West Bengal News Live Updates: কাল গরুপাচার মামলায় অনুব্রতর রক্ষাকবচ আবেদনের রায়দান
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: রামপুরহাটকাণ্ডে (Rampurhat) ভুল ছিল পুলিশের (State Police)। মানলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।
তৃণমূলের (TMC) অভ্যন্তরীণ চক্রান্ত। পুলিশের (Police) ওপর দায় চাপানোর চেষ্টা, পাল্টা শমীক (Samik Bhattachaya)। মুখ্যমন্ত্রী নিজেই বলছেন পুলিশ ব্যর্থ, কটাক্ষ সেলিমের।
দেউচা-পাঁচামি না হওয়ার জন্য রামপুরহাটে (Rampurhat) বড় ষড়যন্ত্র। সিবিআইকে (CBI) সহযোগিতা করবে রাজ্য। বিজেপির কথায় সিবিআই কাজ করলে আন্দোলন। হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee)।
তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কটাক্ষ বিজেপির (BJP)। দেউচা-পাঁচামি গল্প, শিল্প করুন, খুন নয়। আক্রমণ অধীরের। প্রথম থেকেই প্রমাণ লোপাটের চেষ্টা, অভিযোগ সেলিমের (MD Selim)।
রামপুরহাট (Rampurhat) হত্যাকাণ্ডে আনারুলসহ ধৃত চারজনকে জেরা সিবিআইয়ের (CBI)। আক্রান্তদের বয়ান রেকর্ড। অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে নাজেমা বিবি।
বয়ান রেকর্ডের জন্য আজ নিহতদের আত্মীয় মিহিলালকে তলব করল সিবিআই। বানিরুল শেখের বাড়ি থেকে নমুনা সংগ্রহ কেন্দ্রীয় ফরেন্সিক দলের। উদ্ধার অস্ত্র।
রামপুরহাটকাণ্ডে তদন্তকারী সিবিআই অফিসারদের জন্য কেন্দ্রীয় নিরাপত্তা। ৩৫ জন সিআরপিএফ জওয়ান মোতায়েন স্বরাষ্ট্রমন্ত্রকের। তৈরি হচ্ছে আলাদা ব্যারাক।
আজ থেকে আরও মহার্ঘ পেট্রোপণ্য। ৩৫ পয়সা বেড়ে লিটারপ্রতি পেট্রোলের দাম ১০৮ টাকা ৮৮ পয়সা। ডিজেলের দাম ৩৫ পয়সা বেড়ে ৯৩ টাকা ৯২ পয়সা।
নারকো টেস্টের নামে পাগল করার চেষ্টা সিটের। সিবিআই তদন্ত চাই, দাবি আনিসের বাবার। আমতায় প্রতিবাদ সভা, বড়বাজারে মিছিল অধীরের। কিছু হলেই সিবিআই, কটাক্ষ মমতার।
সিপিএমের রাজ্য সম্পাদক হওয়ার পর বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ মহম্মদ সেলিমের। আনিস থেকে বগটুই, কর্মসূচি নিয়ে আলোচনা।
মে-জুনে জিটিএ ভোট চান মমতা। কেন্দ্রীয় সরকার আইন করলে পাহাড়ে ত্রিস্তর পঞ্চায়েত। লড়াই করব, প্রতিক্রিয়া হামরো পার্টির। বিরোধিতায় বিজেপি ও গোর্খা জনমুক্তি মোর্চা।
মঙ্গলবার হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষ্যে ভার্চুয়াল মাধ্যমে শ্রদ্ধা জানাবেন নরেন্দ্র মোদি। বুধবার আবির্ভাব তিথি উপলক্ষ্যে ছুটি ঘোষণা রাজ্যের।
ইউক্রেনে রুশ হামলা অব্যাহত। খারকিভে নিউক্লিয়ার রিসার্চ রিঅ্যাক্টরে রুশ সেনার গোলাবর্ষণ। লিভেও রকেট হানা। প্রত্যাঘাত ইউক্রেনীয় সেনারও।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৬৪, মৃত্যু শূন্য। দু’বছর পর ভারতে নিয়মিত আন্তর্জাতিক বিমান চলাচল। কোভিড কলার টিউনে ইতি টানার ভাবনা। ৩০ জুন শুরু অমরনাথ যাত্রা।
West Bengal News Live Updates: হত্যাকাণ্ডে দমকল-রহস্য
নেভানো হল ২টি বাড়ি। মাঝে পড়া ৭জনের মৃতদেহ পাওয়া সোনা শেখের বাড়ি কেন বাদ? রামপুরহাটকাণ্ডে দমকলের ভূমিকাতেই রহস্য।
West Bengal News Live: খাসজঙ্গলে ভয়াবহ আগুন
রাতের অন্ধকারে মেদিনীপুর শহর সংলগ্ন খাসজঙ্গলে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের ১টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা দমকলের।
West Bengal News Live Updates: কাল মতুয়া সভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
কাল বিকেল সাড়ে ৪টায় মতুয়া সভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। হরিচাঁদ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে ভার্চুয়ালি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ঠাকুরনগর, চাঁদপাড়া, গাইঘাটায় জায়ান্ট স্ক্রিনে সভার সম্প্রচার।
West Bengal News Live: অনুব্রতর রক্ষাকবচ আবেদনের রায়দান আগামিকাল
কাল গরুপাচার মামলায় অনুব্রতর রক্ষাকবচ আবেদনের রায়দান। সকাল ১০.৩০ রায় জানাবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। গরুপাচার মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান অনুব্রত। সিঙ্গল বেঞ্চ রক্ষাকবচ না দেওয়ায় ডিভিশন বেঞ্চে আবেদন করেন অনুব্রত।
West Bengal News Live Updates: কাল থেকে ফের বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম
৮দিনে ৭ বার! কাল থেকে ফের বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। কাল সকাল থেকে পেট্রোলে লিটার প্রতি ৮৩ পয়সা মূল্যবৃদ্ধি।