WB News Live Updates: বারাণসী থেকে ফেরার সময় মাঝ আকাশে মুখ্যমন্ত্রীর বিমান-বিভ্রাট
অ্যাপ ক্যাব নিয়ন্ত্রণের পথে রাজ্য, ভাড়া বাঁধল পরিবহণ দফতর। নদিয়ার তাহেরপুর পুরসভা সিপিএমের দখলে। বদল ওসি। রুটিন বদলি, জানাল জেলা পুলিশ। মানুষ ভোট দিতে পেরেছে, তাই ওসি ট্র্যান্সফার, কটাক্ষ অধীরের।
LIVE
Background
ত্রিশঙ্কু (Hung Municipality) চাঁপদানি, এগরা, বেলডাঙা, ঝালদা পুরসভা। সমর্থনের প্রশ্নে সিদ্ধান্তের ভার ছাড়া হল স্থানীয় নেতৃত্বের হাতে। চাঁপদানিতে ৬ নির্দলের সমর্থন, দাবি স্থানীয় তৃণমূল (TMC) নেতৃত্বের।
নদিয়ার (Nadia) তাহেরপুর পুরসভা (Taherpur Municipality) সিপিএমের (CPIM) দখলে। বদল ওসি। রুটিন বদলি, জানাল জেলা পুলিশ (Police)। মানুষ ভোট দিতে পেরেছে, তাই ওসি ট্র্যান্সফার, কটাক্ষ অধীরের।
২০১৬ সালের এসএলএসটি মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)। আহ্বায়ক কমিটির নেপথ্যে আর্থিক দুর্নীতি কিনা অনুসন্ধান করবে সিবিআই (CBI)।
বাঁকুড়ায় (Bankura) খারাপ ফলের পর, বিজেপির (BJP) অন্দরের ক্ষোভ সামনে চলে এল। বিপর্যয়ের জন্য নাম না করে বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার ও বিজেপি বিধায়কের দিকে আঙুল তুললেন ওন্দার বিজেপি বিধায়ক। সরব বিজেপি যুব মোর্চার নেতাও। মুখ খুলতে চাননি সুভাষ সরকার।
রাত নয়, ৭ মার্চ দুপুর দুটোতেই বসবে বিধানসভার বাজেট অধিবেশন (Assmbly Budget Session)। রাজ্যপাল (Governor Jagdeep Dhankar)-মুখ্যসচিব (Chief Secretary) বৈঠকের পর নতুন বিজ্ঞপ্তি জারি। ৪৫ মিনিটের আলোচনায় কাটল জট।
এবার অ্যাপ ক্যাব (App Cab) নিয়ন্ত্রণের পথে রাজ্য। ভাড়া বাঁধল পরিবহণ দফতর (West Bengal Transport Deaprtment)। সর্বাধিক বেস ফেয়ার (Base Fair) ৫৬ টাকা ২৫ পয়সা। গাড়ি ক্যানসেল করলে ফি দিতে হবে যাত্রীকে।
আজ থেকে সাউথ সিটি মলের কাছে তালতলা মাঠে শুরু খাইবার পাস (Khaibar Pass)। ফের রসনার স্বাদ-সন্ধান। চলবে রবিবার পর্যন্ত।
West Bengal News Live Updates: কলকাতার একটি ডায়াগনস্টিক সেন্টারের নাম দিয়ে ভুয়ো কোভিড রিপোর্ট তৈরির অভিযোগ
কলকাতার একটি ডায়াগনস্টিক সেন্টারের নাম দিয়ে ভুয়ো কোভিড রিপোর্ট তৈরির অভিযোগ উঠল। মুচিপাড়া থানা, লালবাজারের সাইবার ক্রাইম ও যুগ্ম পুলিশ কমিশনারের দফতরে অভিযোগ দায়ের করা হয়েছে। সংস্থার অনুমান, বাংলাদেশ থেকে এই চক্র চালানো হচ্ছে।
WB News Live Updates: এসি ট্রামে আগুন লেগে বিপত্তি
এসি ট্রামে আগুন লেগে বিপত্তি। আজ নোনাপুকুর ট্রাম ডিপোর কাছে আচমকাই ধর্মতলাগামী ট্রামে আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে ট্রাম। যাত্রীরা আতঙ্কে তড়িঘড়ি নেমে যান। সূত্রের খবর, দমকল আসার আগেই পুরসভার জলের গাড়ির সাহায্যে নিভিয়ে ফেলা হয় আগুন।
West Bengal News Live Updates: তুমুল হইহট্টগোল কলকাতা পুরসভার বাজেট আলোচনায়
কটাক্ষের পাল্টা সমালোচনা। তুমুল হইহট্টগোল কলকাতা পুরসভার বাজেট আলোচনায়। বক্তব্য রাখতে গিয়ে বারবার তৃণমূল কাউন্সিলরদের মুখে মুখ্যমন্ত্রীর প্রশংসা শোনা গেছে, দাবি বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। ওরা উন্নয়ন দেখতে পায় না, কটাক্ষ মেয়র পারিষদ মিতালী বন্দ্যোপাধ্যায়ের।
WB News Live Updates: শিশুর শ্বাসনালী থেকে বের করা হল কাজলের কৌটো
এসএসকেএমে আট মাসের শিশুর জটিল অস্ত্রোপচার। শ্বাসনালী থেকে বের করা হল কাজলের কৌটো। আপাতত আইসিইউতে রাখা হয়েছে শিশুকে।
West Bengal News Live Updates: মাঝ আকাশে মুখ্যমন্ত্রীর বিমান-বিভ্রাট
বারাণসী থেকে ফেরার সময় মাঝ আকাশে মুখ্যমন্ত্রীর বিমান-বিভ্রাট। ৩৭ হাজার ফুট থেকে আচমকা বেশ কয়েক হাজার ফুট নামল বিমান! কলকাতা বিমানবন্দরে নামের কিছু আগে হঠাৎ মুখ্যমন্ত্রীর বিমান-বিভ্রাট। এয়ার টার্বুল্যান্সে পড়ে হঠাৎ নেমে আসে মুখ্যমন্ত্রীর বিমান। হঠাৎ বিমান নামায় দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। রুট ক্লিয়ারেন্স নেওয়া হয়েছিল কিনা, জানতে চান ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, খবর সূত্রের। ‘রুট ক্লিয়ারেন্স ছিল, কিন্তু আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে বিভ্রাট’, মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট নিয়ে দাবি বিমানবন্দর কর্তৃপক্ষের। মাঝ আকাশে বিমান-বিভ্রাটে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিভিন্ন মহলে।