযাত্রীদের স্বাস্থ্যের উপর নজরদারি বাড়ানোর নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর।
সেখানে বলা হয়েছে, যে সব বিদেশফেরত যাত্রীদের RTPCR টেস্ট পজিটিভ আসবে, তাঁদের বিমানবন্দর থেকে গন্তব্যে যেতে দেওয়া হবে না। একেবারে পৃথকভাবে আইসোলেশন করতে হবে। সেই করোনা আক্রান্তদের নমুনা জিনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠাতে হবে। ওই রিপোর্ট নেগেটিভ এলেও, অন্যান্য করোনা আক্রান্তের মতো তাঁদের চিকিৎসা করতে হবে।
এমনকী ওমিক্রন-সংক্রমণ বেশি ছড়িয়েছে, এমন দেশ থেকে গত ১৪ দিনে যাঁরা ফিরেছেন তাঁদেরও একইভাবে আইসোলেট করতে হবে। সব মিলিয়ে সারা দেশজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন। সূত্রের খবর, বৃহস্পতিবার এ নিয়ে একটি পর্যালোচনা বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এই পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া শুরু হলেও, ভারতে তা কবে চালু হবে তা স্পষ্ট নয়। কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী এই নিয়ে ট্যুইটারে লিখেছেন, আমাদের (ভারত) জনসংখ্যার সিংহভাগ এখনও ভ্যাকসিন পাননি। কেন্দ্রীয় সরকার কবে বুস্টার ডোজ দেওয়া শুরু করবে । এখন দেখার কেন্দ্রীয় সরকার কীভাবে ওমিক্রন-পরিস্থিতি সামাল দেয়।
West Bengal News Live : রাজ্য পরিবহণ নিগমের উদ্যোগে শুরু হল হেরিটেজ ক্রুজ পরিষেবা
রাজ্য পরিবহণ নিগমের উদ্যোগে শুরু হল হেরিটেজ ক্রুজ পরিষেবা। প্রতিদিন গঙ্গায় দিনে চার বার করে ঘুরবে এই ক্রুজ। এক ঘণ্টা ১০ মিনিটের জন্য ভাড়া মাত্র ৩৯ টাকা। আজ পরিষেবার উদ্বোধন করেন রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান মদন মিত্র।
West Bengal News Live Updates : বাঁকুড়ার বিষ্ণুপুরে এবার জেলা পুলিশের উদ্যোগে কাজ শুরু করল ট্যুরিস্ট পুলিশ
পর্যটকদের সুবিধার্থে এবার বিশেষ উদ্যোগ বাঁকুড়া জেলা পুলিশের। মন্দিরনগরী হিসেবে পরিচিত বিষ্ণুপুরে এবার জেলা পুলিশের উদ্যোগে কাজ শুরু করলো ট্যুরিস্ট পুলিশ। আপাতত ৬ জন পুরুষ ও ২ জন মহিলা কর্মী এই কাজে নিযুক্ত হয়েছেন। পরবর্ত্তী সময়ে প্রয়োজনে এই সংখ্যা বাড়তে পারে বলে জানা গেছে।
West Bengal News Live : সল্টলেক বিজে ব্লকের মাঠে শুরু বাংলার সংস্কৃতি ও প্রকৃতি উৎসব
সল্টলেক বি জে ব্লকের মাঠে শুরু হলো বাংলার সংস্কৃতি ও প্রকৃতি উৎসব। যেখানে রয়েছে বিভিন্ন প্রজাতির বিদেশি পাখির প্রদর্শনী। আজ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ৩ টা থেকে ৯ টা পর্যন্ত খোলা থাকবে।
West Bengal News Live Updates : করোনা আবহে পার্ক স্ট্রিটে বড়দিনের উত্সব,৩টি ওয়াচ টাওয়ার থেকে চলবে নজরদারি
করোনা আবহে পার্ক স্ট্রিটে বড়দিনের উত্সব পালন। কাল বিকেলের পর থেকে মোতায়েন করা হবে পুলিশ। পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৩ হাজার পুলিশ কর্মী। ৩টি ওয়াচ টাওয়ার থেকে চলবে নজরদারি। থাকছে ১০টি পুলিশ সহায়তা কেন্দ্র। মোতায়েন থাকবে ২টি ক্যুইক রেসপন্স টিম। পাশাপাশি, সিসি ক্যামেরার মাধ্যমেও চলবে নজরদারি। নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে পার্ক স্ট্রিট মোড়ের কাছে থাকছে পুলিশের অস্থায়ী কন্ট্রোল রুম
West Bengal News Live : বড়দিন উপলক্ষে সেজে উঠেছে হুগলি জেলার বিভিন্ন গির্জা, কার্যকর করোনা বিধিও
আর মাত্র কয়েক ঘণ্টা। বড়দিন উপলক্ষে সেজে উঠেছে হুগলি জেলার বিভিন্ন গির্জা, চন্দননগর থেকে ব্যান্ডেল চার্চ সবকটি চার্চকেই সাজিয়ে তোলা হচ্ছে। করোনার কথা মাথায় রেখে কিছু শর্তও জারি করা হয়েছে দর্শনার্থীদের জন্য