West Bengal News Live Updates: জাদুঘর শুটআউটের ঘটনায় এল ময়নাতদন্তের রিপোর্ট, সেন্সর ইস্যুতে বিস্ফোরক কুণাল
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: ব্যস্ত শহরে (Kolkata) ফের শ্যুটআউট (Shootout)! বার্স্ট ফায়ারের শব্দে কেঁপে উঠল ভারতীয় জাদুঘর (Indian Museum)। সিআইএসএফ (CISF) ব্যারাকে AK-47 থেকে চলল অন্তত ১৫ রাউন্ড গুলি। সহকর্মীর গুলিতে প্রাণ গেল এক ASI-এর। গুলিবিদ্ধ হলেনে এক অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট। দেড় ঘণ্টার টানটান উত্তেজনা পর গ্রেফতার করা হল হামলাকারী হেড কনস্টেবলকে।
ঘটনাটি ঘটেছে, শনিবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ। জাদুঘরের ভিতর আশুতোষ শতবার্ষিকী হলের কাছে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ Central Industrial Security Force বা CISF-এর ক্যাম্প। ডিউটি শেষ করে সেখানেই জড়ো হয়েছিলেন জওয়ানরা। সূত্রের দাবি, হঠাত্ই AK-47 থেকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন হেড কনস্টেবল অক্ষয়কুমার মিশ্র। তাঁর গুলিতে মৃত্যু হয় CISF’র ASI রঞ্জিতকুমার সারেঙ্গির। গুলিবিদ্ধ হন সুবীর ঘোষ নামে CISF-এর অ্যাসিন্ট্যান্ট কমান্ডান্টকে ভর্তি করা হয়েছে SSKM হাসপাতালে। ঘটনার পরই এলাকায় ছুটে আসে পুলিশ ও বিপর্যয়য় মোকাবিলা বাহিনী। আসেন কলকাতা পুলিশের কমিশনার। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। প্রায় দেড় ঘণ্টার টানটান উত্তেজনা চলার পর, রাত ৮টা নাগাদ অভিযুক্তকে ধরে ফেলে পুলিশ।
এক সেন্ট্রির কাছ থেকে রাইফেল ছিনিয়ে পরপর অন্তত ১৫ রাউন্ড গুলি চালিয়েছেন CISF-এর হেড কনস্টেবল। প্রায় দেড় ঘণ্টার ‘অপারেশন মোজো’য় বাগে আনা হল হামলাকারীকে। কেন এভাবে গুলি চালালেন অভিযুক্ত? তদন্তে লালবাজার।
শনিবারের শহরে হাড়হিম করা ঘটনা! সহকর্মীর এলোপাথাড়ি গুলিতে নিহত CISF-এর এক ASI। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন জাদুঘরের কর্মীরা। পার্কস্ট্রিটের এই ঘটনা মনে করিয়ে দিয়েছে দু’মাস আগে পার্কসার্কাসের গুলির ঘটনা।
সেটিং-মন্তব্য নিয়ে মুখ খুললেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। দলীয় বিধায়কের মন্তব্যে ক্ষোভপ্রকাশ করেছেন বিজেপির অনেকেই। কটাক্ষ করেছে তৃণমূলও। যদিও, তিনি এই ধরনের কোনও মন্তব্যই করেননি বলে দাবি তাপসী মণ্ডলের।
West Bengal News Live Updates: আজাদগড়ে সিবিআই তদন্ত চেয়ে কাল হাইকোর্টে যাচ্ছে মৃতের পরিবার
সিবিআই তদন্ত চেয়ে কাল হাইকোর্টে যাচ্ছে পরিবার। আজাদগড়ে মৃত যুবকের বাড়িতে বিরোধী দলনেতা। মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর। 'পুলিশের মারে মৃত্যু ভাইয়ের, পুলিশ কী তদন্ত করবে? পুলিশ বেরনোর ফুটেজ দেখাচ্ছে, থানায় ঢোকার ফুটেজ কেন প্রকাশ্যে আনছে না?' পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আজাদগড়ের মৃত যুবকের পরিবারের। যুবকের বাড়িতে গেল লালবাজারের একটি দল।
WB News Live Updates: গল্ফগ্রিনেকাণ্ডে মৃতের পরিবারের সঙ্গে দেখা করলেন শুভেন্দু
গল্ফগ্রিনেকাণ্ডে মৃতের পরিবারের সঙ্গে দেখা করলেন শুভেন্দু। সিবিআই তদন্ত চেয়ে আগামীকাল হাইকোর্টে যাচ্ছে পরিবার।
West Bengal News Live Updates: সিবিআই দফতরে অনুব্রত-র হাজিরা দেওয়া নিয়ে অনিশ্চয়তা
গরুপাচার মামলায় সোমবার কি সিবিআই দফতরে হাজিরা দেবেন অনুব্রত মণ্ডল। রবিবার রাত পর্যন্ত কাটল না ধোঁয়াশা। এ দিন যদি বোলপুর থেকে চিনার পার্কে এসে পৌঁছেছেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত, কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দাদের সামনে তাঁর হাজিরা দেওয়া নিয়ে অনিশ্চয়তা কাটছে না। কারণ এখনও পর্যন্ত হাজিরা দেওয়া নিয়ে কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি বলে জানিয়েছেন অনুব্রতর আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা।
WB News Live Updates: ঝাড়খণ্ডের তদন্ত ইস্যুতে বিস্ফোরক সুজন
কলকাতায় এসে কেন্দ্রীয় বাহিনীকে যেভাবেকলকাতা পুলিশের বাধার মুখে পড়তে হয়, সেভাবেই অসমে সিআইডি-কে বাধার মুখে পড়তে হয়, যেভাবে তৃণমূল চলে-সেভাবেই বিজেপি চলে, ঝাড়খণ্ডের তদন্ত ইস্যুতে বিস্ফোরক সুজন চক্রবর্তী।
West Bengal News Live Updates: পার্থ-র ষড়যন্ত্রের দাবি নিয়ে মুখ খুললেন মদন
ষড়যন্ত্রের কথা বলায় আগেই সতীর্থদের তোপের মুখে পড়েছেন তিনি। এ বার পার্থ চট্টোপাধ্যায়ের ষড়যন্ত্রের দাবি নিয়ে মুখ খুললেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রও । তাঁর মতে, বার বার হেঁয়ালি না করে আসল সত্য প্রকাশ করে দেওয়া উচিত পার্থর। মদনের মতে আজ না হোক কাল, আসল সত্য বেরিয়ে আসবেই। তাই গুরুত্ব দিয়ে পরিস্থিতি বোঝা উচিত পার্থর। টাকা কোথা থেকে এল বলে দেওয়া উচিত।