West Bengal News Live : ময়নায় বিজেপি নেতা খুন, পুলিশি তদন্তে বিস্মিত হাইকোর্ট
West Bengal Bangla News : জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর , একনজরে
LIVE
Background
আজকের শিরোনাম
তৃণমূলের মিতালি বিজেপিতে : ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষ দিনে তৃণমূলে ভাঙন ধরাল বিজেপি। গেরুয়া শিবিরে যোগ প্রাক্তন তৃণমূল বিধায়কের। দল যোগাযোগ করেনি, কাজেও লাগায়নি। প্রতিক্রিয়া মিতালির।
প্রচারের স্লগওভারেও দলবদল: শুক্রবার মিতালির মানভঞ্জনের চেষ্টা অরূপ বিশ্বাসের, পাশে দাঁড়িয়ে স্লোগান, শনিবার অভিষেকের হাত থেকে পরলেন উত্তরীয়। রবিবার যোগ বিজেপিতে।
দলবদল-সংঘাত : অভিযোগ ছিল বলেই টিকিট দেওয়া হয়নি, প্রভাব পড়বে না, দাবি ফিরহাদের। মোদির অনুপ্রেরণায় অনুপ্রাণিত, প্রতিক্রিয়া সুকান্তর। এটাই তৃণমূল, এটাই বিজেপি। কটাক্ষ সুজনের।
অভিষেকের বিরুদ্ধে কমিশনে : ধূপগুড়ি হবে আলাদা মহকুমা, আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন অভিষেক, নির্বাচন কমিশনে নালিশ বিজেপির। অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আবেদন।
'আক্রান্ত' শাসক কাউন্সিলর : কামারহাটি পুরসভার রাস্তা তৈরিতেও ২ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ। প্রতিবাদ করায় আক্রান্ত খোদ শাসক কাউন্সিলর। থানায় অভিযোগ দায়ের। অধরা দুষ্কৃতীরা।
'সর্ষের মধ্যেই ভূত' : সর্ষের মধ্যেই ভূত আছে, মদত দলের একাংশর, অভিযোগ কামারহাটির ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের। দলের কেউ হলে দেখব, নেপথ্যে বিরোধীরা, পাল্টা জেলার তৃণমূল নেতৃত্ব।
বিজেপিতে 'দুষ্টু গরু' :পদের অপব্যবহার, দুষটু গরুর থেকে শূন্য গোয়াল ভাল, পোস্ট বিজেপি নেতা অনুপম হাজরার। কাদের ইঙ্গিত ? দুষটু গরু বলেই গোয়াল থেকে বার করা হয়েছে, পাল্টা বীরভূমের বিজেপি সভাপতি।
১৬ অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ : বিশ্ববিদ্যালয়ের রাশ কার হাতে ? রাজ্যের সঙ্গে সংঘাতের আবহেই মধ্যরাতে বাকি ১৬টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ রাজ্যপালের। আচার্যের পরেই উপাচার্য, বিজ্ঞপ্তি জারি রাজভবনের।
বিশ্ববিদ্যালয়ের রাশ কার ? : রাজ্যপাল মনোনীত, সরকার নির্বাচিত। বাংলার বুদ্ধিমত্তাকে আক্রমণ, প্রতিক্রিয়া শশী পাঁজার। শিক্ষাকে ভুলুন্ঠিত করেছে তৃণমূল কংগ্রেস, সঠিক পথেই রাজ্যপাল, পাল্টা শমীক ভট্টাচার্য।
'যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত' : এক দেশ এক ভোট কমিটিতে থাকার প্রস্তাব প্রত্যাখ্যান অধীরের। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত। কেন্দ্রকে নিশানা করে সোশাল মিডিয়ায় পোস্ট রাহুল গাঁধীর।
মঙ্গলে বৈঠকে 'ইন্ডিয়া' : লোকসভা ভোটের আগে বিরোধী ঐক্যে শান। সংসদের বিশেষ অধিবেশনের আগে ফের এক টেবিলে 'ইন্ডিয়া' জোট। রণনীতি ঠিক করতে মঙ্গলবার বিকেলে বৈঠক ডাকলেন খাড়গে।
'২০৪৭-এ ভারত হবে উন্নত দেশ': ২০৪৭ সালে ভারত হয়ে উঠবে উন্নত দেশ। দুর্নীতি, জাতিবাদ, সাম্প্রদায়িকতার স্থান নেই দেশে। চব্বিশের আগে সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে দাবি প্রধানমন্ত্রীর।
ডুরান্ড চ্যাম্পিয়ন মোহনবাগান : ডুরান্ডের রং সবুজ মেরুন। ২০০৪-এ ফাইনালে লাল হলুদের কাছে হারের প্রতিশোধ মোহনবাগানের। শেষ ৩৮ মিনিট ১০ জনে খেলেও ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন।
WB News Live :ময়নায় বিজেপি নেতা খুন, পুলিশি তদন্তে বিস্মিত হাইকোর্ট
ময়নায় বিজেপি নেতা খুন, পুলিশি তদন্তে বিস্মিত হাইকোর্ট
WB News Live Update :কাল ভাঙড়ের কাশীপুর থানা এলাকার ৭টি পঞ্চায়েতে উপসমিতি গঠন
কাল ভাঙড়ের কাশীপুর থানা এলাকার ৭টি পঞ্চায়েতে উপসমিতি গঠন। উপসমিতি গঠনের আগে ১৪৪ ধারা জারি, ৭টি পঞ্চায়েতের ২০০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি করল প্রশাসন
WB News Live :সোনার শোরুমে ডাকাতিতে এখনও অধরা, ব্যাঙ্ক লুঠের চেষ্টায় গ্রেফতার
সোনার শোরুমে ডাকাতিতে এখনও অধরা, ব্যাঙ্ক লুঠের চেষ্টায় গ্রেফতার
WB News Live Update :কসবার স্কুলে পড়ুয়ার রহস্যমৃত্যু
কসবার স্কুলে পড়ুয়ার রহস্যমৃত্যু। ওপর থেকে পড়ে গিয়ে মৃত্যু, নাকি পিছনে রয়েছে অন্য কোনও কারণ? পরিবারের একের পর এক বিস্ফোরক দাবি ঘিরে বাড়ছে রহস্য। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ মৃত পড়ুয়ার বাবার। অভিযুক্ত শিক্ষিকাদের গ্রেফতারির দাবি জানানো হয়েছে পরিবারের তরফে।
WB News Live :রায় স্থগিতের আবেদন সিবিআইয়ের, খারিজ আলিপুর কোর্টের
রায় স্থগিতের আবেদন সিবিআইয়ের, খারিজ আলিপুর কোর্টের। পুলিশের সঙ্গে যৌথ তদন্তের রায় স্থগিত রাখার আর্জি সিবিআইয়ের।