West Bengal News Live : দলবদলের জেরে শেষ হাসি হাসল তৃণমূল, হইচই পুরুলিয়ায়
WB Live News : রাজ্যের বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ খবর এক নজরে...
LIVE
Background
কলকাতা : সঙ্কটজনক বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee), ভেন্টিলেশনে প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাইল্য়াটারেল নিউমোনিয়ায় আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রীর (Former Chief Minister) মিক্সড রেসপিরেটরি ফেলিওর । ৮ সদস্যের মেডিক্যাল বোর্ডের পর্যবেক্ষণে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ।
- বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে বাদ পড়লেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বাংলা থেকে থাকলেন শুধুমাত্র অনুপম হাজরা (Anupam Hazra)। যাঁরা লোকসভা ভোটে লড়বেন, তাদের কমিটিতে রাখা হয়নি। দাবি করলেন দিলীপ। যদিও তার সঙ্গে একমত নন অনুপম।বাংলায় বিজেপি বলতে দিলীপ ঘোষকেই মানুষ চেনে। কৌশলী মন্তব্য মদন মিত্রর।
- ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে (Humayun Kabir) শো কজ করল তৃণমূল (TMC)। আজ বাড়িতে পৌঁছেছে শো কজ লেটার, স্বীকার হুমায়ুনের। ৩১ জুলাই সুব্রত বক্সীর সাথে দেখা করে জবাব দেবেন,জানালেন বিধায়ক। ফের তোপ দাগলেন রাজ্য নেতাদের বিরুদ্ধে, দিলেন নতুন দল গড়ার হুমকি। নতুন দলে শুধু মুর্শিদাবাদ নয়, রাজ্যের বঞ্চিত তৃণমূল কর্মীরাও থাকবেন বলে জানালেন হুমায়ুন।
- স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙায় ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। এই পরিস্থিতিতে হাসপাতাল পরিদর্শনে গিয়ে রোগী ও তাঁদের আত্মীয়দের বিস্তর অভিযোগ শুনলেন তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। গতকাল সন্ধেয় আমডাঙা গ্রামীণ হাসপাতালে যান বিধায়ক। রোগীদের অভিযোগ, ডেঙ্গির জন্য বাইরে থেকে রক্তপরীক্ষা করাতে বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি, ডেঙ্গি আক্রান্তদের উপযুক্ত চিকিৎসাও হচ্ছে না বলে অভিযোগ। ফোনেই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলে সমস্যার কথা জানান আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। হাসপাতালে খুব তাড়াতাড়ি এলাইজা মেশিন বসানোর আশ্বাস দিয়েছেন বিধায়ক। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
- অন্যান্য সবজির দাম কিছুটা কমলেও, টম্যাটোর দাম ক্রমশ চড়ছে।একশো-দেড়শো পেরিয়ে এবার ২০০-র ঘরে টম্যাটো। কসবা থেকে গড়িয়াহাট, দক্ষিণের দুটি বাজারেই টম্যাটোর আগুন দামে হাতে ছেঁকা লাগার জোগাড় ক্রেতাদের। বিক্রেতারা জানিয়েছেন, বেশিরভাগ টম্যাটো আসছে ব্যাঙ্গালোর থেকে। সেই কারণেই দাম বৃদ্ধি।
WB News Live: জ্ঞান ফিরলেও, সঙ্কট কাটেনি বুদ্ধদেব ভট্টাচার্যের
জ্ঞান ফিরলেও, সঙ্কট কাটেনি বুদ্ধদেব ভট্টাচার্যের। এখনও সঙ্কটজনক প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ১০০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য।
WB News Live: ফের বোমায় বিপন্ন শৈশব! দুই জেলায় জখম হল দুই বালক
ফের বোমায় বিপন্ন শৈশব! দুই জেলায় জখম হল দুই বালক। বসিরহাটে বোমাকে বল ভেবে খেলতে গিয়ে উড়ল হাত। মানিকচকে জখম হয়েছে আরেক বালক। বারুদের স্তূপে বাংলা। কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার। পাল্টা জবাব দিয়েছেন কুণাল ঘোষ।
WB News Live: 'এখন যারা রাজনীতিতে আসছে তাদের মডেল', বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে প্রতিক্রিয়া মদন মিত্রের
'শ্রদ্ধা করি ওনাকে। এ সমাজে শিরদাঁড়া ভাড়া পাওয়া যায় না। বিরল রাজনীতিবিদ। ওনার আমলে কিছু সমস্য়া হলেও উনি ভাল। এখন যারা রাজনীতিতে আসছে তাদের মডেল', মন্তব্য তৃণমূল বিধায়ক মদন মিত্রের
WB News Live: দলবদলের জেরে শেষ হাসি হাসল তৃণমূল, হইচই পুরুলিয়ায়
পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠ দল ছিল বিজেপি। কিন্তু, দলবদলের জেরে শেষ হাসি হাসল তৃণমূল। এমন কাণ্ড ঘিরে হইচই পড়ে গেছে পুরুলিয়ায়। জয়পুর গ্রাম পঞ্চায়েতে মোট আসন ২০। বোর্ড গঠনের জন্য ম্যাজিক ফিগার ১১। এবারের নির্বাচনে জয়পুর পঞ্চায়েতের ১০টি আসনে জয়ী হয় বিজেপি। তৃণমূলের দখলে যায় ৮টি আসন। ২টি আসনে নির্দল প্রার্থীরা জয়ী হন। আজ পুরুলিয়া জেলা তৃণমূল কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দল বদল করেন বিজেপির ২ জয়ী সদস্য। ২ নির্দল সদস্যও যোগ দেন তৃণমূলে। শাসকদলের দাবি, ১২ জন সদস্য-কে নিয়ে জয়পুর পঞ্চায়েত দখল করল তারাই।
WB News Live: কাকদ্বীপে তৃণমূল সমর্থকের বাড়িতে বিস্ফোরণ, তৃণমূল সমর্থকের বাড়িতে বিস্ফোরণ, উড়ল অ্যাসবেসটসের চাল
কাকদ্বীপে তৃণমূল সমর্থকের বাড়িতে বিস্ফোরণ, তৃণমূল সমর্থকের বাড়িতে বিস্ফোরণ, উড়ল অ্যাসবেসটসের চাল।