West Bengal News : কুমোরটুলির শিল্পীর তৈরি কালীমূর্তি স্থান পেল ব্রিটিশ মিউজিয়ামে
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
West Bengal News Update:
কলকাতা : এক নজরে আজকের শিরোনাম -
সল্টলেকে ধুন্ধমার : এসএসসিতে দুর্নীতির প্রতিবাদে সল্টলেকে বাম ছাত্র ও যুব সংগঠনের বিক্ষোভে করুণাময়ীতে ধুন্ধুমার।
বিক্ষোভের আগেই আটক : পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা বাম ছাত্র ও যুব সংগঠনের। বিক্ষোভ শুরুর আগেই মীনাক্ষী সহ বিক্ষোভকারীদের আটক করল পুলিশ।
দুর্নীতি তদন্তে ইডি : এসএসসি-দুর্নীতি মামলায় সিবিআইয়ের পর তদন্তে ইডি। বেআইনি আর্থিক লেনদেন খুঁজতে অনুসন্ধান। চাকরির বিনিময়ে কোটি কোটির লেনদেন, মনে করছে ইডি, সূত্রের খবর।
অনলাইনে পরীক্ষার দাবি : অনলাইন পরীক্ষার দাবিতে উত্তপ্ত কলেজ স্ট্রিট। কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেট আটকে বিক্ষোভ পড়ুয়াদের। সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও।
‘অফলাইন চান অধ্যক্ষরা’ : সংখ্যাগরিষ্ঠ অধ্যক্ষ চান অফলাইন পরীক্ষা। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে মত, খবর সূত্রের। চূড়ান্ত সিদ্ধান্ত ৩ জুন।
ফের অভিনেত্রীর মৃত্যু : ১২ দিনে পরপর তিনজন অভিনেত্রীর মৃত্যু। পাটুলিতে বিদিশার মডেল-অভিনেত্রী বন্ধু মঞ্জুষার দেহ উদ্ধার। ডিপ্রেশনে ছিলেন, দাবি পরিবারের।
খ্যাতি-যশের উচ্চাশা ? : খ্যাতি-যশের উচ্চাশা ? নাকি বন্ধু মৃত্যুর যন্ত্রণা ? মৃত্যুর নেপথ্যে কী কারণ ? ময়নাতদন্তের জন্য পাঠানো হল দেহ। মৃতার স্বামীকে জিজ্ঞাসাবাদ।
সমালোচনা-সংঘাত : ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে উত্তরপ্রদেশ বিধানসভাতেই বাংলার সমালোচনায় যোগী। কটাক্ষ অখিলেশকে মমতার সমর্থন নিয়েও। ওনার রাজ্যে খুন, গণধর্ষণ, সেদিকে নজর দিন। পাল্টা তৃণমূল।
‘ভালো কাজে কালিমা’ : কলকাতা মেডিক্যাল রোগী কল্যাণ সমিতির নতুন চেয়ারম্যানের দায়িত্ব নিলেন সুদীপ্ত রায়। ভালো কাজ করায় কালিমালিপ্ত করা হয়েছে, প্রতিক্রিয়া অপসারিত নির্মল মাজির।
৭ মাসে তৃণমূল-ত্যাগ : বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর ৭ মাসেই মোহভঙ্গ। তৃণমূলত্যাগ ত্রিপুরার প্রাক্তন বিধায়কের, আক্রমণ অভিষেকে। দলে থেকেই বিরোধিতা করছিলেন, পাল্টা তৃণমূল।
West Bengal News Live Updates : কুমোরটুলির শিল্পীর তৈরি কালীমূর্তি স্থান পেল ব্রিটিশ মিউজিয়ামে
কুমোরটুলির শিল্পীর তৈরি কালীমূর্তি স্থান পেল ব্রিটিশ মিউজিয়ামে। ফাইবার গ্লাসের কালীমূর্তিটি তৈরি করেছেন শিল্পী কৌশিক ঘোষ। গত ১৭ মে ব্রিটিশ মিউজিয়ামে মূর্তির উদ্বোধন হয়।
West Bengal News Live: বোলপুরে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করে দিল বিজেপিও
তৃণমূলের পর এবার বোলপুরে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করে দিল বিজেপিও। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গুলিকে হাতিয়ার করার কৌশল নিয়েছে তারা। পাল্টা, বিজেপিকে জবাব দিয়েছে তৃণমূলও।
West Bengal News Live Updates : পানিহাটিতে ফের দুষ্কৃতী-দৌরাত্ম্য, বিটি রোডের ওপর বোমাবাজি
পানিহাটিতে ফের দুষ্কৃতী-দৌরাত্ম্য, বিটি রোডের ওপর বোমাবাজি। তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে ২টি বোমা ছোড়ার অভিযোগ। পুলিশের তাড়া খেয়ে পালাল দুষ্কৃতী। ঘটনাস্থল থেকে ১টি বোমা উদ্ধার করল খড়দা থানার পুলিশ।
West Bengal News Live: পরেশের ৩২জন আত্মীয়-পরিজনের সরকারি চাকরি! ট্যুইট শুভেন্দুর
‘মেয়ে ছাড়াও পরেশের ৩২জন আত্মীয়-পরিজনের সরকারি চাকরি!’ এসএসসি দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই শুভেন্দু অধিকারীর ট্যুইট।
West Bengal News Live Updates : বৃষ্টি নামল কলকাতায়, ঝোড়ো হাওয়ার সতর্কতাও
অসহ্য গরম থেকে মিলবে কিছুটা মুক্তি দিয়ে বৃষ্টি নামল কলকাতায়। কলকাতার একাংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ছাড়াও ঝোড়ো হাওয়ার সতর্কতা।