West Bengal News Live Updates: ৬ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজত, নির্দেশ শুনেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন জ্যোতিপ্রিয়
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
- রেশন বণ্টন দুর্নীতি মামলায় (Ration Distribution Scam Case) গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick)। ২০ ঘণ্টা ইডির (Enforcement Directorate) ম্যারাথন জিজ্ঞাসাবাদ-তল্লাশির পর গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রী (Former Food Minister)। রাত ৩.২৩ মিনিটে সল্টলেকের বাড়ি থেকে বের করা হয় জ্যোতিপ্রিয়কে। ষড়যন্ত্রের শিকার, মন্তব্য জ্যোতিপ্রিয় মল্লিকের। বৃহস্পতিবার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জোড়া বাড়িতে ইডির তল্লাশি।
- ময়দান চত্বরে গাছ কাটার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ। অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি কলকাতা হাইকোর্টের। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে এই অন্তর্বতী স্থগিতাদেশ। মেট্রোর কাজের জন্য আপাতত কোন গাছ কাটতে পারবে না নির্মাণকারী সংস্থা রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড।
- রেশন দুর্নীতির তদন্তের পাশাপাশি শিক্ষা দুর্নীতির তদন্তেও তৎপর ইডি। 'কালীঘাটের কাকু'র শারীরিক অবস্থার খোঁজ নিতে এসএসকেএমের ইডি-র আধিকারিকরা। এসএসকেএমের কার্ডিওলজি বিভাগে গেলেন ইডি-র অফিসাররা। এসএসকেএমের কার্ডিওলজি বিভাগেই ভর্তি আছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'। আদালতের নির্দেশের পর সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে তৎপর ইডি: সূত্র।
- কালীঘাটের কাকুর কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে এসএসকেএমে গেল ইডি। কিন্তু, হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি না মেলায় তাঁর কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও সুজয়কৃষ্ণ ভদ্র 'স্থিতিশীল' রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল সুপার।
WB News LIVE Updates: গড়িয়ায় ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি
গড়িয়ায় ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি। শিয়ালদা দক্ষিণ শাখায় বিঘ্নিত ট্রেন চলাচল। বজবজ ছাড়া শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ। ৩ ঘণ্টার বেশি সময় ধরে ট্রেন চলাচলে বিঘ্ন, ভোগান্তি যাত্রীদের। রাত ১০টা ৪০ মিনিটে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
West Bengal LIVE Updates: রক্তদান শিবিরের নামে ১০ হাজার টাকা দাবি, না দিতে পারায় বেধড়ক মার
রক্তদান শিবিরের নামে ১০ হাজার টাকা দাবি, না দিতে পারায় বেধড়ক মার! দাবি মতো টাকা দিতে না পারায় মুচিপাড়ায় ব্যবসায়ীকে বেধড়ক মার। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ব্যবসায়ী। মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের । নবমীর রাতে বাড়ি ফেরার পথে হামলা, এখনও অধরা দুষ্কৃতীরা।
WB News LIVE Updates: আগামী মঙ্গলবার সংসদের এথিক্স কমিটির সামনে হাজিরা দিচ্ছেন না মহুয়া মৈত্র
আগামী মঙ্গলবার সংসদের এথিক্স কমিটির সামনে হাজিরা দিচ্ছেন না মহুয়া মৈত্র। আজ, এথিক্স কমিটির চেয়ারম্যানকে চিঠি দিয়ে এই কথা জানিয়েছেন কৃষ্ণনগরের সাংসদ। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, ৪ নভেম্বর পর্যন্ত আমার পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায়, দিল্লিতে আসা সম্ভব নয়।
West Bengal LIVE Updates: তৃণমূলে যোগ দিয়েই, পুরনো দলকে কড়া আক্রমণ করলেন বাঁকুড়ার কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার
তৃণমূলে যোগ দিয়েই, পুরনো দলকে কড়া আক্রমণ করলেন বাঁকুড়ার কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার। পাল্টা, হরকালী প্রতিহারের দলত্যাগের উদযাপনে বাজি ফাটিয়ে, মিষ্টি মুখ করলেন বিজেপির নেতা-কর্মীদের একাংশ।
WB News LIVE Updates: মৃত ২ কিশোরের পরিবারকে আর্থিক সাহায্য় দিতে গিয়ে বিক্ষোভের হেনস্থার মুখে পড়লেন স্থানীয় বিধায়ক দুলালচন্দ্র দাস
দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় ট্যাঙ্কারের ধাক্কায় মৃত ২ কিশোরের পরিবারকে আর্থিক সাহায্য় দিতে গিয়ে বিক্ষোভের হেনস্থার মুখে পড়লেন স্থানীয় বিধায়ক দুলালচন্দ্র দাস। ঘটনায় প্রকাশ্যে এসেছে তৃণমূলের কোন্দল। হেনস্থার জন্য় মহেশতলার তৃণমূল যুব সভাপতির দিকে আঙুল তুলেছেন বিধায়ক। তৃণমূল যুব সভাপতির সঙ্গে যোগাযোগ করা যায়নি।