West Bengal News Update : নিয়োগ দুর্নীতিতে ইডি-র পাশে দাঁড়ালেন শুভেন্দু
Bengal News Live : জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর এক নজরে।
LIVE
Background
- ED-র তলবে তেসরা অক্টোবর, সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee ) । ওইদিন যোগ দেবেন দিল্লিতে দলীয় কর্মসূচিতে। X-হ্য়ান্ডলে ঘোষণা করলেন তৃণমূলের ( TMC ) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। হুঁশিয়ারির সুরে তিনি লিখেছেন, আমি দিল্লির কর্মসূচিতে যোগ দেব, পারলে আটকে দেখাও। অভিষেকের চ্য়ালেঞ্জের পর এবার কী করবে ED? প্রশ্ন উঠছে নানা মহলে।
- ইডির ভূমিকায় সন্দেহ প্রকাশের পরে এবার আইওকেই সরাল হাইকোর্ট ( Calcutta High Court ) । প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তকারী আধিকারিকই অপসারণ। ইডির আইও মিথিলেশ কুমার মিশ্রকে অবিলম্বে তদন্ত থেকে সরানোর নির্দেশ। বাংলায় কোনও তদন্তের দায়িত্ব দেওয়া যাবে না, নির্দেশ বিচারপতি অমৃতা সিন্হার।
- তদন্ত যাতে ব্যাহত না হয়, তা দেখবেন ইডি অধিকর্তা, নির্দেশ বিচারপতির। ৩ অক্টোবরের অনুসন্ধান-তদন্ত যাতে ব্যাহত না হয়, তা দেখতে ইডি অধিকর্তাকে নির্দেশ হাইকোর্টের। নিয়োগ দুর্নীতি মামলায় ৩ অক্টোবরই অভিষেককে হাজিরার নির্দেশ দেয় ইডি।
- কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ২ ও ৩ অক্টোবর দিল্লিতে ( Delhi ) ধর্নার ডাক দিয়েছে তৃণমূল। এই কর্মসূচিতে যোগ দেবেন কেন্দ্রীয় প্রকল্পের কাজ করেও পারিশ্রমিক থেকে বঞ্চিত বাংলার শ্রমিকরাও। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জমায়েত হয়েছে তাঁদের। সেখানেই তাঁদের থাকা-খাওয়ার ব্য়বস্থা করা হয়েছে।
- কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তৃণমূলের দিল্লি চলো। মিলছে না বিশেষ ট্রেন। অগ্রিম নিয়েও ভয় পেয়ে আমাদের আটকানোর চেষ্টা, আক্রমণে অভিষেক। পূর্ব রেলকে নয়, আবেদন করা হয় আইআরসিটিসি-কে, দাবি রেলের।
- শেষমুহূর্তে মিলল না ট্রেন, বাসেই দিল্লি যাওয়ার প্রস্তুতি তৃণমূলের। সুরক্ষার জন্য রাজ্যের এলাকায় থাকবে পাইলট কার।
- আগে চুরি বন্ধ করুন। একটা ফোন করলেই রাজ্যের প্রাপ্য টাকা চলে আসবে, তৃণমূলের দিল্লি অভিযান নিয়ে কটাক্ষ সুকান্তর। প্রমাণিত কারা রাজ্যের টাকা আটকে রাখে, পাল্টা তৃণমূল।
Suvendu Adhikari: নিয়োগ দুর্নীতিতে ইডি-র পাশে দাঁড়ালেন শুভেন্দু
নিয়োগ দুর্নীতির মামলায় হাইকোর্টের অসন্তোষ বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে ইডি-কে। এই অবস্থায় ইডির রিপোর্টকে স্যাটিসফেক্টরি না বললেও, কেন্দ্রীয় সংস্থার পাশেই দাঁড়ালেন শুভেন্দু অধিকারী।
পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। অন্যদিকে, বামেরা তৃণমূল-বিজেপির সেটিংয়ের তত্ত্বে অনড় রয়েছে!
TMC Delhi Chalo: বিশেষ ট্রেনের পর এবার বিমানের টিকিট বাতিলের অভিযোগ
বিশেষ ট্রেনের পর এবার বিমানের টিকিট বাতিলের অভিযোগ। রবিবার সন্ধের বিমানে দিল্লি যাওয়ার কথা ছিল বিমানে চেপে। আচমকা সেই বিমান বাতিলের অভিযোগ তৃণমূলের। দিল্লিতে ধর্না-আন্দোলন আটকাতে বিজেপির ষড়যন্ত্র, আক্রমণে তৃণমূল।
Jalpaiguri News: পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ জলপাইগুড়িতে
রাজ্য় পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে জলপাইগুড়ি জেলা পুলিশের এক হোমগার্ডের বিরুদ্ধে তদন্ত শুরু হল। শনিবার কোতোয়ালি থানার পুলিশ অভিযোগকারীকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। পলাতক অভিযুক্ত হোমগার্ড।
Kolkata Fire: এলিয়ট রোডে পারফিউমের গোডাউনে বিধ্বংসী আগুন
ফের শহরে বিধ্বংসী আগুন। এলিয়ট রোডে পারফিউমের গোডাউনে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন। রাত ৮টা নাগাদ গোডাউনে আগুন।
Kolkata News: ২ অক্টোবর তৃণমূলের দিল্লি অভিযানের দিনই কলকাতায় বিক্ষোভের ডাক বিজেপি-র
২ অক্টোবর তৃণমূলের দিল্লি অভিযানের দিনই কলকাতায় বিক্ষোভের ডাক বিজেপি-র। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পথে নামছে তারা। চাকরি বিক্রি থেকে নারী নির্যাতনের অভিযোগে পথে নামথে বিজেপি-র মহিলা মোর্চা।