West Bengal News Live: সক্রিয় মৌসুমী অক্ষরেখা, দোসর ঘূর্ণাবর্ত! আগামী ৩ দিন রাজ্যজুড়ে বৃষ্টি
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর
LIVE
Background
কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে রাজ্যজুড়ে তৃণমূলের ধর্না কর্মসূচি। রাজনৈতিক কারণে বাংলাকে বঞ্চিত করছে মোদি সরকার, আক্রমণ ফিরহাদের (Firhad Hakim)। চোরেরা ধরনায়, পাল্টা শুভেন্দু।
তৃণমূলের (TMC) ধর্না কর্মসূচিতে তৃণমূলেই গোষ্ঠীদ্বন্দ্ব। বাঁকুড়ার খাতরায় দলের ব্লক সভাপতিকে বেধড়র মারধর, অভিযোগ খাদ্য প্রতিমন্ত্রীর অনুগামীদের বিরুদ্ধে। অন্যায় করেছে, প্রতিক্রিয়া জ্যোৎস্না মান্ডির।
বিজেপির (BJP) কর্মীরা অবস্থানে সামিল হোন, আহ্বান ফিরহাদের। তৃণমূলের ধর্না কর্মসূচিতে সটান হাজির গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক। বঞ্চনায় একমত, আলোচনা করুক কেন্দ্র-রাজ্য, পরামর্শ বিধায়কের।
তৃণমূলের কর্মসূচির পাল্টা নারী নির্যাতনের প্রতিবাদে শ্যামবাজারে মিছিল বিজেপির। বারুইপুরে মিছিল ডিওয়াইএফআই-এর। মণিপুরের দিকে তাকাক, পাল্টা তৃণমূল।
জয়ী বিরোধী প্রার্থীদের অপহরণ রুখতে মুখ্যমন্ত্রীকে চিঠি অধীরের। নির্বাচনে জেতার এটা কোনও সভ্য উপায় ? প্রশ্ন অধীরের। এরকম ঘটলে ব্যবস্থা নেবেন মুখ্যমন্ত্রী, আশ্বাস তাপস রায়ের।
সুপ্রিম স্থগিতাদেশ-নির্দেশের পর রাহুল গাঁধীকে সংসদে দ্রুত ফেরানোর দাবি কংগ্রেস-তৃণমূলের। বিলম্ব অন্যায়, মত কংগ্রেস নেতা বেণুগোপালের। বিলম্ব অবজ্ঞার সামিল, প্রতিক্রিয়া মহুয়া মৈত্রের।
লোকসভা ভোটের আগে শনিবার কোলাঘাটে পূর্বাঞ্চলীয় পঞ্চায়েত কর্মশালায় যোগ দিতে আসছেন জেপি নাড্ডা। ভার্চুয়ালে যোগ দেবেন প্রধানমন্ত্রী। গুরুত্বে নারাজ তৃণমূল।
বঙ্গ বিজেপির সাংগঠনিক জেলায় রদবদল, সাংগঠনিক জেলা বেড়ে ৪৩টি। ১৩টি সাংগঠনিক জেলায় সভাপতি পদে নতুন মুখ। আদি সরিয়ে নব্যদের জায়গা, কটাক্ষ তৃণমূলের।
ভাঙড়-কাশীপুর-কলকাতা লেদার কমপ্লেক্স থানা ভেঙে ৯টি থানার প্রস্তাব কলকাতা পুলিশের। নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায় তৃণমূল, কটাক্ষ শুভেন্দুর। আইনশৃঙ্খলার স্বার্থেই সিদ্ধান্ত, পাল্টা শান্তনু।
বাংলার দুই শত্রু, দুর্নীতি আর হিংসা। অ্যান্টি করাপশন সেলের পর পিস ট্রেন। কলকাতা থেকে দার্জিলিং, রেলমন্ত্রীকে পিস ট্রেন চালানোর অনুরোধ রাজ্যপালের। বিজেপির দালালি। পাল্টা কুণাল।
নবগ্রামে পুলিশ লকআপে যুবকের মৃত্যু। সাসপেন্ডেড নবগ্রাম থানার ওসি ও সাব ইন্সপেক্টরকে গ্রেফতারের দাবি, খুনের মামলা দায়ের নিহতের পরিবারের। মৃতের বাড়িতে তৃণমূল বিধায়ক।
