West Bengal News Live: মালদার মানিকচকে বিজেপি প্রধানের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ
বগটুই গ্রামে পুলিশে ছয়লাপ, রামপুরহাটকাণ্ডে রাজ্যপালের মন্তব্যে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি বিজেপির, বাগডোগরা রানওয়েতে ফের ফাটল। জেনে নিন জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট।
LIVE
![West Bengal News Live: মালদার মানিকচকে বিজেপি প্রধানের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ West Bengal News Live: মালদার মানিকচকে বিজেপি প্রধানের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/22/7b149683cfb8b8168234ccae9ecbbca2_original.jpg)
Background
কলকাতা: জনশূন্য বকটুই গ্রাম, পুলিশে (Police) ছয়লাপ। শেষকৃত্যের জন্য রাতেই ৮ জনের দেহ নিয়ে আসা হল গ্রামে। কার্যত ছাই হয়ে যাওয়া দেহ শনাক্ত করলেন আত্মীয়।
সূচপুর (Suchpur), ছোট আঙারিয়ার আতঙ্ক ফিরল রামপুরহাটে (Rampurhat)। তৃণমূল নেতা খুনের পরে শিশু, মহিলা, নবদম্পতি- সহ ৮ জনকে পুড়িয়ে খুন। আহত ৩।
হামলা থেকে বাঁচতে বাড়িতে তালা, আগুন লাগানোর পরে বেরোতে না পেরে ৮জনের মৃত্যু। চাঞ্চল্যকর দাবি আক্রান্তের। নেতা খুনের প্রতিশোধে হামলা, বলছেন প্রত্যক্ষদর্শীরাই।
চোখের সামনেই খুন গোটা পরিবার। পুলিশ নয়, সিবিআই চায় পরিবার। রামপুরহাটে গণহত্যার অভিযোগে সরব বিরোধীরা। সিবিআই (CBI) চেয়ে হাইকোর্টে (Kolkata High Court) মামলা। নেতা খুনের পরে পরিকল্পিত ষড়যন্ত্র, পাল্টা তৃণমূল।
সন্ধে নামতেই আতঙ্ক ফিরল রামপুরহাটে। গ্রাম ছাড়ল ২ আক্রান্তের পরিবার। আমাদের লোককে খুনের পরে আগুন লাগিয়ে বাংলাকে বদনাম করার চক্রান্তের অভিযোগ ফিরহাদের। রামপুরহাটকাণ্ডে শাসকদল-প্রশাসনেই ভিন্নমত!
সন্ত্রাসের সংস্কৃতির অভিযোগে সরব রাজ্যপাল। নেতা খুনে এনআইএ, অগ্নিকাণ্ডে সিবিআই চায় বিজেপি। অন্য রাজ্যে কী করে কেন্দ্র? প্রশ্ন তৃণমূলের।
রামপুরহাটকাণ্ডে রাজ্যপালের মন্তব্যে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। সাংবিধানিক পদে থেকেও অসাংবিধানিক মন্তব্য, নিরপেক্ষ তদন্তে বাধা হতে পারে অভিযোগ।
রামপুরহাটে (Rampurhat) হত্যালীলা। ৭২ ঘণ্টায় রাজ্যের রিপোর্ট চেয়েছেন শাহ, আসছে কেন্দ্রীয় দল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর দাবি বিজেপির।
বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি বিজেপির। ৩৫৬ কিংবা, ৩৫৫ ধারা চায় কংগ্রেস। আগে উত্তরপ্রদেশ, গুজরাতে ৩৫৬ হোক, পাল্টা তৃণমূল।
রামপুরহাটকাণ্ডে ৩ সদস্যের সিট। গ্রেফতার ১১। মুখ্যসচিবের কাছে তথ্য তলব রাজ্যপালের। হস্তক্ষেপের দাবি বিজেপির। সংসদে সরব অধীর।
রামপুরহাটে হত্যালীলা। কাল ঘটনাস্থলে যাচ্ছে বাম-বিজেপির প্রতিনিধিদল। জেলায় জেলায় বিক্ষোভ।
