West Bengal News Live Updates :প্রায় ১০ ঘণ্টা, কুন্তল-যোগের তদন্তে এখনও ইডি দফতরে সায়নী
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা : প্রায় ১০ ঘণ্টা, কুন্তল-যোগের তদন্তে এখনও ইডি দফতরে সায়নী। নিয়োগ দুর্নীতি মামলায় সায়নীকে ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ।নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে সায়নীকে প্রশ্ন। জিজ্ঞাসাবাদে মেলেনি যুব তৃণমূল সভানেত্রীর সন্তোষজনক উত্তর: ইডি সূত্র
আন্তর্জাতিক খ্য়াতিসম্পন্ন সংস্থা C-Voter-এর সমীক্ষকরা ভোটারদের কাছে জানতে চেয়েছিলেন, সরকারি অনুদান নাকি দুর্নীতি, পঞ্চায়েতে ভোট দেওয়ার সময় কোনটা ভোটারদের কাছে অগ্রাধিকার পেতে পারে? সমীক্ষা বলছে, ৪৭ শতাংশ মানুষ বলেছেন, পঞ্চায়েতে ভোট দেওয়ার সময় তাঁদের কাছে অগ্রাধিকার পেতে পারে দুর্নীতি প্রসঙ্গ। ৩২ শতাংশ মানুষ বলেছেন, পঞ্চায়েতে ভোট দেওয়ার সময় তাঁদের কাছে অগ্রাধিকার পেতে পারে সরকারি অনুদান। বলতে পারব না, জানিয়েছেন ২১ শতাংশ মানুষ।
অলিখিত ভাবেই তৃণমূলে (TMC) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উত্তরসূরি তিনি। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও। কিন্তু সেই সর্বভারতীয় তকমাই খুইয়েছে দল। বাংলার বাইরে শিকড় বিস্তার করতে গিয়ে গোয়া, ত্রিপুরা, মেঘালয়ের মতো একের পর এক রাজ্যে মুখ থুবড়ে পড়েছে তৃণমূল। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নতুন করে সক্রিয় হতে দেখা গিয়েছে। তাই এই পঞ্চায়েত নির্বাচন অভিষেকের কাছে কার্যতই অগ্নিপরীক্ষা, অন্তত ভোটারদের একাংশ তেমনই মনে করছেন।
যাঁদের মধ্যে সমীক্ষা চালানো হয়েছে, তাঁদের প্রশ্ন করা হয়েছিল, শুভেন্দুর (Suvendu Adhikari) 'No Vote To Mamata' স্লোগান কি মানুষের মনে কোনও প্রভাব ফেলবে? সি ভোটারের সমীক্ষকরা (C Voter Survey) দেখেছেন, এই প্রশ্নের উত্তরে ৩৬ শতাংশ মানুষ বলেছেন, শুভেন্দুর স্লোগান মানুষের মনে প্রভাব ফেলবে। ৫২ শতাংশ মানুষ বলেছেন, শুভেন্দুর স্লোগান মানুষের মনে প্রভাব ফেলবে না। বলতে পারব না, জানিয়েছেন ১২ শতাংশ মানুষ।
যাঁদের মতামত নিতে এই পঞ্চায়েত নির্বাচন, যাঁদের উপর সবকিছু নির্ভর করছে, সেই ভোটাররা কী ভাবছেন? ভোটগ্রহণের আগে তা নিয়ে আঁচ পেতে রাজ্য় জুড়ে সমীক্ষা চালায় আন্তর্জাতিক খ্য়াতিসম্পন্ন সংস্থা C-Voter. রাজ্যের সমস্ত জেলা পরিষদের সব ক'টি কেন্দ্রে পৌঁছে ১০ হাজার ৫৪৮ জনের জনের সঙ্গে কথা বলেছেন সমীক্ষকরা। সমীক্ষা চালানো হয়েছে ১৫ জুন থেকে ২৬ জনের মধ্য়ে। এই সমীক্ষা কোনও রাজনৈতিক ভবিষ্য়দ্বাণী নয়। শুধু গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে ভোটারদের ভাবনার আভাস পাওয়ার চেষ্টা। সেই সমীক্ষা কী বলছে?
দক্ষিণেশ্বরের আড়িয়াদহে যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে 'গুলি'। বাইকে করে যাওয়ার সময় 'গুলি', লক্ষ্যভ্রষ্ট হওয়ার পরে হামলা। প্রথমে 'গুলি', রাস্তায় পড়ে যাওয়ার পরে রড দিয়ে মার। মেরে যুব তৃণমূল নেতার হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি যুব তৃণমূল নেতা।
পঞ্চায়েত ভোটের আগে বিজেপি নেতার রহস্যমৃত্যু। সবংয়ে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার। বাড়ি থেকে উদ্ধার বিজেপির বুথ সভাপতি দীপক সামন্তর ঝুলন্ত দেহ। বিজেপি নেতাকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। 'বারবার হুমকি দেওয়া হচ্ছিল, পাঠানো হয়েছিল সাদা থান', পঞ্চায়েত ভোটের মুখে শাসকদলের কাছে মাথানত না করায় খুন, অভিযোগ বিজেপির। বুথ সভাপতিকে খুনের অভিযোগে সিবিআই তদন্তের দাবি বিজেপির। মিথ্যে অভিযোগ, মৃত্যু নিয়ে রাজনীতি বিজেপির, পাল্টা তৃণমূল।
WB News LIVE Updates: নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূলের রাজ্য সভানেত্রীকে ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির, ৫ জুলাই ফের তলব
নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূলের রাজ্য সভানেত্রীকে ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির। ৫ জুলাই ফের তলব। বেরিয়ে সায়নী বললেন, 'দেয়ার ইজ নাথিং টু হাইড, একশোবার ডাকলে একশোবার যাব'।
WB News LIVE Updates:ভোটের ৮দিন আগে বালুরঘাটে এল আরও ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের ৮দিন আগে বালুরঘাটে এল আরও ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দঃ দিনাজপুরের পাশাপাশি উঃ দিনাজপুরের জন্যও এল আরও ৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
WB News LIVE Updates: পুলিশকে কুকথা, সৌমিত্র খাঁকে রক্ষাকবচ হাইকোর্টের
পুলিশকে কুকথা। সৌমিত্র খাঁকে রক্ষাকবচ হাইকোর্টের। ১৫ জুলাই পর্যন্ত কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। একজন সাংসদের মুখে এই ভাষা প্রত্যাশিত নয়। মন্তব্য বিচারপতি মান্থার।
WB News LIVE Updates: কুন্তলের সম্পত্তি কেনাবেচা সংক্রান্ত নথিতে উঠে আসে সায়নীর নাম
কুন্তলের সম্পত্তি কেনাবেচা সংক্রান্ত নথিতে উঠে আসে সায়নীর নাম। বহিষকৃত যুব তৃণমূল নেতাকে জেরাতেও উঠে এসেছে সায়নীর নাম, ইডি সূত্রে খবর।
WB News LIVE Updates: প্রায় ১০ ঘণ্টা, কুন্তল-যোগের তদন্তে এখনও ইডি দফতরে সায়নী
প্রায় ১০ ঘণ্টা, কুন্তল-যোগের তদন্তে এখনও ইডি দফতরে সায়নী। নিয়োগ দুর্নীতি মামলায় সায়নীকে ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে সায়নীকে প্রশ্ন। জিজ্ঞাসাবাদে মেলেনি যুব তৃণমূল সভানেত্রীর সন্তোষজনক উত্তর: ইডি সূত্র