WB News LIVE Blog: বাংলার দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন বিধায়ক অজিত মাইতি
Get the latest West Bengal News and Live Updates: দিনভর রাজ্যজুড়ে কোথায় কী ঘটছে, জেনে নিন সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট
LIVE
Background
কলকাতা: হেফাজতে থাকা ৬ জন ছাড়া আরও প্রভাবশালী ব্যক্তির যুক্ত থাকার সন্ধান সিবিআই (CBI) কি পেয়েছে? আরও প্রভাবশালীর নাম কি সামনে আসছে ? প্রাথমিক দুর্নীতি মামলায় সিবিআইকে প্রশ্ন বিচারপতির।
চাকরি বাতিল হওয়া ২৬৯ জনের মধ্যে ২৬২ জনের নামের তালিকা আদালতে জমা প্রাথমিক শিক্ষা পর্ষদের। ৯ নভেম্বরের মধ্যে মামলায় পার্টি করার নির্দেশ হাইকোর্টের।
৮২ পেলেই যোগ্য। ২০১৪ এবং ২০১৭-র লক্ষাধিক টেট (TET) অনুত্তীর্ণ চাকরিপ্রার্থীকে নিয়োগে অংশগ্রহণের নির্দেশ হাইকোর্টের। প্রযোজ্য হবে সংরক্ষিত বিভাগের চাকরিপ্রার্থীদের জন্যই।
নিয়োগ দুর্নীতি মামলার মধ্যেই ১১ ডিসেম্বর টেট (TET)। পরীক্ষায় বসার আবেদন করলেন ৬ লক্ষ ৯০ হাজার জন। জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০১৭-র থেকে সংখ্যা অনেকটাই বাড়ল।
মেয়ো রোডে চাকরির দাবিতে চাকরিপ্রার্থীদের আন্দোলনের ৬০০ দিন। আন্দোলনকারীদের পাশে বিজেপি, কংগ্রেস, সিপিএম। ধর্না দিলেই চাকরি নয়, প্রতিক্রিয়া ফিরহাদের।
পদ পাইয়ে দিতে আর্থিক প্রতারণার অভিযোগের মধ্যেই জেলা প্রাইমারি কাউন্সিল থেকে অপসারিত করিমপুরের তৃণমূল বিধায়ক। দায়িত্ব জেলাশাসককে।
চাকরির নামে তরুণীকে কুপ্রস্তাবের অভিযোগ। তৃণমূল কংগ্রেসের নির্দেশে পদত্যাগ করতে বাধ্য হলেন দাঁইহাট পুরসভার চেয়ারম্যান।
অনুব্রত মণ্ডলের লটারি রহস্য ঘনীভূত। অনুব্রতকে লটারির টিকিট বিক্রি করিনি। বিস্ফোরক বোলপুরের লটারি বিক্রেতার। কে কিনেছিল ? বোলপুরে হানা সিবিআইয়ের।
পরপর তিনদিন। গরুপাচার মামলায় অনুব্রত কন্যাকে দিল্লিতে ২২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির। ১৮ নভেম্বর অবধি তিহাড় জেলে অনুব্রতর দেহরক্ষী সায়গল।
ডিএ মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য। ডিএ অধিকার, কোটি টাকা ধ্বংস হবে, কটাক্ষ শুভেন্দুর। কেন্দ্র বকেয়া দিলেই পাওনা শোধ, পাল্টা শান্তনু।
বর্তমানের থেকে বেশি ডিএ দিতে গেলে অপ্রত্যাশিত সমস্যা তৈরি হবে। আসতে পারে আর্থিক বিপর্যয়। হাইকোর্টে হলফনামা রাজ্য সরকারের।
স্বচ্ছভাবে করতে হবে পঞ্চায়েত ভোট, ডায়মন্ডহারবারের আমতলায় দলীয় কর্মীদের বার্তা অভিষেকের। সবাইকে নিয়ে কেন চলছেন না ? ধমক বজবজের নেতাকে।
উত্তরবঙ্গ আলাদা রাজ্য হওয়া সময়ের অপেক্ষা। নিশীথ প্রামাণিকের সঙ্গে বৈঠকের পর দাবি অনন্ত রায়ের। সৌজন্য সাক্ষাৎ, প্রতিক্রিয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর।
উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। ডেঙ্গি সংক্রমিত হয়ে বেলেঘাটা আইডি-র প্রশাসনিক কর্তার মৃত্যু। তথ্য চাপার অভিযোগ বিরোধীদের। উত্তরপ্রদেশেও খুব বেশি ডেঙ্গি হচ্ছে, পাল্টা তৃণমূল।