পথ দুর্ঘটনায় শিশু মৃত্যুর পর ফিরল হুঁশ। বেহালায় ব্যারিকেড, ড্রপগেট। রাস্তা পারাপারের সময় পুলিশের নজরদারি।
বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থার আরও উন্নতি। আপাতত সংক্রমণ-মুক্ত হওয়ায় বন্ধ করা হল অ্যান্টিবায়োটিক। ২ দিন পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা।
WB News Live: ভাঙড়ে তৃণমূলে যোগ ISF সমর্থিত জয়ী নির্দলের
নৌশাদ সিদ্দিকির বিরুদ্ধে ভোটে জয়ের শংসাপত্র আটকে রাখার অভিযোগে তুলেছিলেন। তার ২৪ ঘণ্টার মধ্যে, তৃণমূলে যোগ দিলেন ভাঙড়ের ISF সমর্থিত জয়ী নির্দল প্রার্থী। গোষ্ঠীদ্বন্দ্বের কারণে নির্দল হিসেবে ভোটে লড়াই, দাবি নির্দল প্রার্থীর। পুরনো কর্মী, আলোচনা করেই দলে ফেরানোর সিদ্ধান্ত, মন্তব্য সওকত মোল্লার।
West Bengal News Live: 'নিয়োগে মন্ত্রীর ভূমিকা নেই, মুখ্যসচিব রিপোর্ট করেন মুখ্যমন্ত্রীকে', আদালতে বললেন পার্থ
এসএসসি-তে নিয়োগের দায় ফের অস্বীকার জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের। 'নিয়োগে মন্ত্রীর ভূমিকা নেই, মুখ্যসচিব রিপোর্ট করেন মুখ্যমন্ত্রীকে', আলিপুর আদালতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের
WB News Live: স্বাভাবিক রয়েছেন প্রাক্তন মুখ্য়মন্ত্রী, ছাড়ার প্রস্তুতি শুরু
বুধবার হাসপাতাল থেকে ছাড়া হবে বুদ্ধদেব ভট্টাচার্যকে। সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। ফুসফুসের কর্মক্ষমতা বাড়াতে চলছে চেস্ট ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন। বাড়ি ফিরলেও চলবে সেই প্রক্রিয়া। বাড়িতেও বাইপ্যাপ সার্পোটে থাকতে হবে তাঁকে।
West Bengal News Live: সক্রিয় মৌসুমী অক্ষরেখা, দোসর ঘূর্ণাবর্ত! আগামী ৩ দিন রাজ্যজুড়ে বৃষ্টি
সক্রিয় মৌসুমী অক্ষরেখা, দোসর বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত। আগামী ৩ দিন রাজ্যজুড়ে চলবে বৃষ্টি। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আজ ও কাল বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলায়। উত্তরবঙ্গের উপরের ৫ জেলাতেও চলবে ভারী বৃষ্টি। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি, জানাল আবহাওয়া দফতর।
WB News Live: পথ দুর্ঘটনায় ৭ বছরের পড়ুয়ার মৃত্যুর পর, খুলল বেহালার বড়িশা স্কুল
পথ দুর্ঘটনায় ৭ বছরের পড়ুয়ার মৃত্যুর পর, খুলল বেহালার বড়িশা স্কুল। ডায়মন্ড হারবার রোডে চৌরাস্তা মোড়ে কড়া হাতে যানশাসন ও পথচারীদের নিরাপত্তায় তৎপর পুলিশ। প্রশাসন আগে সতর্ক হলে এ ধরনের ঘটনা ঘটত না, আক্ষেপ অভিভাবকদের। এদিনও স্কুলের সামনে বেপরোয়া লরি আটকায় পুলিশ।