West Bengal News Live Updates: বকেয়া ডিএ-র দাবিতে ২৭২ দিনে রাজ্য সরকারি কর্মীদের ধর্না
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
LIVE
Background
জাতের নামে দেশভাগের চেষ্টা। রামমন্দিরের প্রসঙ্গ টেনে বার্তা মোদির (Narendra Modi)। জাত গণনায় ভয় পাচ্ছেন বলে রামকে ধরে বাঁচার চেষ্টা। মোদিকে পাল্টা অধীর। অপদার্থ ঢাকতে রাম নাম। কটাক্ষ সুজনের।
২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের (Ram Mandir) উদ্বোধন, নাগপুরে বিজয়া দশমীর (Vijaya Dashami) অনুষ্ঠান মঞ্চ থেকে ঘোষণা আরএসএস প্রধান মোহন ভাগবতের। দেশজুড়ে কর্মসূচির ডাক।
সংসদে টাকা নিয়ে প্রশ্নের অভিযোগ। মহুয়ার (Mahua Moitra) বিরুদ্ধে তদন্তে নামতে পারে তথ্যপ্রযুক্তিমন্ত্রক। এথিক্স কমিটিকে তথ্য দেবে এনআইসি। নিশিকান্ত দুবেকে লেখা চিঠিতে ইঙ্গিত অশ্বিনীর।
দুবেকে পাল্টা নিশানা মহুয়ার। ভুয়ো ডিগ্রিধারীর দাবি, তদন্ত কমিটিকে তথ্য দিয়ে দিয়েছে এনআইসি। কিন্তু অশ্বিনী বলছেন, এথিক্স কমিটি চাইলে তথ্য দেবে। কে মিথ্যে বলছে? প্রশ্ন মহুয়ার।
নিশিকান্ত দুবে ও মহুয়া মৈত্রর তরজা জারি। এক সাংসদের লোভ দেশের সুরক্ষাকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। দেশের সুরক্ষা ও অখণ্ডতা রাজনীতির ঊর্ধ্বে। পোস্ট বিজেপি সাংসদের।
দশমীর রাতে সোদপুরে (Sodpur) শ্যুটআউট। যুবককে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। হাসপাতালে ভর্তি আহত। হামলার কারণ নিয়ে ধোঁয়াশা।
পুজো কেটেছে রাজপথে। দশমীতে মহিষাসুরমর্দিনী রূপে মুর্খাসুর দুর্নীতিকে বধ। ধর্মতলায় অভিনব প্রতিবাদে গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা (Job Agitation)।
ঢাকের তালে বিষাদ বোল। কৈলাসে ফিরছেন উমা। মণ্ডপে মণ্ডপে দেবী-বরণ। সিঁদুর খেলার পর বিসর্জন। আবার এক বছরের অপেক্ষা।
ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তকমার পর বিশ্বভারতীতে ফলক-বিতর্ক অব্যাহত। কংগ্রেস কি রবীন্দ্রনাথের সঙ্গে নেহরুর তুলনা করছে? জয়রাম রমেশকে পাল্টা আক্রমণ অমিত মালব্যর।
বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'হামুন'। এগোচ্ছে বাংলাদেশের দিকে। বাংলায় প্রভাব কম পড়লেও আজ উপকূলের জেলায় চলবে বৃষ্টি।
WB News Live: পথ দুর্ঘটনায় ২ কিশোরের মৃত্যু, রণক্ষেত্র মহেশতলা
পথ দুর্ঘটনায় ২ কিশোরের মৃত্যু, রণক্ষেত্র মহেশতলা। অবরোধ এলাকাবাসীর, তুলতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, ইটবৃষ্টি। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশের লাঠিচার্জ।
West Bengal News Live: শান্তিপুরে খুন বিজেপি নেতা
শান্তিপুরে খুন বিজেপি নেতা। বিজেপিকে নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নিহত বিজেপির বুথ কমিটির সহ সভাপতি অধীর সরকার। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে মৃত বলে ঘোষণা। বিজেপি নেতাকে খুনের অভিযোগ অস্বীকার তৃণমূলের। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন, দাবি তৃণমূলের।
WB News Live: বকেয়া ডিএ-র দাবিতে ২৭২ দিনে রাজ্য সরকারি কর্মীদের ধর্না
বকেয়া ডিএ-র দাবিতে ২৭২ দিনে রাজ্য সরকারি কর্মীদের ধর্না। কালীপুজোর পর লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের।
'লোকসভা ভোটের মুখে প্রয়োজনে লাগাতার ধর্মঘটের রাস্তাতেও যেতে পারি'। হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের
West Bengal News Live: বিএসসি এবং এমএসসি নার্সিংয়ে ভর্তির ক্ষেত্রে 'অনিয়ম'
বিএসসি এবং এমএসসি নার্সিংয়ে ভর্তির ক্ষেত্রে 'অনিয়ম'! 'র্যাঙ্কে এগিয়ে থাকা প্রার্থীদের পাঠানো হচ্ছে দূরের কলেজে। র্যাঙ্কের পিছন দিকে থাকা প্রার্থীদের কাছাকাছি এলাকায় ভর্তির সুযোগ করে দেওয়ার অভিযোগ। হাইকোর্টের দ্বারস্থ একাধিক প্রার্থী। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামীকালের মধ্যে রাজ্যের স্বাস্থ্য দফতরের বক্তব্য জানতে চাইলেন। 'কাউন্সেলিংয়ে আপগ্রেডেশনের জন্য আবেদনের পরে স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে শূন্যপদ নেই'। পরে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে প্রচুর শূন্যপদ রয়েছে, অভিযোগ প্রার্থীদের
WB News Live: এক মহিলাকে খুন করে দেহ প্লাস্টিকে মুড়ে জঙ্গলে ফেলতে গিয়ে ধরা পড়ল এক ব্যক্তি
এক মহিলাকে খুন করে দেহ প্লাস্টিকে মুড়ে জঙ্গলে ফেলতে গিয়ে ধরা পড়ল এক ব্যক্তি। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা থানার জঙ্গলপাড়া এলাকায়। ধৃত ওই ব্যক্তির নাম কার্তিক দেবনাথ। বাড়ি নদিয়ার নবদ্বীপ থানার কাপালিপাড়া এলাকায়। মৃত ওই মহিলার নাম সন্দীপা সরকার। বাড়ি দমদম ক্যান্টনমেন্ট এলাকায়।