West Bengal News Live : কালীপুজোয় বেআইনি শব্দবাজি ফাটাতে গিয়ে যুবকের মৃত্যুর অভিযোগ
West Bengal News Updates : পশ্চিমবঙ্গের সব জেলার গুরুত্বপূর্ণ খবরের লেটেস্ট আপডেট জানতে নজর রাখুন।
LIVE
Background
- ৫ নভেম্বর নবান্নে মুখোমুখি অমিত শাহ-মমতা। থাকবেন ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে। থাকার কথা বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিমের মুখ্যমন্ত্রীর।
- রাজ্যপালের আমন্ত্রণে সাড়া। ২ নভেম্বর লা গণেশনের দাদার ৮০ বছর পূর্ণ উপলক্ষ্যে চেন্নাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ৩ তারিখ অনুষ্ঠান সেরে ফিরবেন সেইদিন।
- মৃত ব্যক্তির সঙ্গেও মানিক-পত্নীর জয়েন্ট অ্যাকাউন্ট! বিস্ফোরক দাবি ইডির। ৬ বছর পড়ে থাকা ৩ কোটিই চাকরি বিক্রির টাকা? বাড়ছে সন্দেহ।
- জামিনের আর্জি খারিজ, ২৮ অক্টোবর পর্যন্ত পলাশিপাড়ার তৃণমূল বিধায়কের জেল হেফাজত। ১০ কোটির সম্পত্তির হদিশ, দাবি ইডির।
- মানিক পুত্র সৌভিকও ইজির নজরে। প্রাক্তন পর্ষদ সভাপতির বাড়িতে পাওয়া ৪ হাজার প্রার্থীর মধ্যে আড়াই হাজারেরই চাকরি, দাবি ইডির।
- পার্থ-অনুব্রতর পরে এবার মানিক। ব্যাঙ্কশাল কোর্ট থেকে বের করার তীব্র বিদ্রুপ।
- দুর্গাপুজোর পর কালীপুজোও পার। চোখে জল নিয়ে ৫৯১দিনে এসএসসি চাকরিপ্রার্থীদের ধর্না।
- নবম-দশমে নিয়োগে দুর্নীতি, সিবিআইয়ের চার্জশিটে কল্যাণময়, সুবীরেশ-সহ ১২জনের নাম। সরকারি পদে থেকেও চাকরি বিক্রির চক্রান্তে যুক্ত থাকার অভিযোগ
- জেলে থেকে ওজন কমল অনুব্রতর। ৬০ দিনে ১১০ কেজি থেকে ওজন নামল ১০১ কেজিতে।
- যে হাত দিয়ে মেরেছেন, সেই হাত দিয়েই পা ধরাবো। বিদায়ী কাউন্সিলরকে গ্রেফতারিতে হুঙ্কার শুভেন্দুর।
- কালীপুজোর দিন শিলিগুড়িতে অশোকের বাড়িতে বিজেপির সাংসদ-বিধায়ক।
- হঠাৎ সিপিএম নেতার বাড়িতে বিজেপির শঙ্কর-রাজু। ষড়যন্ত্রের তত্ত্ব তৃণমূলের।
- উৎসবেও প্রাণ কাড়ল কাঁকিনাড়ায়। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে শিশুর মৃত্যু, হাত উড়ল আরও এক শিশুর। মিলল আরও তাজা বোমা।
- বোমা ফেটে শিশুর মৃত্যু, রেল লাইনের ধারে আরও তাজা বোমার হদিশ। বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর চালুর আশ্বাস পুলিশ কমিশনারের।
- বিসিসিআই থেকে অপসারণের পরে ফুটবল প্রশাসনে সৌরভের কামব্যাক। ফিরছেন এটিকে মোহনবাগানের বোর্ড অব ডিরেক্টর্সে।
- দঃ ২৪ পরগনার পূজালি থেকে হাওড়ার চেঙ্গাইল যাওয়ার সময় গঙ্গায় নৌকাডুবি। ইন্দিরা ঘাটের কাছে এক যাত্রী নিখোঁজ। মাঝি-সহ ৮জন উদ্ধার।
West Bengal News Live : কালীপুজোয় বেআইনি শব্দবাজি ফাটাতে গিয়ে যুবকের মৃত্যুর অভিযোগ
মুর্শিদাবাদের ফরাক্কার আকুরা গ্রামে কালীপুজোয় বেআইনি শব্দবাজি ফাটাতে গিয়ে যুবকের মৃত্যুর অভিযোগ। ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ৩০৪-এর A ধারায় গাফিলতির কারণে মৃত্যুর মামলা রুজু হয়েছে।
WB News Live: NCC-র টাকা বন্ধ করে দিয়েছে রাজ্য়! রাজ্যে আসছেন NCC-র ডিজি
রাজ্য সরকার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। ৬ বার চিঠি দিয়েও সুরাহা হয়নি। ফলে ক্যাম্প করা যাচ্ছে না বলে দাবি এনসিসি-র। অভিযোগ জানিয়ে প্রতিরক্ষামন্ত্রকে চিঠি দিয়েছে এনসিসি। সমস্যা মেটাতে শীঘ্রই রাজ্যে আসবেন NCC-র DG।
West Bengal News Live : ব্যবসায়ীকে অপহরণ করে, ১ কোটি ২৫ লক্ষ টাকা ডাকাতির অভিযোগ! গ্রেফতার কনস্টেবল
ব্যবসায়ীকে অপহরণ করে, ১ কোটি ২৫ লক্ষ টাকা ডাকাতির অভিযোগ! ঘটনায় স্পেশাল ব্রাঞ্চের এক কনস্টেবলকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এই ঘটনায় আগেও এক কনস্টেবলকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জেরা করেই অভিযুক্তের সন্ধান মিলেছে বলে পুলিশ সূত্রে দাবি।
WB News Live: ফের শুভেন্দুর গলায় হুমকির সুর, পাল্টা কটাক্ষ তৃণমূলের
ফের শুভেন্দুর গলায় হুমকির সুর! পুলিশকে পায়ে ধরানোর হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা! পুলিশের প্রতি এত গাত্রদাহ কেন? ডাল মে কুছ কালা! পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।
West Bengal News Live : হিমঘর থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করে এক মহিলার মৃত্যুর অভিযোগ হুগলির মুক্তারপুরে
হিমঘর থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করে এক মহিলার মৃত্যুর অভিযোগ ঘিরে আতঙ্ক হুগলির মুক্তারপুরে। কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। যদিও গ্যাস সরবরাহকারী সংস্থার ঘাড়ে দায় চাপিয়ে কর্তৃপক্ষের দাবি, তাদের কোনও গাফিলতি নেই। একাধিক ধারায় মামলা রুজু করে মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।