West Bengal News Live: পুজোয় করোনা বিধি-নিষেধে ছাড় রাজ্য, থাকছে না নাইট কার্ফু
উপনির্বাচনে সরগরম ভবানীপুর-সহ রাজ্যের তিন কেন্দ্র। জেলায় জেলায় কোথায় কী চলছে, জেনে নিন
LIVE
Background
কলকাতা: আইকোর মামলায় এবার কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করল CBI। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন শোভন। তাঁর সঙ্গে ছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
ফোর লেন জাতীয় সড়কের জন্য জমি দিয়েও মেলেনি ন্যায্যমূল্য। জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাজ্য সরকারকে ক্ষতিপূরণের টাকা মিটিয়ে দিলেও, জমিদাতারা সেই টাকা পাচ্ছেন না। এমনই অভিযোগে সরব আলিপুরদুয়ার দুনম্বর ব্লকের বাসিন্দাদের একাংশ। শুরু হয়েছে রাজনৈতিক কাজিয়া। সমস্যা প্রশাসনে জানানোর আর্জি জানিয়েছেন জেলাশাসক।
M.ED-এ প্রবেশিকার মেধাতালিকায় নম্বর বিভ্রাটের কারণ খুঁজতে, তদন্ত কমিটি গঠন করছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। পাশাপাশি ওই নম্বর বিভ্রাটের জন্য কারা দায়ী, তাঁদেরও চিহ্নিত করা হবে বলে জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।
বুথের মধ্যে ভুয়ো ভোটার, অভিযোগ বিজেপির। খারিজ করল কমিশন। ভবানীপুর খালসা গার্লস হাইস্কুলে ধুন্ধুমার। দু’দলের সমর্থকের মধ্যে ধাক্কাধাক্কি, উত্তেজনা। অশান্তি ছড়ানোর পরিকল্পনা, পাল্টা তৃণমূল।
ফিরহাদ-সুব্রতর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। কমিশনে নালিশ বিজেপির। অনৈতিক কিছু করিনি, দাবি ফিরহাদের।
বুথে ঢুকছেন সশস্ত্র নিরাপত্তারক্ষী নিয়ে, বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কার বিরুদ্ধে পাল্টা অভিযোগ ভবানীপুরে। খতিয়ে দেখা হচ্ছে এই অভিযোগ, জানাল নির্বাচন কমিশন। ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তৃণমূলের। জেনে নিন আরও খবর
WB News Live Updates: ৩০ অক্টোবর খড়দায় উপনির্বাচন, তার আগে আজ বারাসাতে জেলাশাসকের কার্যালয়ে প্রশাসনের সঙ্গে বৈঠক
৩০ অক্টোবর খড়দায় উপনির্বাচন। তার আগে আজ বারাসাতে জেলাশাসকের কার্যালয়ে প্রশাসনের সঙ্গে বৈঠক করল শাসক-বিরোধী রাজনৈতিক দলগুলি। কোভিডকালে জারি করা হয়েছে একাধিক বিধিনিষেধ।
WB News Live: আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শতাধিক পড়ুয়া করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন
পুজোর পরেই রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। তার আগে আজ কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ুয়াদের ভ্যাকসিনেশন পর্ব শুরু হয়ে গেল।
WB News Live Updates: নিউ আলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার
নিউ আলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার। রজনী মুখার্জি রোডে রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য
WB News Live: একদিনে উত্তর কলকাতায় ভেঙে পড়ল দুটি বাড়ি
একদিনে উত্তর কলকাতায় ভেঙে পড়ল দুটি বাড়ি। পোস্তা থানা এলাকায় ১০৫ নম্বর কটন স্ট্রিটে ভেঙে পড়ল বাড়ির একাংশ। হতাহতের খবর নেই। অন্যদিকে ২৬ নম্বর জোড়াবাগান স্ট্রিটে বাড়ির একাংশ ভেঙে পড়ে বিপত্তি। বাড়িতে কেউ না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি
WB News Live Updates: হাওড়ার দালাল পুকুরের কাছে মহেন্দ্র ভট্টাচার্য রোডের ওপর হুড়মুড়িয়ে ভেঙে হাওড়ার শতাব্দী প্রাচীন জান বাড়ির একাংশ
হাওড়ার দালাল পুকুরের কাছে মহেন্দ্র ভট্টাচার্য রোডের ওপর হুড়মুড়িয়ে ভেঙে হাওড়ার শতাব্দী প্রাচীন জান বাড়ির একাংশ। দুর্ঘটনার সময় রাস্তা দিয়ে কোনও পথচারী না যাওয়ায় রক্ষা। হতাহতের কোনও খবর নেই। জরাজীর্ণ বাড়িটি আগেই ভেঙে ফেলতে বলা হয়েছিল, কিন্তু শরিকি ঝামেলা থাকায় ভাঙা যায়নি বাড়ি। বিপজ্জনক বাড়ি বলে পুরসভার তরফে টাঙিয়ে দেওয়া হয়েছিল বোর্ডও। দাবি কাউন্সিলরের।