West Bengal News Live : রবিবার কোজাগরী লক্ষ্মীপুজো, চড়া বাজার
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন আপনার জেলার সমস্ত খবরের আপডেট
LIVE
Background
জেনে নিন আজকের শিরোনাম।
- দশমীর দিন বান্ধবীর বাড়িতে গিয়ে নিখোঁজ হরিদেবপুরের যুবক। মৃতদেহ উদ্ধার মগরাহাটে। পুলিশের ভূমিকায় প্রশ্ন পরিবারের। অবশেষে খুনের মামলা রুজু পুলিশের। গ্রেফতার বান্ধবী-সহ ৩।
- যুবক খুনে ধুন্ধুমার। ক্ষোভে ফুঁসছে হরিদেবপুর। অভিযুক্ত বান্ধবী ও প্রতিবেশীর বাড়ি ভাঙচুর স্থানীয়দের।
- হরিদেবপুরকাণ্ডে পুলিশের ভূমিকায় ক্ষোভ মৃতের পরিবারের। (মা- কেউ আসেনি, আত্মীয়- পুলিশ বলে নিজেরা খুঁজুন।
- বাগুইআটিকাণ্ডের ছায়া হরিদেবপুরে। একদিন আগে দেহ উদ্ধার। মগরাহাট থেকে ছবি-তথ্য কলকাতায় এলেও সনাক্তে কেন দেরি? ফের সমন্বয়ের অভাব? উঠছে প্রশ্ন।
- হরিদেবপুরের পর হুগলির চাঁপদানি। বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে নিখোঁজ যুবক। দিল্লি রোডের ধারে উদ্ধার দেহ। ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে খুন? তদন্তে পুলিশ।
- মুরারিপুকুরে ব্যবসায়ীর রহস্যমৃত্যু। বন্ধ বরফকলে উদ্ধার দেহ। খুনের অভিযোগ স্ত্রীর। ইমারতি দ্রব্য সরবরাহ নিয়ে সিন্ডিকেট বিবাদেই কি খুন? তদন্তে পুলিশ।
- পরিকল্পনা ছাড়াই নদীর গতি পরিবর্তনের অভিযোগ। সেচ দফতর-মালবাজার পুরসভার গাফিলতিতে চলে গেল ৮টি প্রাণ। থানায় অভিযোগ স্বজনহারা পরিবারের।
- নদীর জলে শোলার মতো ভেসে যাচ্ছে মানুষ! নিজের প্রাণের তোয়াক্কা না করে অনেককে বাঁচিয়ে মহম্মদ মানিক যেন মালবাজারের দেবদূত।
- আজ রেড রোডে কার্নিভাল। চাকরিপ্রার্থীদের ধর্নায় না বসার নির্দেশ ময়দান থানার। পুলিশের আবেদনে সাড়া আন্দোলনকারীদের। আজ বাদ দিয়ে রবিবার থেকে ফের অবস্থান।
- পুজোর পরেও আঁধার। ৫৭২ দিনে এসএসসি-র চাকরিপ্রার্থীদের আন্দোলন। ধর্নামঞ্চে অসুস্থ ১।
- গরুপাচার মামলায় গ্রেফতারির ৫৭ দিন পর অনুব্রতর নামে ৩৫ পাতার চার্জশিট সিবিআইয়ের। কোটি কোটি প্রোটেকশন মানি নিয়ে পাচারকারীদের জন্য সেফ প্যাসেজের ব্যবস্থা, উল্লেখ চার্জশিটে।
WB Live Updates: রবিবার কোজাগরী লক্ষ্মীপুজো, চড়া বাজার
ছুটির রবিবারে কোজাগরী লক্ষ্মীপুজো। চড়া বাজার। বাংলার ঘরে ঘরে ধন-সম্পত্তির দেবীর পুজো। আরাধনায় সেলিব্রিটিরা।
WB Live News: প্রায় ৪৮ ঘণ্টা পর উদ্ধার সিউড়ির নিখোঁজ বালক
প্রায় ৪৮ ঘণ্টা পর, উদ্ধার সিউড়ির নিখোঁজ বালক। পুলিশ সূত্রে খবর, গতকাল সিউড়ি থেকে ১০-১২ কিলোমিটার দূরে পাথরচাপুড়ি গ্রামে ৮ বছরের ওই বালককে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এক পরিচিত মহিলা বালককে দেখে চিনতে পারেন। আজ সকালে তিনিই ওই বালককে বাড়ি পৌঁছে দেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা নাগাদ নিখোঁজ হয়ে যায় ৮ বছরের বালক। পুলিশের তরফে ড্রোন উড়িয়ে তল্লাশির পরেও মেলেনি খোঁজ। অবশেষে পরিচিত মহিলার হাত ধরে ঘরে ফেরে বালক। কীভাবে নিখোঁজ হল, তা জানতে জিজ্ঞাসাবাদ করছে সিউড়ি থানার পুলিশ।
WB Live Updates: এখন থেকেই টাকার বিনিময়ে পঞ্চায়েতে প্রার্থী পদ বিলির অভিযোগ! বেলডাঙায় তৃণমূলে তুমুল অন্তর্কলহ
এখন থেকেই টাকার বিনিময়ে পঞ্চায়েতে প্রার্থী পদ বিলির অভিযোগ! মুর্শিদাবাদের বেলডাঙায় তৃণমূলে তুমুল অন্তর্কলহ। ব্লক সভাপতির অপসারণ চেয়ে দলীয় বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূলের নেতাকর্মীরা। টাকার বিনিময়ে পদ বিলি নিয়ে একে অপরকে দোষারোপ। তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা।
WB Live News: পুজোয় ৫০ হাজার কোটির ব্য়বসা, দাবি ফিরহাদের
দুর্গাপুজোয় বাংলার অর্থনীতি চাঙ্গা। ৫০ হাজার কোটির ব্যবসা। দাবি রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিমের।
Durga Puja Carnival: পুর কর্মীদের ধন্যবাদ না জানানোয় ক্ষোভ, কার্নিভালের মঞ্চ ছাড়লেন বর্ধমান পুরসভার চেয়ারম্যান
পুরসভা ও পুর কর্মীদের ধন্যবাদ না জানানোয়, ক্ষোভ প্রকাশ করে পুজো কার্নিভালের মঞ্চ ছাড়লেন বর্ধমান পুরসভার চেয়ারম্যান। বিতর্ক শুরু হতেই পুরসভাকে ধন্যবাদ জানিয়েছেন জেলা শাসক।