West Bengal News Live Updates: এসএসসি-তে দুর্নীতির অভিযোগে রানিকুঠিতে বিক্ষোভ বিজেপির
WB News Live: এক ক্লিকে দেখে নিন পশ্চিমবঙ্গের সবথেকে গুরুত্বপূর্ণ খবর।
LIVE
Background
এই মুহূর্তের শিরোনাম এক নজরে।
১। তৃণমূলের (TMC) যে নেতারা বারবার কিলার বলে আক্রমণ করলেন স্বাগত জানালেন তারাই। সবটাই সমঝোতা, দাবি অর্জুনের (Arjun Singh)।
২। বিশ্বাস করেনি বিজেপি (BJP)। তৃণমূলে প্রত্যাবর্তনের পর ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে বিস্ফোরক অর্জুন।
৩। বিজেপি-ত্যাগের পর ইস্তফা দেবেন সাংসদ পদে? নাম না করে অধিকারী পরিবারের উদাহরণ টানলেন অর্জুন।
৪। তৃণমূলে ফেরার পরেই টিটাগড়ে অর্জুনকে নিয়ে প্রথম বৈঠকে তৃণমূল।
৫। বিজেপি ছেড়ে তৃণমূলে অর্জুন। বিস্ফোরক সৌগত (Saugata Roy)।
৬। অর্জুন-ধাক্কা সামলাতে আপাতত শুভেন্দুকেই (Suvendu Adhikari) ব্যারাকপুরের দায়িত্ব দিল বিজেপি। ৩০ মে শ্যামনগরে অভিষেকের সভার আগে ২৫ মে বৈঠক।
৭। পুরনো নেতাদের পিছনের সারিতে পাঠানোর পরিণাম, অর্জুনের বিজেপি-ত্যাগ নিয়ে বলছেন দিলীপ। আত্মসমীক্ষা চান অনুপম হাজরা।
৮। নিরপেক্ষভাবে কাজ করতে এজেন্সির স্বশাসন চান মমতা।
WB News Live Update : শিবপুরে মহিলার পেট থেকে প্রায় সাড়ে ৭ কেজি ওজনের টিউমার বের করলেন চিকিৎসকরা
শিবপুরের বেসরকারি হাসপাতালে জটিল অস্ত্রোপচারে সাফল্য। পেট থেকে প্রায় সাড়ে ৭ কেজি ওজনের টিউমার বের করলেন চিকিৎসকরা। শেষমেশ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে হাসিমুখে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন বছর ৫২-র রাজিয়া খাতুন।
WB News Live : গোয়ালতোড়ে উপভোক্তাদের ভয় দেখিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগ
পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে উপভোক্তাদের ভয় দেখিয়ে, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। বিডিও-র কাছে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ অস্বীকার অভিযুক্ত শাসক-নেতার। ঘটনায় আইনি পদক্ষেপের দাবি জানিয়েছে বিজেপি।
WB News Live Update : ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যুক্ত হতে চলছে শিয়ালদা স্টেশন
ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যুক্ত হতে চলছে শিয়ালদা স্টেশন। মেট্রো সূত্রে খবর, আগামী ৩১ মে নতুন স্টেশনের উদ্বোধন করতে পারেন রেলমন্ত্রী। কর্তৃপক্ষের আশা, শিয়ালদা স্টেশন যুক্ত হলে আয় অনেকটাই বাড়তে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর।
WB News Live : বাংলায় বেশ কয়েকজন শিশু টমেটো ফ্লু-র উপসর্গ নিয়ে হাসপাতালে ?
করোনা পরিস্থিতিতে মাঙ্কি পক্সের পর এবার উদ্বেগ বাড়াচ্ছে নতুন ভাইরাল জ্বর টমেটো ফ্লু। দক্ষিণ ভারতের বেশ কয়েকটি রাজ্যে এই ফ্লু-তে আক্রান্ত হয়েছে শতাধিক শিশু। বাংলায় গত কয়েক সপ্তাহে বেশ কয়েকজন শিশু উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিল, দাবি চিকিৎসকদের।
WB News Live Update : ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যুক্ত হতে চলছে শিয়ালদা স্টেশন, ৩১ মে নতুন স্টেশনের উদ্বোধন করতে পারেন রেলমন্ত্রী
ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যুক্ত হতে চলছে শিয়ালদা স্টেশন। মেট্রো সূত্রে খবর, আগামী ৩১ মে নতুন স্টেশনের উদ্বোধন করতে পারেন রেলমন্ত্রী। কর্তৃপক্ষের আশা, শিয়ালদা স্টেশন যুক্ত হলে আয় অনেকটাই বাড়তে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর।