Suvendu Adhikari: শুভেন্দু যে ধরণের বিবৃতি দিয়েছেন তা সম্পূর্ণ সংবিধানের পরিপন্থী: বিধানসভার স্পিকার
ABP Ananda LIVE : 'শুভেন্দু যে ধরণের বিবৃতি দিয়েছেন তা সম্পূর্ণ সংবিধানের পরিপন্থী। যে ধরণের প্ররোচনা উনি দিচ্ছেন তাতে বাংলা যে শান্ত আছে সেটা যথেষ্ট', শুভেন্দুকে নিশানা বিমানের। 'মানুষের কাছে ওর ক্ষমা চাওয়া উচিত', বললেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ।
একদিন আগেই সাসপেন্ড করা হয়েছে বিধানসভা থেকে। এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনা হল। রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায় শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস এনেছেন। তাঁর দাবি, সাসপেন্ড হওয়ার পর সাম্প্রদায়িক মন্তব্য করেছেন শুভেন্দু। এ নিয়ে মুখ খুলেছেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও। শুভেন্দুর মন্তব্য সংবিধানের পরিপন্থী এবং সেই প্ররোচনায় পা দিলে রাজ্যে সাম্প্রদায়িক অশান্তি ছড়াবে বলে জানালেন তিনি। (Suvendu Adhikari)
গতকালই বিধানসভা থেকে সাসপেন্ড করা হয় শুভেন্দু-সহ চার বিজেপি বিধায়ককে। এর পর সংবাদমাধ্যমে যে বিবৃতি দেন শুভেন্দু, তার ভিত্তিতেই স্বাধিকার ভঙ্গের নোটিস এনেছেন তৃণমূল বিধায়করা। শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস এনেছেন শোভনদেব, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং দেবাশিস কুমার। অধ্যক্ষ বিমান সেই নোটিস গ্রহণ করেছেন। সাম্প্রদায়িক মন্তব্য করে শুভেন্দু স্বাধিকার ভঙ্গ করেছেন বলে অভিযোগ। আগামী অধিবেশনে, ১ থেকে ১৯ মার্চের মধ্যে এ নিয়ে রিপোর্ট দেওয়া হবে। (West Bengal Assembly)


















