West Bengal News Live Updates: পল্লবী দে-র পর আরেক অভিনেত্রী, দমদমের নাগেরবাজারে বিদিশা দে মজুমদারের রহস্যমৃত্যু
WB News Live: এক ক্লিকে দেখে নিন পশ্চিমবঙ্গের সবথেকে গুরুত্বপূর্ণ খবর।
LIVE
Background
এক নজরে আজকের শিরোনাম (Morning Headlines) ( সকাল ৬ টা )
- এসএসসি দুর্নীতি মামলায় আজ ফের পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee ) সিবিআই (CBI) তলব। আগের জিজ্ঞাসাবাদে সদুত্তর না মেলার ফের হাজিরার নির্দেশ
- এসএসসি (SSC)-দুর্নীতি নিয়ে বিস্ফোরক তৃণমূল আমলের প্রথম এসএসসি চেয়ারম্যান। চাপের কাছে নতি স্বীকার না করতেই ইস্তফা, দাবি এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের। তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন, উদ্দেশ্য নিয়েই প্রশ্ন কুণালের। প্রতিক্রিয়া মেলেনি পার্থর।
- প্যানেলের মেয়াদ শেষের পরেও নিয়োগপত্র পেয়েছিলেন ১৫জন। ওয়েটিং লিস্টেও নাম ছিল না ৭জনের। এসএসসি-কাণ্ডে হাইকোর্টে রিপোর্ট বাগ কমিটির।
- পুনর্মূল্যায়ন ছাড়াই কীভাবে একাধিক প্রার্থীর নম্বর বৃদ্ধি? ওএমআর শিট মূল্যায়নে বোর্ড মিটিং ছাড়াই সংস্থা বদল? বাগ কমিটির রিপোর্টে একাধিক প্রশ্ন।
- দুর্নীতির বিরুদ্ধে আপ সরকারের কড়া পদক্ষেপ। টেন্ডার পাইয়ে দিতে কমিশন চাওয়ায় বরখাস্ত করে স্বাস্থ্যমন্ত্রীকে গ্রেফতার। ওএসডিও-ও হেফাজতে।
- বিজেপিতে কি আরও ভাঙন? সৌমিত্রকে নিয়ে অর্জুনের মন্তব্য ঘিরে জল্পনা। আলোচনা শুরু হতেই সৌমিত্রকে নতুন দায়িত্ব বিজেপির। দেখবেন শ্রমিক আন্দোলন।
- অর্জুনের পরে আরও ভাঙনের আশঙ্কা। দরজা খোলা, কেউ যেতে চাইলে যাক, মন্তব্য লকেটের। দরজা খুললে বিজেপিই উঠে যাবে, খোঁচা কুণালের।
- আপত্তি সত্ত্বেও ২৬ জুন জিটিএ ভোট, গণনা ২৯ জুন। তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ছে গুরুঙ্গের? আজ থেকে অনশনের হুঁশিয়ারি। জল্পনা বাড়িয়ে সুর নরম বিজেপির।
- মেট্রোর কাজের জন্য বউবাজারে পরপর বাড়িতে ফাটল। বিপজ্জনক অবস্থায় ৯টি বাড়ি। পুরসভাকে রিপোর্ট দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়াররা।
- এবার কি দাম কমবে ভোজ্য তেলের? অপরিশোধিত সয়াবিন-সূর্যমুখী তেল আমদানিতে শুল্ক ছাড়। চিনির দাম নিয়ন্ত্রণে জুন থেকে রফতানিতে কড়াকড়ি।
- মাঙ্কি পক্সের পর টম্যাটো ফ্লু। শিশুদের মধ্যে ভাইরাল জ্বর নিয়ে আতঙ্ক।বাংলাতেও উপসর্গ মিললেও, উদ্বেগের কিছু নেই বলে আশ্বাস চিকিৎসকদের।
