West Bengal News Live Updates: মোলডাঙায় শিশু খুনের ঘটনায় নতুন করে উত্তেজনা, এক সন্দেহভাজনকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
রেল অবরোধের (rail roko) সঙ্গে কাঁটা বাসকর্মীদের (bus worker) আন্দোলন। আড়াইশোর বেশি ট্রেন বাতিল (train cancel), অস্থায়ী কর্মীদের কর্মবিরতিতে এসবিএসটিসি বাসও উধাও।
দক্ষিণবঙ্গ জুড়ে হঠাৎ উধাও সরকারি বাস। বাস বন্ধ করে আলোচনা হতে পারে না, হুঁশিয়ারি পরিবহণমন্ত্রীর (transport minister)।
চক্রান্ত করেই নবান্ন (nabanna abhijan) অভিযানে বিজেপির উপর হামলা। অভিষেকের (abhisekh banerjee) বুলেট-মন্তব্যকে হাতিয়ার করে নাড্ডাকে (J P Nadda) রিপোর্ট কেন্দ্রীয় দলের। সিবিআই দাবি।
বিজেপির রিপোর্টে অভিযুক্ত ৩ আইপিএস। মানবাধিকার কমিশন পাঠানোর আর্জি। পুলিশও আক্রান্ত, তার উল্লেখ কোথায়? পাল্টা তৃণমূল।
খাটের নীচে খাজানার হদিশ পেল ইডি, অবশেষে কলকাতা পুলিশের হাতে গাজিয়াবাদে গ্রেফতার গার্ডেনরিচের আমির! খারিজ জামিনের আর্জি।
ইডির সক্রিয়তার পরে হঠাৎ পুলিশি তৎপরতা। অপরাধ আড়ালের চেষ্টা, অভিযোগ বিরোধীদের। সাফল্যের পরেও সমালোচনা? পাল্টা ফিরহাদ।
ফের বিজেপি দফতরে এসে তৃণমূলকে হুঙ্কার মিঠুনের। শুধুই ডায়লগ, পাল্টা কুণাল।
মিঠুনের বালুরঘাট সফরের আগেই উত্তেজনা। পুলিশের বিরুদ্ধে বিজেপির ব্যানার খুলে দেওয়ার অভিযোগ। বিদ্যুতের পোস্টে কেন লাগাল? পাল্টা তৃণমূল।
লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়েও এবার রাজ্যকে আক্রমণে শুভেন্দু। কেন্দ্রের টাকা চুরি করার অভিযোগ। বাংলা বিরোধী বিজেপি, পাল্টা শান্তনু।
WB Live Update: মোলডাঙায় শিশু খুনের ঘটনায় নতুন করে উত্তেজনা, এক সন্দেহভাজনকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ
শান্তিনিকেতনের মোলডাঙায় ৫ বছরের শিশু খুনের ঘটনায় নতুন করে উত্তেজনা। এক সন্দেহভাজনকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ গ্রামবাসীদের। গত রবিবার সকালে বিস্কুট নিয়ে কিনতে গিয়ে নিখোঁজ হয়ে যায় ৫ বছরের শিবম ঠাকুর। ২ দিন পর, প্রতিবেশী রুবি বিবির বাড়ির ছাদে তার দেহ উদ্ধার হয়। এই ঘটনায় রুবি বিবি ও তাঁর মা সফিয়া বিবিকে গ্রেফতার করে শান্তিনিকেতন থানার পুলিশ। আটক করা হয় রুবি বিবির বাবা আবু কালামকে। গ্রামবাসীদের অভিযোগ, ছাড়া পেয়েই গ্রামে বোমাবাজির হুমকি দিচ্ছেন কালাম। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ।
WB News Live : পূর্ব বর্ধমানের কালনায় গঙ্গায় বোমাবাজি, স্থানীয়দের দাবি, নদীতে কুমির রয়েছে
পূর্ব বর্ধমানের কালনায় গঙ্গায় বোমাবাজি। স্থানীয়দের দাবি, এখানে নদীতে কুমির রয়েছে। অথচ, মহালয়ার পুণ্যলগ্নে তর্পণ করবেন অনেকে। তাই প্রশাসনের তরফে এভাবেই কুমির তাড়ানোর চেষ্টা করা হয়।
WB Live Update: মানিক ভট্টাচার্যের পর এবার সুপ্রিম কোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ
মানিক ভট্টাচার্যের পর এবার সুপ্রিম কোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২৭ সেপ্টেম্বর শুনানি। ২ সেপ্টেম্বর বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ।
WB News Live : ৬ দিনের মাথায় উঠল কুড়মিদের আন্দোলন, শুরু হল ট্রেন চলাচল
৬ দিনের মাথায়, অবশেষে উঠল কুড়মিদের আন্দোলন। ফের শুরু হল ট্রেন চলাচল। পুরুলিয়ার কুস্তাউরে, মেটাল ডিটেক্টর দিয়ে লাইনে তল্লাশির পর গড়াল চাকা। ৫ দিন আটকে থাকার পর, জাতীয় সড়কেও শুরু হল যান চলাচল।
WB Live Update: গাইঘাটায় টেট-চাকরিপ্রার্থীর রহস্যমৃত্যু
গাইঘাটায় টেট-চাকরিপ্রার্থীর রহস্যমৃত্যু। পরিবারের দাবি, একনম্বর কম পাওয়ায় চাকরি না হওয়ার জন্য ডিপ্রেসনে ভুগছিলেন তিনি। আত্মহত্যা না খুন, খতিয়ে দেখা উচিত, মন্তব্য বিজেপির রাজ্য সভাপতির। পাল্টা জবাব দিয়েছে রাজ্যের শাসকদল।