West Bengal News Live Updates: বসিরহাতে মাসতুতো দিদির প্রেমিকের লালসার শিকার নাবালিকা, গ্রেফতা অভিযুক্ত
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: বেহালায় (Behala) দুঃসাহসিক ডাকাতি! বিদ্যুতের মিটার (Electric Meter) দেখার নাম করে ঘরে ঢুকে একাকী মহিলাকে বেঁধে, মারধর করে গয়না লুঠের অভিযোগ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার। আতঙ্কিত এলাকার বাসিন্দারা।
উন্নয়ন হচ্ছে না কালিম্পং (Kalimpong) জেলায়। এই অভিযোগে, কালিম্পংকে জিটিএ (GTA)-র আওতা থেকে বের করে আনার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) চিঠি দিলেন সেখানকার বিধায়ক রুদেন লেপচা। তাঁর দাবি, কালিম্পংয়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর করা হোক। তবেই জেলার উন্নয়ন সম্ভব হবে। মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে, শিলিগুড়ি মহকুমা পরিষদ গঠনের উদাহরণও দিয়েছেন কালিম্পংয়ের বিধায়ক।
করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কার কথা মাথায় রেখে উদ্যোগ কলকাতা পুরসভার ৮৭নম্বর ওয়ার্ডে। একটি বেসরকারি সংস্থার হাত ধরে এল ১০টি অক্সিজেন কন্সেনট্রেটর। সেই সঙ্গে লেক এলাকায় লাগানো হল ১০টি বড় পাম গাছ।
মাসতুতো দিদির প্রেমিকের কাছে উপহার আনতে গিয়ে ধর্ষণের শিকার নাবালিকা। অভিযোগ উঠেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবক ও তাঁর প্রেমিকাকে। স্থানীয় সূত্রে খবর, গতকাল সন্ধ্যায় প্রেমিকের কাছ থেকে উপহার আনার জন্য নাবালিকা বোনকে পাঠায় তার মাসতুতো দিদি। বেশ কিছুক্ষণ পর ওই নাবালিকাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে ভর্তি করা হয়। পরে রেফার করা হয় আর জি কর হাসপাতালে। অভিযোগ, একা পেয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করে শহর আলি সরদার ওই যুবক। তাঁর সঙ্গে গ্রেফতার করা হয়েছে তরুণীকেও। ধৃতদের ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার থেকে বাড়ছে মেট্রো পরিষেবা। কলকাতা মেট্রো রেল বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সোম থেকে শুক্রবার পর্যন্ত মেট্রোর সংখ্যা ২৭৬ থেকে বেড়ে ২৮২টি হচ্ছে। এই দিনগুলিতে সকাল ৬টা ৫০ থেকে মেট্রো চলাচল শুরু করবে। প্রান্তিক স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪০-এ। অন্যদিকে, শনিবার মেট্রোর সংখ্যা ২৩০ থেকে বেড়ে ২৩৪টি হচ্ছে। আর রবিবার ১২৮ থেকে বেড়ে ১৩০টি মেট্রো চলাচল করবে।
West Bengal News Live: বসিরহাতে মাসতুতো দিদির প্রেমিকের লালসার শিকার নাবালিকা, গ্রেফতা অভিযুক্ত
মাসতুতো দিদির প্রেমিকের কাছ থেকে উপহার আনতে গিয়েছিল। কিন্তু পাশবিক অত্যাচারের শিকার হতে হল নাবালিকাকে। মাসতুতো দিদির প্রেমিক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। নিদারুণ অত্যাচারে মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। কলকাতার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে সে। অভিযুক্ত যুবক এবং তাঁর প্রেমিকাকে গ্রেফতার করেছে পুলিশ।
West Bengal News Live Updates: বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে সাক্ষা মহম্মদ সেলিমের, রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা
সিপিএমের রাজ্য সম্পাদক হওয়ার পর বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ। বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে গেলেন মহম্মদ সেলিম। আনিস থেকে বগটুই, রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা। আরও কী ধরণের কর্মসূচি নেওয়া উচিত, তা নিয়েও আলোচনা হয়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা মহম্মদ সেলিমের। সেখান থেকে বেরিয়ে বলেন, ‘প্রায়ই দেখা করতে যাই’। রাজ্যের পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে, জানালেন সেলিম।
West Bengal News Live: কৃত্রিমভাবে ছেঁড়া পোশাক নয়, জগদীশচন্দ্র বোস কলেজের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক
কৃত্রিমভাবে ছেঁড়া পোশাক পরে কলেজে ঢুকলেই ধরিয়ে দেওয়া হবে টিসি। কলকাতার আচার্য জগদীশচন্দ্র বোস কলেজের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলবেন।
West Bengal News Live Updates: কাঁচরাপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামীর ওপর হামলার অভিযোগ
কাঁচরাপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামীর ওপর হামলার অভিযোগ। ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামীর ওপর হামলার অভিযোগ। দলীয় কার্যালয়ের সামনে সম্বর্ধনা অনুষ্ঠানে হামলার অভিযোগ। খোকন বণিকের ওপর হামলার অভিযোগ। তৃণমূল সমর্থকদের একাংশের বিরুদ্ধে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল পুলিশ।
West Bengal News Live: আনিস খান হত্যাকাণ্ডে সিটের তদন্তে অনাস্থা, আরও একবার সিবিআই তদন্তের দাবি জানাল পরিবার
আনিস খান হত্যাকাণ্ডে সিটের তদন্তে অনাস্থা জানিয়ে, আরও একবার সিবিআই তদন্তের দাবি জানাল পরিবার। পথে নেমে প্রতিবাদ জানিয়ে, আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত চেয়েছে কংগ্রেসও। পাড়ায়-বাড়িতে গন্ডগোল হলেও সিবিআই চাওয়া হচ্ছে, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।