West Bengal News Live Updates: কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেন নৌশাদ সিদ্দিকি
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: যদি কথায় আর কাজে মিল না থাকে, তাহলে আর আপনাদের সামনে ২৪-এ আসব না। পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে কল্যাণীর (Kalyani) সংখ্য়ালঘু অধ্যুষিত ঘোড়াগাছায় গিয়ে এমনই বার্তা দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বললেন, আমাদের একবার সুযোগ দিন। বিরোধী দলনেতাকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল (TMC)।
বঙ্গ রাজনীতিতে অন্যতম বড় ফ্যাক্টর - মুসলিম ভোট। ২০১১ সাল থেকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে কার্যত একচেটিয়া আধিপত্য তৃণমূলের। পঞ্চায়েত ভোটের আগে সেই ভোট নিজেদের দিকে টানতে এবার তৎপর হল বিজেপি। শনিবার নদিয়ার কল্যাণীর ঘোড়াগাছায় ভোট প্রচারে যান শুভেন্দু অধিকারী। এই অঞ্চলের প্রায় ৯০ শতাংশ মানুষই সংখ্যালঘু সম্প্রদায়ের। সেখানে গিয়ে তৃণমূলকে নিশানা করে সংখ্যালঘুদের মন জয়ে ঢালাও প্রতিশ্রুতি দেন শুভেন্দু অধিকারী।
রাজ্যের অন্যান্য খবরগুলি-
পুরুলিয়ার আদ্রায় নিহত তৃণমূলের টাউন সভাপতির পরিবারকে ফোন করে খোঁজ নিলেন রাজ্যপাল। দিলেন পাশে থাকার আশ্বাস। এদিকে, রাজ্যপাল ফোন করায় খুশি হলেও, আক্ষেপের সুরে তৃণমূল নেতার পরিবারের দাবি, খোঁজ নেয়নি দলেরই শীর্ষ নেতৃত্ব। দল পাশে আছে, দাবি জেলা তৃণমূল সভাপতির।
ফের উত্তপ্ত মুর্শিদাবাদের রানিনগর। কংগ্রেস প্রার্থীর বাড়ি ঘিরে মুহুর্মুহু ইটবৃষ্টি করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও, এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এদিন, তৃণমূল এবং আরএসপির সংঘর্ষে উত্তপ্ত হয় গোসাবা। আহত হয়েছেন দু-দলের বেশ কয়েকজন।
দলের হুইপ অমান্য় করে নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ের সিদ্ধান্তে অনড় থাকায় উত্তর ২৪ পরগনার বাগদা পূর্বের আইএনটিটিইউসির ব্লক সভাপতি গণেশ ঘোষকে বহিষ্কার করল তৃণমূল। দলের নির্দেশ সত্ত্বেও যে নির্দল প্রার্থীরা এখনও মনোনয়ন প্রত্য়াহার করেননি তাঁদের দলের হয়ে কাজ করতে ৭২ ঘণ্টার সময় বেঁদে দিলেন তৃণমূল জেলা সভাপতি। না হলে তাঁদেরও দল থেকে বহিষ্কার করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।
রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসা নিয়ে এখনও কাটছে না জট। শনিবার রাতের মধ্যে ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী না এলে, অ্যাকশন নেওয়ার কথা বললেন রাজ্য নির্বাচন কমিশনার। এর মধ্য়েই রবিবার ফের রাজভবনে রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করেছেন রাজ্যপাল।
West Bengal News LIVE Updates: কালনায় আক্রান্ত সিপিএম, দেওয়াল লিখনকে কেন্দ্র করে হামলার অভিযোগ
কালনায় আক্রান্ত সিপিএম। দেওয়াল লিখনকে কেন্দ্র করে হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ সিপিএমের।
অভিযোগ অস্বীকার শাসক দলের ।
WB News LIVE Updates: কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেন নৌশাদ সিদ্দিকি
কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেন নৌশাদ সিদ্দিকি। নৌশাদ সিদ্দিকির বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় বাহিনী। 'রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে জানিয়েও কোনও নিরাপত্তা না পেয়ে হাইকোর্টে গিয়েছিলাম'। 'কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে নির্দেশ দিয়েছিল আমার নিরাপত্তা সুনিশ্চিত করতে'। 'সেই অনুযায়ী আজকে বেলা চারটেয় সিআইএসএফের ৭জনের একটি দল আমার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে'। 'কোন ক্যাটিগরির নিরাপত্তা চূড়ান্ত করা হচ্ছে সেই বিষয়টি এখনও স্পষ্ট করা হয়নি'। জানালেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিক।
West Bengal News LIVE Updates: রঘুনাথগঞ্জ, হরিহরপাড়া থেকে সালার, রেজিনগরে বস্তা বস্তা বোমা উদ্ধার
মুর্শিদাবাদে অব্যাহত বোমা-সন্ত্রাস । ভোটের মুখে বারুদের স্তূপে মুর্শিদাবাদ। রঘুনাথগঞ্জ, হরিহরপাড়া থেকে সালার, রেজিনগর
মুর্শিদাবাদে বস্তা বস্তা বোমা উদ্ধার। ভোটে সন্ত্রাসের জন্য বোমা মজুত, অভিযোগ গ্রামবাসীদের। গতকালই বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে এক দুষ্কৃতীর মৃত্যু হয়
WB News LIVE Updates: প্রচারে বেরিয়ে মারধরের অভিযোগ, গ্রেফতার বিজেপি প্রার্থী
প্রচারে বেরিয়ে মারধরের অভিযোগ, গ্রেফতার বিজেপি প্রার্থী। চন্দ্রকোনায় গ্রেফতার বিজেপির পঞ্চায়েত সমিতির প্রার্থী । তৃণমূলের নির্দেশে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ বিজেপি প্রার্থীর। বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের
West Bengal News LIVE Updates: 'বিজেপি লড়াই করেছে বলেই কেন্দ্রীয় বাহিনী', দাবি শুভেন্দুর
বাম-তৃণমূল-কংগ্রেসকে একযোগে নিশানা শুভেন্দুর । 'নরেন্দ্র মোদি সরে গেলে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে একটাও তদন্ত করতে দেবে ?' 'এখানে কর্মীরা মারা যাচ্ছে, আর ওরা পাটনায় বসে বিরিয়ানি-কফি খাচ্ছে।' 'কংগ্রেস-সিপিএম হচ্ছে সেটিং।' '২০১১ থেকে ২০১৬ বাংলায় বিরোধী দলনেতা ছিলেন সিপিএমের।' '২০১৬ থেকে ২০২১ পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা ছিলেন কংগ্রেসের।' 'দুর্নীতির বিরুদ্ধে একটাও তথ্য-প্রমাণ নিয়ে লড়াই করেছে ?' 'একমাত্র বিজেপি লড়াই করেছে, সুফল নেওয়ার চেষ্টা করছে অন্য দলগুলি।' 'বিজেপি লড়াই করেছে বলেই কেন্দ্রীয় বাহিনী।' 'কংগ্রেস, সিপিএম পরীক্ষিত, বাংলায় এখন একমাত্র বিকল্প বিজেপি।' তৃণমূল-বাম-কংগ্রেসকে একযোগে আক্রমণ করে মন্তব্য শুভেন্দুর