West Bengal News Live: বিজেপি থেকে সাময়িকভাবে বরখাস্ত রীতেশ তিওয়ারি ও জয়প্রকাশ মজুমদার
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: নেতাজি অ্যাওয়ার্ড (Netaji Award) দেওয়া হল জাপানের (Japan) প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে-কে। কলকাতায় (Kolkata) নিযুক্ত জাপানের কনসোল জেনারেল পুরস্কারটি গ্রহণ করেন। ১৯৮৬ সাল থেকে দেওয়া হচ্ছে নেতাজি অ্যাওয়ার্ড। নেতাজি ভবনের এই অনুষ্ঠানে ছিলেন সুগত বসু (Sugata Basu)।
ভরসন্ধেয় বেলেঘাটায় (Beleghata) মহিলা আইনজীবীর বাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, শুক্রবার সন্ধেয় বেলেঘাটার ,সুরাহ্ ইস্ট রোডে মহিলা আইনজীবীর ফ্ল্যাটে ঢুকে থেকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লক্ষাধিক টাকার গয়না ও মূল্যবান সামগ্রী লুঠ করা হয়। লুঠে বাধা দেওয়ায় আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে মহিলা আইনজীবীর বাবা ও ভাইকে আঘাত করা হয় বলে অভিযোগ। ডাকাতির ঘটনায় গতকাল চারজনকে গ্রেফতার করেছে বেলেঘাটা থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা রুজু হয়েছে।
কলকাতা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের এক আবাসনে নিকাশির দীর্ঘদিনের সমস্যা নিয়ে টক টু মেয়র অনুষ্ঠানে অভিযোগ জানিয়েছিলেন এক বাসিন্দা। মেয়রের নির্দেশে আগামীকালই নিকাসির অবস্থা খতিয়ে দেখতে যাচ্ছে পুরসভার টিম। আজ অবশ্য আবাসিকরা চত্বরে ব্লিচিং ছড়ান। জমে থাকা জল পরিষ্কারের চেষ্টা করেন।
পুরভোটের মুখে বীরভূমের দুবরাজপুরে বিজেপিতে বড় ভাঙন। তৃণমূলে যোগ দিলেন দুবরাজপুর বিধানসভার পর্যবেক্ষক, মণ্ডল সভাপতি সহ তিন নেতা। বোলপুরের এক বিজেপি নেতাও পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন এদিন। তা নিয়ে শুরু হয়েছে জোর তরজা।
বিভিন্ন বিষয়ে, বারবার তথ্য চেয়ে পাঠালেও, তা দিচ্ছে না রাজ্য সরকার! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সংবিধান না মানার অভিযোগ তুলে ফের সুর চড়ালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ঘুরিয়ে আইনশৃঙ্খলা প্রসঙ্গে তাঁর মন্তব্য, রাজ্যে বিনিয়োগের জন্য দরকার সুস্থ পরিবেশ! পাল্টা রাজ্যপালের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল।
নেতাজি জয়ন্তীতে জাতীয় পতাকার আগে তোলা হল তৃণমূলের দলীয় পতাকা। ভাইরাল ভিডিও ঘিরে জলপাইগুড়িতে জোর রাজনৈতিক তরজা। একে অপরকে আক্রমণ শানিয়েছে তৃণমূল আর বিজেপি। ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
West Bengal News Live Updates: রামপুরহাট বাসস্ট্যান্ড চত্বরে অসুস্থ হয়ে পড়ে থাকা দম্পতিকে উদ্ধার করে ভর্তি করা হল হাসপাতালে
দীর্ঘদিন ধরে রামপুরহাট বাসস্ট্যান্ড চত্বরে অসুস্থ হয়ে পড়ে থাকা দম্পতিকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজে ভর্তি করা হল। পুলিশের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। যদিও ওই দম্পতির কোনও পরিচয় পাওয়া যায়নি।
WB News Live Updates: রীতেশ-জয়প্রকাশ নিয়ে বঙ্গ বিজেপিকে আক্রমণে তথাগত
সাসপেন্ড করার সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া ছিল। রীতেশ-জয়প্রকাশ নিয়ে বঙ্গ বিজেপিকে আক্রমণে তথাগত।
West Bengal News Live Updates: বাগুইআটির বিয়েবাড়িতে দুর্ঘটনা, ১জনের মৃত্যু, আহত ২
বাগুইআটির বিয়েবাড়িতে দুর্ঘটনা, ১জনের মৃত্যু, আহত ২। হোটেলে বিয়েবাড়ি চলাকালীন প্রচন্ড শব্দে আতঙ্ক। বাগুইআটির রঘুনাথপুরে ‘ফায়ার প্যানেল’ ভেঙে দুর্ঘটনা। ৭তলা হোটেলের ৩ তলায় অনুষ্ঠান চলাকালীন দুর্ঘটনা
WB News Live Updates: অনুব্রতর পাশে বসেই তাঁর অনুকরণ বোলপুরের সাজিদের
অনুব্রত মণ্ডলের আদবকায়দা থেকে কথা বলার ধরন সবটাই রিহার্সাল করে নখদর্পণে এনেছেন বোলপুরের সাজিদ খান। প্রায়ই তাঁর একেকটা ভিডিওর দর্শক সংখ্যা ছাড়িয়ে যায় লক্ষের গন্ডি। এবার অনুব্রতর পাশে বসেই করলেন তাঁর অনুকরণ। মুচকি হেসে উপভোগ করলেও অনুব্রত মণ্ডলের হুঁশিয়ারি, কুৎসা করলে রেয়াত করব না।
West Bengal News Live Updates: বিজেপি থেকে সাময়িকভাবে বরখাস্ত রীতেশ তিওয়ারি ও জয়প্রকাশ মজুমদার
বিজেপি থেকে সাময়িকভাবে বরখাস্ত রীতেশ তিওয়ারি ও জয়প্রকাশ মজুমদার। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে তাঁদের। ‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে বরখাস্ত জয়প্রকাশ মজুমদার’। রাজ্য সভাপতির নির্দেশে কার্যকর, বিবৃতি কার্যালয় সম্পাদকের।