West Bengal News Live: আগামী বুধবার বিকেল চারটায় মন্ত্রিসভায় কিছু রদবদল হবে, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
LIVE
Background
কোচবিহারের (Coochbehar) চ্যাংরাবান্ধায় ১০ জনের মৃত্যু (Death)। শীতলকুচি (Sitalkuchi) থেকে জল্পেশ শিব মন্দির যাওয়ার সময় পুণ্যার্থী বোঝাই পিক আপ ভ্যানে (Pick Up Van) শর্ট সার্কিট। ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু। আহত ১৬। আহতদের জলপাইগুড়ি (Jalpaiguri) সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রেসিডেন্সি জেলে সারদা কর্তা সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের। এদিন বেলা পৌনে ১২টা নাগাদ জেলে পৌঁছয় পুলিশের ৫ জনের দলটি। অভিযোগ ওঠে, শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী যখন কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন, সেইসময় কাঁথি পুর-এলাকায় নির্মাণকাজের অনুমতি পেতে মোটা অঙ্কের টাকা দেন সুদীপ্ত সেন। সম্প্রতি কাঁথি পুরসভা থেকে সারদা সংক্রান্ত সেই ফাইল উধাও হয়ে গিয়েছে বলে কাঁথি থানায় অভিযোগ জানান পুরসভার চেয়ারম্যান। তার প্রেক্ষিতেই সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদ পুলিশের। খবর সূত্রের।
SSC নিয়োগ দুর্নীতিকাণ্ডে বীরভূমের বোলপুরে সিপিএমের মিছিল। নেতৃত্বে নানুরের প্রাক্তন সিপিএম বিধায়ক শ্যামলী প্রধান। বোলপুর শহর পরিক্রমা করে বাম কর্মী, সমর্থকদের মিছিল।
এদিন চোর ধরো জেল ভরো স্লোগান দিয়ে রামপুরহাটেও মিছিল করে বামেরা। রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর বিক্ষোভ দেখান বাম কর্মী, সমর্থকরা।
SSC নিয়োগ দুর্নীতিকাণ্ডে দক্ষিণ ২৪ পরগনার কুলপির করঞ্জলি এলাকায় সিপিএমের প্রতিবাদ মিছিল। ১১৭ নম্বর জাতীয় সড়কের ওপর প্রতিবাদ বিক্ষোভ বাম কর্মী, সমর্থকদের।সিপিএমের দাবি, শুধু পার্থ চট্টোপাধ্যায় বা অর্পিতা মুখোপাধ্যায় নয়, SSC নিয়োগ দুর্নীতিকাণ্ডে সমস্ত অভিযুক্তদের গ্রেফতার করা হোক।
West Bengal Live Update: ধৃত ৩ কংগ্রেস বিধায়কের অসমের বিজেপি-যোগ নিয়ে বিস্ফোরক দাবি সিআইডির
হাওড়ায় ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়কের কাছে ৪৯ লক্ষ টাকা! ধৃত ৩ কংগ্রেস বিধায়কের অসমের বিজেপি-যোগ নিয়ে বিস্ফোরক দাবি সিআইডির
West Bengal Live: ইডি-র প্রশ্নের উত্তরে কী বললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী?
‘ইডির প্রশ্ন: অর্পিতার বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়া গেছে, কী বলবেন?’ ‘পার্থর জবাব: শুনেছি’ ‘ইডির প্রশ্ন: টাকা কি আপনার?’ ‘পার্থর জবাব: না’। সূত্রের খবর, প্রশ্নোত্তরে এ কথাই বলেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।
West Bengal Live Update: টাকা-কাণ্ডে বারবার ষড়যন্ত্রের অভিযোগ তুলেও ইডি-র সামনে নীরব প্রাক্তন মন্ত্রী, বলছে সূত্র
টাকা-কাণ্ডে বারবার ষড়যন্ত্রের অভিযোগ তুলেও ইডি-র সামনে নীরব পার্থ: সূত্র
West Bengal Live:অনুব্রত মণ্ডলের লালবাতি ঘিরে বিতর্ক
অনুব্রত মণ্ডলের লালবাতি ঘিরে বিতর্ক। তীব্র অসন্তোষ প্রকাশ করল হাইকোর্ট।
West Bengal Live Update: নিয়োগের নিয়মেও বদল আনা হচ্ছে: ব্রাত্য বসু
নিয়োগের নিয়মেও ব্যাপক রদবদল আনা হচ্ছে. জানালেন শিক্ষামন্ত্রী