West Bengal News Live Updates:ইউনূস শপথ নেওয়ার পরেই সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করার বার্তা মোদির
Get the latest West Bengal News Highlights: শহর থেকে জেলা, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
সেনার অধীনেও বাংলাদেশে হিংসা। ঢাকা মেডিক্যালে লাশের সতূপ! কিশোরগঞ্জে খুন আওয়ামি লিগ সমর্থক। হাসিনার দলের ৩০ জনের দেহ উদ্ধার।
বাংলাদেশে অবাধে লুঠতরাজ। কাশিমপুর ও কুষ্টিয়ায় জেল ভেঙে পালাল আড়াইশ বন্দি। পাল্টা সেনার গুলিতে ৩ জঙ্গি-সহ মৃত ৬। কুমিল্লায় খুন ২ পুলিশকর্মী।
ঢাকায় আইনজীবী সমিতির কার্যালয় ভাঙচুর, বঙ্গবনধু কর্ণারে আগুন, মুজিবর ও হাসিনার ছবিতে অগ্নিসংযোগ। সংবাদমাধ্যমের অফিসে ভাঙচুর। ময়মনসিংহে জাদুঘরে আগুন।
আজ সন্ধেয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে শপথ নিতে পারেন মহম্মদ ইউনূস। হিংসা আমাদের শত্রু, দয়া করে শত্রু তৈরি করবেন না। বার্তা নোবেলজয়ীর।
'নতুন বাংলাদেশ গড়তে হলে আওয়ামি লিগ ছাড়া সম্ভব নয়' বার্তা শেখ হাসিনার পুত্র।
খালেদা জিয়ার জেলমুক্তির পর ঢাকায় নয়াপল্টনে বিশাল জনসমাবেশ বিএনপির। স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, বার্তা প্রাক্তন প্রধানমন্ত্রীর। সবার নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, বার্তা খালেদার ছেলের।
হাসিনা দেশ ছাড়তেই মন্ত্রিসভার সদস্যদের খোঁজে গোয়েন্দারা। তল্লাশি হাসিনা-ঘনিষ্ঠ আত্মীয়দের বাড়িতে। গ্রেফতার একাধিক মন্ত্রী, দেশ ছাড়ছেন অনেকে।
হাসিনা-ঘনিষ্ঠদের খোঁজে তল্লাশি
বাংলাদেশে অশান্তি, এপারে পালিয়ে আসার চেষ্টা। জলপাইগুড়িতে আটকানো হল প্রায় ১২০০ বাংলাদেশিকে। সীমান্তে হাই অ্যালার্ট। বাড়ানো হয়েছে নজরদারি। জানাল বিএসএফ।
রাজ্য মন্ত্রিসভায় পরিবর্তন। কারা দফতর মুখ্যমন্ত্রীর হাতে। তিন মন্ত্রীকে অতিরিক্ত দায়িত্ব। সেচে মানস, চন্দ্রিমাকে পরিবেশ, শিল্প পুনর্গঠন বাবুলের। গোলাম রব্বানি পেলেন অচিরাচরিত শক্তি।
মাত্র ১০০ গ্রাম ওজন বেশি, অলিম্পিক্স ফাইনালে ডিসকোয়ালিফাই বিনেশ ফোগত। সিদ্ধান্তের বিরুদ্ধে সিএএসে আবেদন, আজই রায়। পক্ষে গেলে যুগ্ম রুপো জয়ের সম্ভাবনা।
ভারতীয় অলিম্পিক সংঘ আন্তর্জাতিক কুস্তি সংঘের বিরোধিতা করেছে। সংসদে বিবৃতি ক্রীড়ামন্ত্রীর। আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। বিনেশকে সান্ত্বনা নরেন্দ্র মোদির।
রাজ্যে ফের ভোট। সিতাই, মেদিনীপুর, নৈহাটি, মাদারিহাট, হাড়োয়া, তালডাংরা। সেপ্টেম্বরে ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের সম্ভাবনা। কমিশন সূত্রে খবর।
রেশন দুর্নীতিকাণ্ডে ৪ চালকলের ৩৬ কর্মীর নামে অ্যাকাউন্ট খুলে টাকা নয়ছয়। তৃণমূল ব্লক সভাপতি ও তাঁর দাদাকে জেরা করে অনুমান ইডির।
WB News Live Updates: প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ৮০ বছর বয়সে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ প্রাক্তন মুখ্যমন্ত্রীর। দীর্ঘদিন ধরেই ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন তিনি। গতকাল থেকেই শারীরিক অবস্থার অবনতি। ২০০০ থেকে ২০১১ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য।
hockey olympics 2024: টোকিওর পর ফের প্যারিস অলিম্পিক্সে হকিতে ব্রোঞ্জ ভারতের
টোকিওর পর ফের প্যারিস অলিম্পিক্সে হকিতে ব্রোঞ্জ ভারতের। টিম ইন্ডিয়ার হাত ধরে এল চতুর্থ পদক। স্পেনকে ২-১ এ হারিয়ে ব্রোঞ্জ জয় ভারতের। এক গোলে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন। জোড়া গোল করে নায়ক ক্যাপ্টেন হরমনপ্রীত সিংহ। এই সাফল্যের পর ভারতীয় হকি দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। হকিতে পদকজয়ের পর দেশজুড়ে উৎসবের আমেজ।
PM Modi: ইউনূস শপথ নেওয়ার পরেই সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করার বার্তা মোদির
'নতুন দায়িত্ব পাওয়ার মহম্মদ ইউনূসকে শুভেচ্ছা। আশা করি বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে। সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত হোক। দুই দেশের শান্তি, সুরক্ষা ও উন্নয়নের জন্য বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করবে ভারত', এক্স হ্যান্ডলে পোস্ট ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির
WB News Live Updates: বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে আগামীকাল বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন না কলকাতা হাইকোর্টের আইনজীবীরা
বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে আগামীকাল বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন না কলকাতা হাইকোর্টের আইনজীবীরা। কোনও মামলার ক্ষেত্রে আইনজীবীরা অনুপস্থিত থাকলে বিচারপতিরা যেন সেই মামলার শুনানি না করেন, এই অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টি শিবজ্ঞানমকে প্রধান বিচারপতিকে চিঠি কলকাতা হাইকোর্টের আইনজীবী সংগঠন বার এসোসিয়েশনের
West Bengal News LIVE Updates: বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে স্মৃতিচারণা স্কুলের বর্তমান প্রধান শিক্ষক চিরঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের
দমদমের শেঠবাগান আদর্শ বিদ্যামন্দির ফর বয়েজ বিদ্যালয়ে প্রায় তিন বছর শিক্ষকতা করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। ১৯৬৮ সালের মার্চ মাসে বাংলার শিক্ষক হিসাবে বিদ্যালয়ে যোগদান করেন। মাসিক বেতন ছিল ২২০ টাকা। ১৯৭১ সালের শুরু পর্যন্ত তিনি শিক্ষকতা করেছিলেন। শিক্ষক হিসেবে ছাত্রদের কাছে যথেষ্ট গ্রহণযোগ্য ছিলেন বুদ্ধবাবু। স্মৃতিচারণা স্কুলের বর্তমান প্রধান শিক্ষক চিরঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের।