West Bengal News Live: নাকতলায় কিশোরের মৃত্যু বিতর্ক, শ্মশান থেকে দেহ হেফাজতে নিল পুলিশ
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
সংঘাতে নতুন মোড়। রাজ্যপাল নয়, মুখ্যমন্ত্রীকেই (CM Mamata Banerjee) আচার্য চেয়ে মন্ত্রিসভার অনুমোদন। বিধানসভায় আসছে বিল। অনুমতি না পেলে অর্ডিন্যান্সের ভাবনা।
মমতাকে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের (University) আচার্য করার সিদ্ধান্ত নিয়ে তোলপাড়। দুর্নীতি থেকে নজর ঘোরাতে সরকারের অভিনব পদক্ষেপ, খোঁচা বিরোধীদের।
প্রিন্সিপালের চেয়ারে তৃণমূল বিধায়ক, পাশের সোফায় অধ্যক্ষা! শান্তিপুর কলেজের ছবি ঘিরে তোলপাড়। অধ্যক্ষার অনুরোধেই চেয়ারে বসার সাফাই বিধায়কের।
২৬ জুন শিলিগুড়ি মহকুমা পরিষদ-সহ তপন-অনুপমের ওয়ার্ডে ভোট। আজ বিজ্ঞপ্তি।
হাওড়া পুরসভা বিল নিয়ে ফের সরব অধ্যক্ষ। বিল আটকে রাখার অভিযোগে রাজ্যপালকে নিশানা। এক্তিয়ার লঙ্ঘনের পাল্টা দাবি বিজেপির।
বঙ্গ বিজেপিতে কার্যত ব্রাত্য দিলীপ। পাশে দাঁড়াল তৃণমূল!
কয়লা পাচারকাণ্ডে এবার সিবিআই নজরে তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। আজ সকালে হাজিরার নির্দেশ। আনতে বলা হল ব্যাঙ্কের নথি, পাসপোর্ট।
বিধানসভায় না জানিয়েই তলব, সওকতকে সিবিআই তলব অভিযোগ স্পিকারের। কেউ বাদ যাবে না, হুঙ্কার লকেটের। প্রতিহিংসার তত্ত্ব কুণালের।
পর পর বিতর্কের মুখে কলকাতা মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ হারালেন নির্মল, দায়িত্বে সুদীপ্ত। প্রতিক্রিয়া মেলেনি নির্মলের।
পরীক্ষার মাধ্যমে পুলিশে নিয়োগ করে রিক্রুটমেন্ট বোর্ড। হস্তক্ষেপ করে না রাজ্য। এসএসসি-বিতর্কের মধ্যেই মন্তব্য মুখ্যমন্ত্রীর।
আত্মহত্যাই করেছেন বিদিশা। রিপোর্ট ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। আর্থিক অনটনে ভুগছিলেন মডেল-অভিনেত্রী, উল্লেখ সুইসাইড নোটে। পুলিশ সূত্রে খবর।
পল্লবীর মৃত্যুতে সাগ্নিকের জামিনের আর্জি খারিজ। টাকা হাতিয়ে খুনের অভিযোগ পরিবারের। সুশান্তকাণ্ডের প্রসঙ্গ টেনে সওয়াল অভিযুক্তপক্ষের।
যৌনকর্মীদের সমমর্যাদা ও সমান অধিকার রয়েছে। অত্যাচারিত হলে যৌনকর্মীদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করবে না পুলিশ, দিতে হবে চিকিৎসা সহায়তা। নির্দেশ সুপ্রিম কোর্টের।
ব্যান্ডেল-শক্তিগড় শাখায় আজ থেকে ৭২ ঘণ্টা পাওয়ার ব্লক। দুদিন সম্পূর্ণ বন্ধ ব্যান্ডেল, মগরা ট্রেন চলাচল। বাতিল একাধিক মেল, প্যাসেঞ্জার, এক্সপ্রেস ট্রেন।
জল্পনা সত্যি করে বাংলায় হয়ে রঞ্জি ট্রফি নক আউট পর্বে খেলবেন না ঋদ্ধিমান সাহা। প্রেস বিবৃতি দিয়ে সরকারিভাবে জানালেন সিএবি প্রেসিডেন্ট।
এশিয়া কাপ হকিতে গোল-সুনামি। ১৬-০ গোলে ইন্দোনেশিয়াকে কার্যত ধ্বংস করল টিম ইন্ডিয়া। বিরাট জয়ের সুবাদে নক আউটে পৌঁছল ভারত।
মোহনবাগানের সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে চলেছে রয় কৃষ্ণর। আগামী মরশুমে খেলবেন না বলে খবর। প্রস্তাব এল ইস্টবেঙ্গল, মুম্বই সিটি এফসি-র।
WB News Live Updates: এসএসসি-দুর্নীতি মামলায় সিবিআইয়ের কাছে তদন্তের নথি চেয়েছে ইডি
এসএসসি-দুর্নীতি মামলায় সিবিআইয়ের পর এবার ইডি। বেআইনি আর্থিক লেনদেন খুঁজতে অনুসন্ধান। সিবিআইয়ের কাছে তদন্তের যাবতীয় নথি চেয়ে চিঠি ইডির।
West Bengal News Live: স্বাধীনতার ৭৫ বছর পর মিলল বিদ্যুৎ সংযোগ
বাসন্তী হাইওয়ে সংলগ্ন কলকাতা পুরসভার চৌবাগা এলাকায় নোরতলায় স্বাধীনতার ৭৫ বছর পর মিলল বিদ্যুৎ সংযোগ। কলকাতা পুরসভার অন্তর্গত হলেও ছিল না বিদ্যুৎ সংযোগ। ১৭টি বাড়ি ছিল বিদ্যুৎহীন।
WB News Live Updates: উত্তরপ্রদেশ বিধানসভায় বাংলার সমালোচনা যোগী আদিত্যনাথের
উত্তরপ্রদেশ বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে বাংলার সমালোচনা যোগী আদিত্যনাথের। ‘উত্তরপ্রদেশে নির্বাচনের সময় সমাজবাদী পার্টিকে সমর্থনের সময় বাংলা থেকে দিদি এসেছিলেন। বাংলায় ভোট পরবর্তী সন্ত্রাস হয়েছে ১২০০০। বাংলার জনসংখ্যা উত্তরপ্রদেশের জনসংখ্যার অর্ধেক। উত্তরপ্রদেশে ভোট চলাকালীন ও ভোট পরবর্তী কোনও হিংসা হয়নি।’ নজিরবিহীন আক্রমণ যোগী আদিত্যনাথের।
পাল্টা কটাক্ষ তৃণমূলের।
West Bengal News Live: অনলাইনে পরীক্ষার দাবিতে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও
অনলাইনে পরীক্ষার দাবিতে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও পড়ুয়াদের। রাতেও বিক্ষোভ।
WB News Live Updates: পানিহাটির নিহত কাউন্সিলরের স্ত্রীকে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস
২৬ জুন পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন। পানিহাটির নিহত কাউন্সিলরের স্ত্রীকে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। আজ তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন অনুপম দত্তের স্ত্রী।মনোনয়ন জমা দিলেন অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত।