West Bengal News Live : একদিনের সফরে কলকাতায় প্রধানমন্ত্রী, স্ট্র্যান্ড রোডে ভারী যান চলাচলে নিয়ন্ত্রণ
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কাকভোরে বাগনানে জাতীয় সড়কে ঝাড়খণ্ডের (Jharkhand) অভিনেত্রী খুন। ছিনতাইয়ে বাধা পেয়ে শিশুকন্যার সামনেই শ্যুটআউটের অভিযোগ স্বামীর। মেলেনি ধস্তাধস্তির চিহ্ন। বলছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। গাড়ির মধ্যেই মিলল গুলির খোল।
ইকো পার্কে অরিজিতের কনসার্টের অনুমতি ঘিরে বিতর্ক। মমতার সামনে রং দে তু মোহে গেরুয়া গান গাওয়ায় শো বাতিল? প্রশ্ন বিজেপির। অনুমতির আবেদনই করেনি, দাবি ফিরহাদের (Firhad Hakim)।
আবাস যোজনার তালিকায় দুর্নীতির অভিযোগ, এবার বিক্ষোভের মুখে সিপিএমের (CPIM) পঞ্চায়েত প্রধান। পুরুলিয়ায় পঞ্চায়েত অফিসে তালা, ৯ ঘণ্টা পরে ঘেরাও মুক্ত। আবাসে দুর্নীতির অভিযোগ, জেলায় জেলায় বিক্ষোভ। কান্দিতে পঞ্চায়েত প্রধান ঘেরাও। বাসন্তীতে পঞ্চায়েত অফিসের সামনে প্রতিবাদ। বিক্ষোভ বাঁকুড়া, হুগলি, ঝাড়গ্রামেও।
এক ডাকে অভিষেকে নালিশ, ইস্তফা দিতেই গ্রেফতার মেচেদার পঞ্চায়েত প্রধান। কোলাঘাটে বোল্ডার দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে এক বহিষ্কৃত নেতাও গ্রেফতার।
১০০ দিনের কাজে (100 Days Work) দুর্নীতি রুখতে উদ্যোগ কেন্দ্রের। নতুন বছরে বাধ্য়তামূলক করা হচ্ছে অ্যাপের মাধ্য়মে হাজিরা। পয়লা জানুয়ারি থেকে কার্যকর করার সিদ্ধান্ত।
৯ মাসের মধ্যেই পাহাড়ে পালাবদল। দার্জিলিং পুরসভার বোর্ড গঠন করতে চলেছে অনীত থাপার দল। আস্থা ভোটে যোগ দিল না হামরো পার্টি ও গুরুঙ্গের ১৫ কাউন্সিলর পাহাড়ের পালাবদলের দিনই তৃণমূলে ধাক্কা। গণতন্ত্র বিপন্ন, উদ্বেগজনক পরিস্থিতির অভিযোগ তুলে ১ বছরেই দল ছাড়লেন বিনয় তামাঙ্গ। গুরুত্ব দিতে নারাজ গৌতম দেব।
শিক্ষার জাতীয় কমিটিতে ব্রাত্য বাংলা। ইউজিসি-র (UGC) ৫ কমিটিতে নেই বাংলার কেউ। পক্ষপাতিত্বের অভিযোগ শিক্ষামন্ত্রীর। রোটেশন অনুযায়ী কমিটিতে, পাল্টা দাবি কেন্দ্রের।
WB News Live Updates: পদযাত্রায় ফিরবে হাল?
সাগর থেকে পাহাড় কর্মসূচির দ্বিতীয় দিনে কাকদ্বীপে পৌঁছল প্রদেশ কংগ্রেসের পদযাত্রা। অধীর চৌধুরীর নেতৃত্বে এদিন পাথরপ্রতিমা থেকে প্রায় ১৭ কিলোমিটার পথ অতিক্রম করেন কংগ্রেস নেতারা। এদিনের কর্মসূচি থেকে ফের বিজেপির পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান অধীর। তা নিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।
West Bengal News Live Updates: আসছেন মোদি, নজরে নিরাপত্তা
আগামীকাল হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নিরাপত্তার ঘেরাটোপে স্টেশন চত্বর। বন্ধ ২১, ২২, ২৩ নম্বর প্ল্যাটফর্ম। রেল সূত্রে খবর, বন্দে ভারতের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য শুক্রবার সকাল থেকে নিয়ন্ত্রিত হবে একাধিক ট্রেনের যাত্রাপথ।
WB News Live Updates: বিপুল-বিস্ফোরক উদ্ধার
লেদার কমপ্লেক্স থানা এলাকার বাসন্তী হাইওয়ে থেকে উদ্ধার হয়েছে ৪০ কেজি আর্সেনিক সালফাইড। এই বিপুল পরিমাণ বিস্ফোরক সমেত ২ যুবককে গ্রেফতার করেছে STF। কোথায় নিয়ে য়াওয়া হচ্ছিল এই বিস্ফোরক? কীকারণে নিয়ে যাওয়া হচ্ছিল? খতিয়ে দেখছে এসটিএফ।
West Bengal News Live Updates: আবাস তালিকায় নাম বাদ, ফরাক্কায় পঞ্চায়েত প্রধানকে কার্যত ঘাড় ধাক্কা
আবাস তালিকায় নাম বাদ, ফরাক্কায় পঞ্চায়েত প্রধানকে কার্যত ঘাড় ধাক্কা। তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের প্রধানকে নিগ্রহ। বেওয়া ২ গ্রাম পঞ্চায়েত প্রধানকে বাড়ি থেকে টানতে টানতে গ্রামে নিয়ে গেল স্থানীয় বাসিন্দারা। 'তালিকায় নাম থাকলেও কেন কেটে দেওয়া হয়েছে ?' পঞ্চায়েত প্রধানের কাছে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের একাংশের
WB News Live Updates: একদিনের সফরে কলকাতায় প্রধানমন্ত্রী, স্ট্র্যান্ড রোডে ভারী যান চলাচলে নিয়ন্ত্রণ
একদিনের সফরে কলকাতায় প্রধানমন্ত্রী, স্ট্র্যান্ড রোডে ভারী যান চলাচলে নিয়ন্ত্রণ। শহরের বেশিরভাগ বড় রাস্তাতেই ভারী যান চলাচল বন্ধ থাকবে । হাওড়া ব্রিজের পরিবর্তে দ্বিতীয় হুগলি ব্রিজ ব্যবহারের পরামর্শ সাধারণ যাত্রীদের । হাওড়া ব্রিজের পরিবর্তে ভারী যান চলাচল করবে দ্বিতীয় হুগলি ব্রিজ দিয়ে । কাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভারী যান চলাচলে নিয়ন্ত্রণ। স্ট্র্যান্ড রোডে হাওড়ার দিকে যাওয়ার রাস্তায় ভারী যান চলাচলে নিষেধ। পরিবর্তে জওহরলাল নেহরু রোড হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ যাবে ভারী গাড়িগুলি। বেন্টিঙ্ক স্ট্রিট থেকে রবীন্দ্র সরণি বা এজেসি বোস রোড থেকে এপিসি রোড হয়ে যাবে ভারী গাড়ি। সাধারণ যাত্রীদেরও বিকল্প পথ ব্যবহারের পরামর্শ পুলিশের