নেতা খুনের কয়েক ঘণ্টার মধ্যেই তাণ্ডব। প্রতিশোধ কিনা, তদন্তে সিট, জানালেন ডিজি। (বাইট- ক্লোজ করা হয়েছে রামপুরহাটের আইসি, এসডিপিও-কে।
হাজার ছুঁইছুঁই রান্নার গ্যাস। কাল থেকে ফের প্রায় ১ টাকা করে দাম বাড়ছে পেট্রোল, ডিজেলের। প্রতিবাদে সংসদে সরব বিরোধীরা।
সকালে নিউ আলিপুরের রঙের গুদাম, রাতে লেনিন সরণির বাড়ির ছাদে ঝুপড়িতে আগুন। নিউ আলিপুরে গুদাম থেকে আগুন ছড়াল পাশের বাড়িতে।
১২ এপ্রিল বালিগঞ্জ (Ballygung)-আসানসোলে (Asansol) চতুর্মুখী লড়াই (BY Election)। তৃণমূল (TMC)-বিজেপি (BJP)-বামেদের (Left) পর এবার প্রার্থী দিল কংগ্রেসও (Congress)। জামুড়িয়ায় প্রচারে শত্রুঘ্ন সিন্হা।
বাগডোগরা রানওয়েতে ফের ফাটল। বেলা সাড়ে ১২টা থেকে বিমান পরিষেবা বিপর্যস্ত। ২১টি উড়ান বাতিল। দিনভর যাত্রী দুর্ভোগ।
West Bengal News Live: বেছে বেছে বাড়িতে আগুন লাগানো হয়েছিল?
বগটুইকাণ্ডে অনুব্রত মণ্ডল টিভিতে বিস্ফোরণের জেরে আগুন ছড়ানোর তত্ত্ব খাড়া করলেও, প্রত্যক্ষদর্শীদের গলায় শোনা গেছে অন্য সুর। তাঁদের দাবি, সোমবার বেছে বেছে বাড়িতে আগুন লাগানো হয়েছিল। বুধবার ঘটনাস্থলে গিয়েও দেখা গেছে, পরপর বাড়িতে আগুন লাগেনি।
WB News Live Updates: বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামের বিভীষিকাময় হত্যালীলায় সমালোচনার ঝড়
রামপুরহাটের বগটুই গ্রামের হত্যালীলার সমালোচনায় সরব হয়েছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় থেকে বিভাস চক্রবর্তীর মতো বিশিষ্টজনেরা। তবে সিঙ্গুর-নন্দীগ্রামের মতো এবার কী তাঁদের পথে নামতে দেখা যাবে? উত্তরে শুভাপ্রসন্ন জানালেন, দুই ঘটনা এক নয়।
West Bengal News Live: মালদার মানিকচকে টেন্ডার দুর্নীতির অভিযোগ উঠল বিজেপি প্রধানের বিরুদ্ধে
মালদার মানিকচকে টেন্ডার দুর্নীতির অভিযোগ উঠল বিজেপি প্রধানের বিরুদ্ধে। এ নিয়ে বিডিও-র কাছে নালিশ জানিয়েছেন তৃণমূল সদস্যরা। অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
WB News Live Updates: রামপুরহাটে হত্যালীলার মধ্যেই নদিয়ায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি
রামপুরহাটে হত্যালীলার মধ্যেই নদিয়ায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি। বগুলায় বাড়ির সামনেই গুলিবিদ্ধ হন তিনি। অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।
West Bengal News Live: রামপুরহাটকাণ্ড নিয়ে রাজ্য সরকারকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী
রামপুরহাটকাণ্ড নিয়ে রাজ্য সরকারকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী। বললেন, আশা করি বাংলার সরকার দোষীদের শাস্তির ব্যবস্থা করবে। যারা এই হত্যালীলা ঘটিয়েছে, তাদের যেন বাংলার মানুষ ক্ষমা না করে। এদিকে মুখ্যমন্ত্রীর দাবি, চক্রান্ত করে বদনাম করার চেষ্টা হচ্ছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)