সোনা পাচারের অভিযোগে ২ বছর ধরে তদন্ত চলছে, কেন তাঁদের হয়রানি করা হচ্ছে ? রুজিরা-মেনকা গম্ভীরের মামলায় প্রশ্ন হাইকোর্টের। ডিসেম্বরে শুনানির সম্ভাবনা।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলাকে ধর্ষণ। অভিযোগ জানাতে গিয়ে খড়গপুরে দলীয় অফিসেই গণধর্ষণের অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণে ব্যবস্থা, জানাল পুলিশ।
হামলা হবে জানতাম। গোপন বৈঠকে খুনের পরিকল্পনা চার জনের। পাকিস্তানে হামলার পর বিস্ফোরক ইমরান খান। হামলার প্রতিবাদে ভাঙচুর, অগ্নিসংযোগ, বিক্ষোভ।
WB News Live Updates: বাংলার দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন বিধায়ক অজিত মাইতি
বাংলার দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়। এত অনুদান দেওয়ার পরও যাঁরা তাঁকে কলঙ্কিত করবেন, তাঁদের উচিত শিক্ষা দিতে হবে! মেদিনীপুরের ফেডারেশন হলে পেনশনার্স অ্যাসোসিয়েশনের মঞ্চে এই মন্তব্য করে বিতর্কে জড়ালেন তৃণমূল বিধায়ক অজিত মাইতি। পঞ্চায়েত ভোটের আগে ঘুরিয়ে বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই ইস্যুতে পাল্টা তৃণমূলের কড়া সমালোচনা করেছে বিজেপি।
WB Live Updates: পঞ্চায়েত ভোটের সঙ্গেই হবে হাওড়া-বালি সহ ৭ পুরসভার ভোট
‘পঞ্চায়েত ভোটের সঙ্গেই হবে হাওড়া-বালি সহ ৭ পুরসভার ভোট। সারা বছর নির্বাচন নির্বাচন করলে কাজের ক্ষতি, তাই এই সিদ্ধান্ত,' জানালেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ১৩ অগাস্ট মেয়াদ শেষ হয়েছে ধূপগুড়ি, পাঁশকুড়া, হলদিয়া, বুনিয়াদপুর পুরসভার। মেয়াদ শেষ হয়েছে দুর্গাপুর, নলহাটি, কুপার্স ক্যাম্প পুরসভারও। এখনও বাকি রয়েছে বালি ও হাওড়া পুরসভার ভোটও। মে মাসে মেয়াদ শেষ হয় কালিম্পং, রায়গঞ্জ, ডোমকল, পূজালি, কার্শিয়ং পুরসভার।
Firhad Hakim: লাফালে চুপ থাকব না, পঞ্চায়েত ভোট নিয়ে হুঁশিয়ারি ফিরহাদের
‘শাসক সাপ, আর বিরোধীরা কেঁচো, লাফালে চুপ থাকব না। বীরভূমে গিয়ে পঞ্চায়েত ভোট নিয়ে এবার হুঙ্কার ফিরহাদের। ‘তুমি শান্তি চাইলে, আমরাও শান্তিতে ভোট করতে চাইব। সরকার আমার, সরকার চাইছে শান্তিতে ভোট হোক। কিন্তু তুমি কেঁচো হয়ে লাফাবে, আমি সাপ হয়ে চুপ থাকব, তা হয় না’,
বীরভূমে গিয়ে পঞ্চায়েত ভোট নিয়ে বিরোধীদের হুঁশিয়ারি ফিরহাদের।
Dengue Situation: রাজ্যে ডেঙ্গি সংক্রমণ বৃদ্ধির নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা, আক্রান্ত প্রায় ১০ হাজার ছুঁইছুঁই
রাজ্যে ডেঙ্গি সংক্রমণ বৃদ্ধির নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। চলতি বছরে আক্রান্ত প্রায় ১০ হাজার ছুঁইছুঁই। পরিস্থিতি যখন এতটাই উদ্বেগজনক, মধ্যমগ্রাম ও নিউ ব্যারাকপুর পুর এলাকায় দেখা গেল অপরিচ্ছন্নতার ছবি। বাসিন্দাদের ক্ষোভকে হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি। পরিস্থিতির দিকে নজর রয়েছে, দাবি ২ পুরসভার চেয়ারম্যানের।
WB Live Updates: বিজেপি-র মেদিনীপুর সাংগঠনিক জেলা পার্টি অফিসেই জেলা সহ সভাপতি শঙ্কর গুছাইতকে মারধর
বিজেপি-র মেদিনীপুর সাংগঠনিক জেলা পার্টি অফিসেই জেলা সহ সভাপতি শঙ্কর গুছাইতকে মারধর। গড়বেতা মধ্য মণ্ডলের সভাপতি ঠাকুরদাস মিদ্যার। ঘটনা নিয়ে উত্তেজনা পার্টি অফিসে।