West Bengal News Live Updates: আধঘণ্টার স্বস্তির বৃষ্টির মধ্যেই ঝড়ের তাণ্ডব, আগরতলা থেকে অবতরণের সময় এয়ার টার্বুল্যান্সে পড়ল বিমান
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE

Background
কলকাতা: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Paragana) মগরাহাট থেকে বেসরকারি (Private) অর্থলগ্নি সংস্থার এক কর্মী সহ ২জনকে অপহরণের অভিযোগ। কলকাতার (Kolkata) সার্ভে পার্কের গেস্ট হাউস থেকে উদ্ধার। গ্রেফতার (Arrested) করা হয়েছে ৬ অভিযুক্তকে। পুলিশ (Police) সূত্রে খবর, গাড়ি কেনার জন্য ঋণ নেওয়ার কথা বলে অপহরণকারীরা অর্থলগ্নি সংস্থার কর্মীকে ডাকে। অভিযোগ, বুধবার সন্ধ্যায় বন্ধুকে সঙ্গে নিয়ে গেলে ২জনকেই অপহরণ করা হয়। পরিবারের দাবি, রাতে ফোন করে দাবি করা হয় ৪ লক্ষ টাকা মুক্তিপণ। দেড় লক্ষা টাকায় রফা হয়। পাশাপাশি, পরদিন সকালে অভিযোগ জানানো হয় থানায়। পুলিশ সূত্রে দাবি, মোবাইল (Mobile) ফোনের (Phone) টাওয়ার লোকেশন (Tower Location) ট্র্যাক করে গতকাল গভীর রাতে সার্ভে পার্ক থেকে উদ্ধার করা হয় ২জনকে। গ্রেফতার করা হয় অপহরণকারীদের।
পাট নিয়ে মোদি (Modi) সরকারের (Govt) সঙ্গে বিজেপি সাংসদ (BJP MP) অর্জুন সিংহের (Arjun Singh) সংঘাত কি আরও বাড়ল? এ নিয়ে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলকে আগেই চিঠি দিয়েছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। আর এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হস্তক্ষেপের দাবি করে চিঠি দিলেন অর্জুন!
একে তীব্র গরম। তারওপর ঘন ঘন হচ্ছে লোডশেডিং। প্রতিবাদে শুক্রবার দুর্গাপুর স্টিল প্ল্যান্টের প্রশাসনিক ভবনে বিক্ষোভ দেখালেন দুর্গাপুর স্টিল টাউনশিপের বাসিন্দাদের একাংশ। ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পল্লবরঞ্জন নাগের নেতৃত্বে চলে বিক্ষোভ। খালি গায়ে, পাখা হাতে অভিনব প্রতিবাদ করেন তিনি। তবে প্রশাসনিক ভবনে ঢোকার আগেই উত্তেজনা তৈরি হয়। বিক্ষোভকারীদের CISF জওয়ানরা বাধা দিলে, ধস্তাধস্তি শুরু হয়ে যায়।
এবার রাজ্যের শিক্ষা ব্যবস্থার কড়া সমালোচনা করলেন রাজ্যপাল। আজ কেন্দ্রের প্রতিষ্ঠান দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ার সমাবর্তনে যোগ দেন জগদীপ ধনকড়। সেখানে তিনি বলেন, চারপাশে শিক্ষা ব্যবস্থার অবস্থা দেখে তাঁর রাতে ঘুম আসে না। এছাড়াও রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি নিয়েও কটাক্ষ করেন রাজ্যপাল।
West Bengal News Live Updates: মেদিনীপুর পুরসভার বিরুদ্ধে বিনা নোটিসে বাড়ি ভাঙার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল নান্নুরচক এলাকায়
মেদিনীপুর পুরসভার বিরুদ্ধে বিনা নোটিসে বাড়ি ভাঙার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল নান্নুরচক এলাকায়। অভিযোগ, বৈধ কাগজ থাকা সত্ত্বেও পুরসভার তরফে এলাকার বাসিন্দার বাড়ি ভাঙা হচ্ছে। মেদিনীপুর পুরসভার চেয়ারম্যানের দাবি, পুরসভার জল প্রকল্পের জন্য জায়গা কেনা ছিল। সেই জমিতে হওয়া বেআইনি নির্মাণগুলিই ভেঙে ফেলা হচ্ছে।
West Bengal News Live Updates: আরও কিছুক্ষণ চলতে পারে বৃষ্টি, আগামী দু-এক ঘণ্টায় ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
আরও কিছুক্ষণ চলতে পারে বৃষ্টি, আগামী দু-এক ঘণ্টায় ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, দুই ২৪ পরগনায়। আড়াই ঘণ্টা পর শিয়ালদার দক্ষিণ শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক। যাদবপুর-ঢাকুরিয়ার মধ্যে লাইনে গাছ পড়ে বন্ধ ছিল ট্রেন চলাচল।
West Bengal News Live : আধঘণ্টার স্বস্তির বৃষ্টির মধ্যেই ঝড়ের তাণ্ডব, আগরতলা থেকে অবতরণের সময় এয়ার টার্বুল্যান্সে পড়ল বিমান
আধঘণ্টার স্বস্তির বৃষ্টির মধ্যেই ঝড়ের তাণ্ডব, আগরতলা থেকে অবতরণের সময় এয়ার টার্বুল্যান্সে পড়ল বিমান। ৫৫ মিনিট দেরিতে কলকাতা বিমানবন্দর নামল ইন্ডিগোর বিমান। এয়ার টার্বুল্যান্সে বিমান পড়ে তীব্র ঝাঁকুনি, যাত্রীদের মধ্যে আতঙ্ক। ঝড়ের জন্য কলকাতা বিমানবন্দরের পরিষেবা ব্যাহত। প্রায় এক ঘণ্টা কলকাতা বিমানবন্দরে উড়ান ব্যাহত। কলকাতায় ঝড়ের জন্য অন্য রাজ্যে পাঠানো হয় ৬টি বিমান।
West Bengal News Live Updates: মাথাভাঙায় অস্ত্র দেখিয়ে ভর সন্ধ্যায় ‘লুঠ’
মাথাভাঙায় অস্ত্র দেখিয়ে ভর সন্ধ্যায় ‘লুঠ’। শীতলকুচি থেকে ফেরার সময়ে অস্ত্র দেখিয়ে ‘লুঠ’। ওষুধ দোকানের কর্মীর কাছ থেকে ৬০ হাজার টাকা লুঠের অভিযোগ।
West Bengal News Live : অবশেষে বিধায়ক হিসেবে বাবুল সুপ্রিয় শপথগ্রহণে রাজ্যপালের সম্মতি
অবশেষে বিধায়ক হিসেবে বাবুল সুপ্রিয় শপথগ্রহণে রাজ্যপালের সম্মতি। বাবুলকে শপথবাক্য পাঠ করাবেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়।
শপথগ্রহণের জন্য ডেপুটি স্পিকারকে নিযুক্ত করে ট্যুইট রাজ্যপালের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
