West Bengal News Live: প্রধানমন্ত্রীর বৈঠকে মমতাকে কথা বলতে দেওয়া হয়নি! অভিযোগ তৃণমূলের
Get the latest West Bengal News and Live Updates: আজ উপরাষ্ট্রপতি নির্বাচন, ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত তৃণমূলের। দলের সিদ্ধান্ত জানিয়ে শিশির-দিব্যেন্দুকে চিঠি।
LIVE
Background
আজ উপরাষ্ট্রপতি নির্বাচন (vice president election), ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত তৃণমূলের (TMC)। দলের সিদ্ধান্ত জানিয়ে শিশির-দিব্যেন্দুকে চিঠি। গেলেও দেখতে পাবেন, না গেলেও দেখতে পাবেন, প্রতিক্রিয়া শিশিরের।
দিল্লিতে (Delhi) মোদি-মমতা (modi-mamata) একান্ত বৈঠক (meeting)। প্রায় ৪৫ মিনিট কথা। দ্রুত রাজ্যের বকেয়া ১ লক্ষ ৯৬৮ কোটি টাকা মেটানোর দাবি। সন্ধেয় সাক্ষাৎ রাষ্ট্রপতির সঙ্গে।
একশো দিনের কাজ থেকে মিড ডে মিল। কেন্দ্রকে রাজ্যের বকেয়া ১ লক্ষ ৯৬৮ কোটি মেটানোর দাবি। না হলে উন্নয়ন হবে কী করে? বকেয়ার হিসেব দিয়ে প্রধানমন্ত্রীর (PM) কাছে আবেদন মুখ্যমন্ত্রীর (CM)।
নিয়োগে দুর্নীতিতে (recruitment scam) তোলপাড়ের মধ্যেই মোদি-মমতা বৈঠক। সেটিং-খোঁচা বাম-কংগ্রেসের। দাবি নিয়ে দেখা করলে প্রশ্ন কেন? পাল্টা তৃণমূল। পা ধরলেও কেউ বাঁচবে না, খোঁচা বিজেপির।
মোদির সঙ্গে মমতার একান্ত বৈঠক নিয়েই প্রশ্ন তুললেন সুজন।
পার্থ-অর্পিতাকে (partha chatterjee-arpita mukherjee)১৪ দিনের জেল হেফাজত, নির্দেশ ব্যাঙ্কশাল কোর্টের। প্রেসিডেন্সিতে পার্থ, আলিপুর উইমেন্সে অর্পিতা। জেলে গিয়ে জেরা করতে পারবে ইডি।
জেল হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়। তীব্র কটাক্ষ কুণালের।
অর্পিতাকে ডিভিশন ওয়ান প্রিজনার হিসেবে দেখা হোক। প্রাণহানির আশঙ্কা থাকতে পারে জেলে। পরীক্ষা করে যেন খাবার দেওয়া হয়। আদালতে সওয়াল ইডির আইনজীবীর।
তদন্তে অসহযোগিতা পার্থর। প্রাক্তন শিক্ষামন্ত্রীর আত্মীয় ও অর্পিতার মধ্যে অনন্ত টেক্সফ্যাবের শেয়ার হস্তান্তর। ট্রাস্টির মাধ্যমে সরানো হয় টাকা, আদালতে দাবি ইডির।
পার্থ পালানোর লোক নন। জামিন পেলে বিধায়কপদে ইস্তফার ভাবনা। বলির পাঁঠা করা হচ্ছে পার্থকে। অর্পিতার সঙ্গে কোনও সম্পর্ক নেই। সওয়াল পার্থর আইনজীবীর।
West Bengal News Live: পার্থকে নিয়ে মন্তব্যের জের! কুণাল ঘোষকে ‘সেন্সর’ করল তৃণমূল
কুণাল ঘোষকে ‘সেন্সর’ করল তৃণমূল। পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে মন্তব্যের জেরে ‘সেন্সর’। পার্থর বিষয়ে মুখে লাগাম টানতে নির্দেশ কুণালকে, খবর তৃণমূল সূত্রে। ‘পার্থ চট্টোপাধ্যায় জেলে ঢুকে দেখুন কেমন লাগে’, ‘আমি যেমন বন্দিজীবন কাটিয়েছি, পার্থর ক্ষেত্রেও যেন তেমনই হয়’, গতকাল পার্থ চট্টোপাধ্যায়ের জেল হেফাজতের নির্দেশের পর মন্তব্য করেন কুণাল।
WB News Live Updates: রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীর বৈঠকে বলতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীর বৈঠকে বলতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নন, বাংলার হয়ে বললেন ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশন। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে বৈঠকে ছন্দপতন। মুখ্যমন্ত্রীকে বলতে না দেওয়ার অভিযোগ তৃণমূল নেতৃত্বের। আমন্ত্রণ করেও বাংলাকে অপমান, অভিযোগ তৃণমূলের। রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যপাল-মুখ্যমন্ত্রীদের বৈঠকে তাল কাটল!
West Bengal News Live: পার্ক স্ট্রিটে ভারতীয় জাদুঘরে ফরেন্সিক টিমের সদস্যরা
পার্ক স্ট্রিটে ভারতীয় জাদুঘরে ফরেন্সিক টিমের সদস্যরা। কলকাতা পুলিশের আধিকারিক এবং সিআইএসএফ জওয়ানরাও রয়েছেন। জরুরি বৈঠক চলছে।
WB News Live Updates: বৃষ্টির ঘাটতি কি কমবে? সোম-মঙ্গলে ভারী বৃষ্টির ইঙ্গিত
নিম্নচাপের হাত ধরে কি এবার দক্ষিণে বৃষ্টির ঘাটতি কমবে? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাব পড়বে বাংলা উপকূলেও। সোমবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে, এবং মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়ায়।
West Bengal News Live: চিটফান্ডের টাকা ফেরতকে ঘিরে ওকরাবাড়িতে ধুন্ধুমার, আহত অনেকে
চিটফান্ডের টাকা ফেরতকে কেন্দ্র করে কোচবিহারের দিনহাটার ওকরাবাড়িতে ধুন্ধুমার। দু’পক্ষের সংঘর্ষে একাধিক বাইকে ভাঙচুর। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একাধিক অস্থায়ী দোকান।
আহত হয়েছেন দু’পক্ষের বেশ কয়েকজন।