WB News LIVE Blog: মহেশতলায় মহিলাকে ধর্ষণের পর খুনের চেষ্টার অভিযোগ, বিবস্ত্র ও অচৈতন্য অবস্থায় উদ্ধার নির্যাতিতা
Get the latest West Bengal News and Live Updates: জেলার কোথায় কী ঘটছে, জেনে নিন গুরুত্বপূর্ণ খবরের আপডেট

Background
তৃণমূল (TMC) বনাম তৃণমূলের লড়াইয়ে এবার গুলিবিদ্ধ পুলিশ! বসিরহাটে (Basirhat) নেতাকে বাঁচাতে গিয়ে বুলেট লাগল কনস্টেবলের পিঠে। ৪১জন গ্রেফতার।
তৃণমূলের ব্লক সভাপতির অপসারণের দাবিতে বসিরহাটে (Basirhat) বিক্ষোভ। নির্দোষদের গ্রেফতারির অভিযোগে থানায় বিক্ষোভ। পুলিশের লাঠিচার্জ।
কাঁকিনাড়া (Kankinara), নরেন্দ্রপুর (Narendrapur), মিনাখাঁ, কুলপির পর মানিকচক। ফের সন্ত্রাসের শিকার শৈশব। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে ২ শিশু আহত।
পঞ্চায়েত ভোটের আগে ফের মুর্শিদাবাদে অস্ত্রের হদিশ। সাগরদিঘি থেকে উদ্ধার প্রচুর অস্ত্র। রামপুরহাট থেকেও অস্ত্র-সহ গ্রেফতার ২ দুষ্কৃতী।
ডিসেম্বরে ডেডলাইন-ধামাকা নিয়ে জল্পনার মধ্যেই ফের তৃণমূল ভাঙার হুঙ্কার মিঠুনের। জোর করে সরকার ফেলার পক্ষে নই, ধোঁয়াশা বাড়ালেন সুকান্ত।
পঞ্চায়েত ভোটের আগে ফের রাজ্যে মিঠুন। ৫দিনে যাবেন ৫ জেলায় বৈঠক। (বাইট-মিঠুন....আমাকে এত ভয় কেন...শোভনদেব...ওকে ভয় পাওয়ার কিছু আছে)
রাজধানী যাত্রা ঠেকাতে কোর্টে কেষ্ট। বাংলার মামলায় কেন দিল্লিতে জেরা? প্রশ্ন আইনজীবীর। সায়গল-প্রসঙ্গ টেনে পাল্টা ইডি। শুক্রবার শুনানি।
জনস্বাস্থ্য কারিগরীমন্ত্রীকে টেনে কেন্দ্রের জল জীবন মিশনে দুর্নীতির অভিযোগ শুভেন্দুর। পাল্টা নোটিস মন্ত্রীর। জবাব না পেলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি।
যাদবপুরে কর্মী নিয়োগ প্রক্রিয়া হঠাৎ বাতিল। পার্থর সুপারিশে তালিকা, তাই বিতর্ক এড়ানোর চেষ্টা,র অভিযোগ জুটার। কর্মসমিতির সিদ্ধান্ত, পাল্টা সহ উপাচার্য।
৮ লক্ষ পর্যন্ত আয়ে সংরক্ষণের আওতায় এলে কেন আড়াই লক্ষ পেরোলেই দিতে হবে আয়কর? প্রশ্ন তুলে মাদ্রাজ হাইকোর্টে মামলা। কেন্দ্রের জবাব তলব।
আজ শপথ, কলকাতায় এলেন নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিমানবন্দরেই গার্ড অফ অনার। পুজো দিলেন কালীঘাটের মন্দিরে।
বিতর্কিত সীমানায় ফের অসম-মেঘালয়ের রক্ষীদের গুলির লড়াই। অসমের বনরক্ষী-সহ ৬জনের মৃত্যু। আর কতদিন অবিচার, ট্যুইট অভিষেকের।
WB News Live : মহেশতলায় মহিলাকে ধর্ষণের পর খুনের চেষ্টার অভিযোগ, বিবস্ত্র ও অচৈতন্য অবস্থায় উদ্ধার নির্যাতিতা
দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় মহিলাকে ধর্ষণের পর খুনের চেষ্টার অভিযোগ। বিবস্ত্র ও অচৈতন্য অবস্থায় উদ্ধার নির্যাতিতা। ঘটনায় আটক স্থানীয় এক যুবক। অভিযুক্তর বাড়ি ভাঙচুর উত্তেজিত জনতার।
WB News Live Updates : রিজেন্ট পার্ক থানার পূর্ব পুঁটিয়ারিতে এক যুবকের রহস্যমৃত্যু
রিজেন্ট পার্ক থানার পূর্ব পুঁটিয়ারিতে এক যুবকের রহস্যমৃত্যু! পুরনো কোনও অসুস্থতা না কি অন্য কিছু? কী কারণে মৃত্যু হল মেদিনীপুরের বাসিন্দা ওই যুবকের? তদন্তে পুলিশ। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে।






















