WB News LIVE Blog: দীপাবলিতে ঘূর্ণিঝড় নিয়ে সতর্কবার্তা মমতার , দমকা হাওয়ায় রাজ্যের একাধিক পুজো প্যান্ডেল ক্ষতিগ্রস্ত
Get the latest West Bengal News and Live Updates: দিনভর রাজ্যজুড়ে কোথায় কী ঘটছে, জেনে নিন গুরুত্বপূর্ণ খবরের সমস্ত আপডেট
LIVE
Background
কলকাতা: আজ কালীপুজো। দক্ষিণেশ্বর, তারাপীঠ, কামাখ্যায় বিশেষ পুজো। উত্সবের মেজাজে দেশবাসী। সরয়ূ তীরে ২০ লক্ষ প্রদীপ, গিনেস বুকে অযোধ্যার দীপোৎসব।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। ধেয়ে আসছে উপকূলের দিকে, ল্যান্ডফল বাংলাদেশে। কালীপুজো ও পরের দিন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস।
ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। সমুদ্রে ৬ মিটার জলোচ্ছ্বাসের সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনায় বন্ধ ফেরি সার্ভিস। পর্যটন কেন্দ্রে বন্ধ বিনোদন বন্ধ।
চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে মন্তব্য খাদ্যমন্ত্রীর।পাল্টা আন্দোলনকারীরা।
তৃণমূলকে টাকা দেওয়াই কি বিশেষ পদ্ধতি ? খোঁচা বিকাশের। প্রক্রিয়া আগে ছিল, এখন শুধু চুরি, আক্রমণ সুকান্তর। টাকা দিলেই চাকরি, কটাক্ষ অধীরের।
নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ঘনিষ্ঠ তাপসকে ফের ম্যারাথন জিজ্ঞাসাবাদ ইডির। ক্রস ভেরিফিকেশন পদ্ধতিতে জিজ্ঞাসাবাদ।
গরুপাচার মামলায় দিল্লিতে জেরা সায়গলকে। ইডিকে চার্জশিট সহ ৫০০ পাতার নথি তুলে দিল সিবিআই। খতিয়ে দেখা হবে আর্থিক লেনদেনের অভিযোগ।
গরুপাচার তদন্তের মধ্যেই ফের ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচারের চেষ্টা। শীতলকুচিতে পাচার রুখল বিএসএফ। ডোমজুড়ে গরুচোর সন্দেহে পোস্টে বেঁধে বেধড়ক মার।
স্বচ্ছ ভাবমূর্তির ওপর জোর দেওয়ার বার্তা খাদ্যমন্ত্রীর।
দুর্নীতির দায় তৃণমূলের সুপ্রিমোকেই নিতে হবে। কটাক্ষ বিজেপির। মমতাকে সামনে রেখেই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিতে চেয়েছেন, প্রতিক্রিয়া কুণালের।
সিউড়িতে দুই তৃণমূল কাউন্সিলের সঙ্গে ছবি পোস্ট শুভেন্দু অধিকারীর। বিজেপিতে নয়, তৃণমূলেই আছি। দাবি কাউন্সিলর উজ্জ্বলের। প্রতিক্রিয়া মেলেনি কুন্দন দের।
সিএবির ভোটে লড়ছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। শেষ দিনেও জমা দিলেন না মনোনয়ন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হচ্ছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।
West Bengal News Live: ২৬৩ বছরে পা দিল টালিগঞ্জের করুণাময়ী কালী মন্দিরের পুজো
টালিগঞ্জের করুণাময়ী কালী মন্দির। এবার ২৬৩ বছরে পা দিল এখানকার পুজো। এই পুজোর বিশেষত্ব হল, কালীপুজোর দিন কুমারী পুজো হয়। ২০০৯ সাল থেকে শুরু হয়েছে এই কুমারী পুজো। সকালে মঙ্গলারতি দিয়ে পুজো শুরু। বিকেলে মাকে রাজবেশে সাজানো হবে। রাতে ভোগ নিবেদন। কালীপুজো উপলক্ষ্যে আজ সারাদিন খোলা থাকবে করুণাময়ী কালীমন্দির।
