West Bengal News Live Updates : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি, মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা : রাজ্যে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি। দক্ষিণ আন্দামান সাগরে গভীর নিম্নচাপ। আজ ঘূর্ণিঝড়ে পরিণত হবে গভীর নিম্নচাপ (Depression)। মঙ্গলবার ঘূর্ণিঝড় ‘অশনি’ এগোবে ওড়িশা উপকূলের (Odisha Coast) দিকে। বুধবার থেকে শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি।
ফের আবৃত্তি জগতে নক্ষত্র পতন। প্রয়াত বাচিকশিল্পী পার্থ ঘোষ (Partha Ghosh)। বয়স হয়েছিল ৮৩ বছর। ৮ মাস আগে মৃত্যু হয় স্ত্রী গৌরী ঘোষের। পরিবার সূত্রে খবর, কয়েকদিন আগে হাওড়ার (Howrah) বেসরকারি হাসপাতালে ভর্তি হন পার্থ ঘোষ। গলায় অস্ত্রোপচার হয় প্রবীণ বাচিকশিল্পীর। তারপর সুস্থই ছিলেন। আজ ভোরে কার্ডিয়াক অ্যারেস্ট হয়। নিয়ে যাওয়া হয় আইসিইউ-তে। সেখানেই সকাল ৭টা ৩৫ মিনিটে জীবনাবসান হয় পার্থ ঘোষের। প্রয়াত বাচিকশিল্পী পার্থ ঘোষকে রবীন্দ্র সদনে শেষশ্রদ্ধা জানানো হয়।
শহরের ৩৮টি রাস্তার শ্রী ফেরাতে এবার সার্বিক মেরামতির কাজে হাতে নিচ্ছে কলকাতা পুরসভা। একইসঙ্গে অর্থ দফতরের অনুমোদন পেলে শহরের ৯টি বড় রাস্তায় মেকানাইক ম্যাস্টিক অ্যাসফল্টামের কাজেও খুব শীঘ্রই হাত দেওয়া হবে বলে পুরসভা সূত্রে খবর।
হাজার পেরোল রান্নার গ্যাসের দাম, কেন্দ্রকে নিশানা মমতার। ‘জ্বালানি তেল, এলপিজির দাম বাড়িয়ে আর দেশবাসীকে যন্ত্রণা দেবেন না, অবিলম্বে দেশবাসীকে কষ্ট দেওয়া বন্ধ করুন’। গ্রেট ইন্ডিয়া লুঠ, ট্যুইটে মোদি সরকারকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
২০২৩-এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা। সেই ভোটে প্রার্থী কে হবেন, তা নিয়ে এখনই তৃণমূলের অন্দরে বেঁধেছে অশান্তি। অভিযোগ, পার্টি অফিসের মধ্যেই হাতাহাতি বাধে তৃণমূলের দুই পক্ষের মধ্যে। আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার চৌবেড়িয়া।
অন্যদিকে, ফের বন্যার ত্রাণের টাকা নয়ছয়ের অভিযোগ উঠল মালদায়। কাঠগড়ায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের স্বামী, উপপ্রধান-সহ একাধিক তৃণমূল নেতা। অভিযোগ, টাকা ঢুকেছে বিজেপি পঞ্চায়েত সদস্যের অ্যাকাউন্টেও। অভিযোগের পরপরই টাকা ফিরতে শুরু করেছে সরকারি তহবিলে।
WB News Live Updates: গ্যাসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আলুর দাম
গ্যাসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আলুর দাম। কলকাতার বাজারে চন্দ্রমুখী আলু পৌঁছে গেছে ৪০ টাকায়। জ্যোতির দাম ৩০ টাকা। একমাসে ১৫ টাকা দাম বেড়েছে আলুর। যদিও টাস্কফোর্সের আশ্বাস ১০ দিনের মধ্যে দাম কমবে।
West Bengal News Live Updates: মগরাহাট শ্যুটআউটকাণ্ডে গ্রেফতার ২
দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট শ্যুটআউটকাণ্ডে গ্রেফতার ২। ভুবনেশ্বরের হোটেল থেকে ২ জনকে পাকড়াও করে পুলিশ। কী কারণে খুন? কোথা থেকেই বা অস্ত্র পেল খুনে অভিযুক্ত মানোয়ার? উত্তর খুঁজছে পুলিশ।
WB News Live Updates: কলকাতায় চালু হচ্ছে সিএনজি-চালিত বাস
কয়েকদিনের মধ্যেই কলকাতার রাস্তায় নামতে চলেছে সিএনজি-চালিত বাস। আপাতত উল্ডোডাঙা থেকে সাপুরজি পর্যন্ত চালু হবে এই পরিষেবা। নিউটাউনের কাছে সিএনজি রিফিল সেন্টার থাকায় এই রুটে বাস চালানোর পরিকল্পনা।
West Bengal News Live Updates: স্বাস্থ্য দফতরের প্রশাসনিক পরিকাঠামোয় বদল
স্বাস্থ্য দফতরের প্রশাসনিক পরিকাঠামোয় বদল আনল রাজ্য সরকার। স্বাস্থ্য অধিকর্তাকে মাথায় রেখেই তাঁর কাজের দায়িত্ব ভাগ করে দেওয়া হল তিন অধিকর্তার মধ্যে। স্বাস্থ্য দফতর সূত্রে দাবি, আরও ভাল পরিষেবা ও কাজে গতি আনার লক্ষ্যেই এই প্রশাসনিক সংস্কার। মানতে নারাজ প্রাক্তনদের একাংশ।
WB News Live Updates: ধুলিয়ানে টাউন তৃণমূল সভাপতির বাড়িতে বিক্ষোভ
আবাস যোজনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশবই, চেকবই, এটিএম কার্ড আটকে রাখার অভিযোগ। মুর্শিদাবাদের ধুলিয়ানে টাউন তৃণমূল সভাপতির বাড়িতে বিক্ষোভে সামিল হলেন বেশ কয়েকজন উপভোক্তা। বিক্ষোভকারীদের পাশে ছিলেন কংগ্রেস কাউন্সিলরও। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।