WB News Live : দিনভর বিঘ্নিত স্পাইস জেটের উড়ান, চূড়ান্ত দুর্ভোগের জেরে কলকাতা বিমানবন্দরে বিক্ষোভ যাত্রীদের
সার্ভারে সাইবার হানা! দিনভর বিঘ্নিত স্পাইস জেটের উড়ান। চূড়ান্ত দুর্ভোগের জেরে কলকাতা বিমানবন্দরে বিক্ষোভ দেখালেন যাত্রীরা। অভিযোগ, বাগডোগরা থেকে তাঁদের বিমানের সোজা ব্যাঙ্গালোর যাওয়ার কথা থাকলেও আজ দুপুর আড়াইটে নাগাদ সেটিকে কলকাতায় নামানো হয়। তারপরই প্লেন ছেড়ে নেমে যান পাইলট ও কেবিন ক্রুরা। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ছাড়েনি উড়ান। জানানো হয়নি কোনও কারণও। তারপরই ট্যাক্সি বে-তে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা। পরে উড়ান সংস্থা ট্যুইট করে দাবি করেছে, সার্ভারে র্যানসমওয়্যার হানার জেরেই এই বিভ্রাট। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ কলকাতা থেকে উড়ে যায় বিমানটি।
WB News Live : ‘ম্যান টু ম্যান কনট্যাক্ট’, পঞ্চায়েত ভোটের আগে দলের সংগঠন বাড়াতে কোচবিহারে নয়া কৌশল বিজেপির
‘ম্যান টু ম্যান কনট্যাক্ট’। পঞ্চায়েত ভোটের আগে দলের সংগঠন বাড়াতে কোচবিহারে এই কৌশল নিয়েছে বিজেপি। ইতিমধ্যেই জেলার ৬ বিজেপি বিধায়কের সঙ্গে বৈঠক করেছেন মণ্ডল সভাপতিরা। যদিও বিজেপির এই উদ্যোগকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।
WB News Live : পল্লবী দে-র পর আরেক অভিনেত্রী, দমদমের নাগেরবাজারে বিদিশা দে মজুমদারের রহস্যমৃত্যু
পল্লবী দে-র পরে এবার আরেক অভিনেত্রীর রহস্যমৃত্যু। দমদমের নাগেরবাজারে বিদিশা দে মজুমদারের রহস্যমৃত্যু। নাগেরবাজারে ঝুলন্ত অবস্থায় বিদিশার মৃতদেহ উদ্ধার। আত্মহত্যা না অন্য কিছু ? তদন্তে নাগেরবাজার থানার পুলিশ।
WB News Live : ব্যারাকপুরে এবার অর্জুন-শুভেন্দুর দ্বৈরথ, শ্যামনগরে প্রথম কর্মিসভা বিরোধী দলনেতার
ব্যারাকপুরে এবার অর্জুন-শুভেন্দুর দ্বৈরথ। অর্জুন সিং তৃণমূলে যোগ দেওয়ার পর, শুভেন্দু অধিকারীকে ব্যারাকপুরের সাংগঠনিক দায়িত্ব দিয়েছে বিজেপি। বুধবার শ্যামনগরে প্রথম কর্মিসভা করেন তিনি। অর্জুন সিংয়ের দলত্যাগে বিজেপির কোনও ক্ষতি হবে না বলেও দাবি করেন শুভেন্দু। অন্যদিকে, তাঁর কর্মসূচি নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।
WB News Live : বিজেপি ক্ষমতায় এলে, এসএসসিতে দুর্নীতি ঠেকাতে প্রয়োজনে অনলাইন পরীক্ষা চালু করা হবে : সুকান্ত
বাংলায় বিজেপি ক্ষমতায় এলে, এসএসসিতে দুর্নীতি ঠেকাতে প্রয়োজনে অনলাইন পরীক্ষা চালু করা হবে। দলের মহিলা মোর্চার বৈঠকে একথা বলেন বিজেপির রাজ্য সভাপতি।