WB News Live Updates: মঙ্গলারতি দিয়ে শ্যামার আরাধনা শুরু হয়েছে বিভিন্ন মন্দিরে
শারদোত্সবের পর ফের উত্সবের আমেজ। আজ কালীপুজো। মঙ্গলারতি দিয়ে শ্যামার আরাধনা শুরু হয়েছে বিভিন্ন মন্দিরে। আলোর উৎসবে ভাসছে কলকাতা। কার্তিক মাসের অমাবস্যা তিথির গভীর রাতে যোগিনী পরিবৃতা হয়ে আবির্ভূতা হন মা কালী৷ জগতে কল্যাণ এবং শান্তি স্থাপনের জন্য ভক্তরা দেবীর আরাধনা করেন৷ তিনি অসুখ বিনাশিনী৷ মহা শক্তিধর শুম্ভ-নিশুম্ভের হাত থেকে ত্রিলোককে রক্ষা করতেই দেবীর সৃষ্টি৷ নরমুণ্ডই দেবীর অলঙ্কার৷ যুদ্ধে পরাজিত সেনাপতিদের মুণ্ডের মালা মা কালীর কণ্ঠের শোভা৷ বলা হয়, পঞ্চাশটি মুণ্ডের এই মালা আসলে জ্ঞানের প্রতীক৷ যে সেনাপতি তাঁর চুল ধরে অপমান করেছিল, তাঁর মুণ্ড দেবী হাতে ধরে থাকেন৷ মৃত সেনাপতিদের হাতের পাতা দেবী কোমরে ধারণ করেন৷ শাস্ত্রমতে এই করতলও জ্ঞানের প্রতীক৷ ভুল করে স্বামী মহাদেবের গায়ে পা তুলে ফেলায় লজ্জিতা রণে উন্মত্ত দেবী৷
West Bengal News Live: ভাটপাড়ায় কালীপুজোর মণ্ডপে তৃণমূল কাউন্সিলরের ভাগ্নেকে লক্ষ্য করে গুলি
ভাটপাড়ায় কালীপুজোর মণ্ডপে তৃণমূল কাউন্সিলরের ভাগ্নেকে লক্ষ্য করে গুলি। গুলিবিদ্ধ তৃণমূল কর্মী রাজ পাণ্ডে অ্যাপোলো হাসপাতালে ভর্তি। তাঁর হাতে গুলি লেগেছে। গতকাল রাতে ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে গুলি চলে।কাউন্সিলরের অভিযোগ, ৩টি বাইকে চড়ে এসে মণ্ডপে বসে থাকা তাঁর ভাগ্নেকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। হামলার কারণ জানা যায়নি।
WB News Live Updates: প্রায় ৩০০ বছরের পুরনো, জলপাইগুড়ির দেবী চৌধুরানির শ্মশানকালীর মন্দির
প্রায় ৩০০ বছরের পুরনো, জলপাইগুড়ির দেবী চৌধুরানির শ্মশানকালীর মন্দির। জনশ্রুতি, করলা নদীর ধারে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ভবানী পাঠক। দেবী চৌধুরানি ছিলেন বাংলাদেশের জমিদার বংশের মেয়ে, বিয়ের পর শ্বশুরবাড়ি তাঁকে মেনে না নেওয়ায় তিনি চলে আসেন ভবানী পাঠকের মন্দিরে। স্থানীয়দের দাবি, শক্তির উপাসনার পর ডাকাতি করতে বেরোতেন দেবী চৌধুরানি। আজ দীপান্বিতা অমাবস্যা উপলক্ষ্যে দেবী চৌধুরানির এই মন্দিরে কালীপুজো চলবে সারা রাত ধরে। প্রথমে মূল পুজো, তারপর হবে বলি। ভোগ হিসেবে নিবেদন করা হবে সাদা ভাত, পাঁচ রকম ভাজা, শাক ভাজা, শোল, বোয়াল মাছ, পায়েস, চাটনি ও মিষ্টি।
West Bengal News Live: বাড়ির কালীপুজোয় ভোগও রাঁধলেন মমতা
সারা বছর তুমুল ব্যস্ততা৷ গোটা রাজ্যের ভার তাঁর কাঁধে৷ এসবের মাঝেই বাড়ির কালীপুজোয় নিজে দাঁড়িয়ে থেকে পুজোর তদারকি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাঁধলেন ভোগও৷