West Bengal News Live Updates: বাড়িতে মিলল বস্তা ভর্তি আধার কার্ড
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কেন্দ্রের (Centre) বিরুদ্ধে বঞ্চনার (Deprivation) অভিযোগে এবার চিঠি হুঁশিয়ারি অভিষেকের (Abhishek Banerjee)। পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর (Suvendu Adhikari)।
রেড রোডে (Red Road) মমতার (CM Mamata Banerjee) মঞ্চ তৈরি থেকে শহিদ মিনারে অভিষেকের সভাস্থল পরিষ্কার। সরকারি অর্থ খরচ কেন? পূর্ত দফতরকে নিশানা শুভেন্দুর। নজর ঘোরানোর চেষ্টা, পাল্টা কুণাল।
বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলে ফিরতে় দণ্ডি কাটানোর অভিযোগ। দক্ষিণ দিনাজপুরের তপনে এসপি অফিসের সামনে বিক্ষোভ বিজেপির।
রাজীব, অর্জুনরাও বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন, দণ্ডি কাটেননি তো? প্রশ্ন দিলীপের। মানবাধিকার লঙ্ঘিত, প্রতিক্রিয়া বামেদের। মধ্যযুগীয় বর্বরতা, বলল কংগ্রেস। অস্বীকার শাসকদলের।
মহিলাদের পোশাক নিয়ে ফের বিতর্কিত মন্তব্য কৈলাস বিজয়বর্গীর। তীব্র নিন্দা বিরোধীদের।
রামনবমীর মিছিল ঘিরে অশান্তি। মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত অনুসন্ধান কমিটিকে রিষড়া যেতে বাধা। ১৪৪ ধারা দেখাল পুলিশ।
এবার পঞ্চায়েত ভোটে ডাক্তারদের তৃণমূলের হয়ে প্রচারের অনুরোধ নির্মল মাজির। কটাক্ষ বিরোধীদের।
শুভেন্দুর সভার আগে নন্দীগ্রাম বিজেপিতে বিদ্রোহ। কমিটি নিয়ে প্রশ্ন তুলে মণ্ডল সভাপতির ইস্তফা। প্রভাব পড়বে না, দাবি নেতৃত্বের। আগে দল সামলাক, খোঁচা তৃণমূলের।
কেষ্টহীন বীরভূমে ফের তৃণমূলে ভাঙন। ১৫০ পরিবার যোগ দিলেন কংগ্রেসে। ভাঙন বিজেপিতেও। রামপুরহাটে সিপিএমে এলেন শতাধিক পরিবার।
West Bengal Live Updates: বাড়িতে মিলল বস্তা ভর্তি আধার কার্ড
বাড়িতে মিলল বস্তা ভর্তি আধার কার্ড, গ্রেফতার তিলজলার পোস্ট অফিসের এক অস্থায়ী কর্মী।কিছু পরিচয়পত্র পুড়িয়ে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ প্রতিবেশীদের। পঞ্চায়েত ভোটে কারচুপির জন্য তৃণমূলের মদতেই বাড়িতে অন্যের পরিচয়পত্র জড়ো করেছিলেন অভিযুক্ত, দাবি বিজেপির। ঘটনায় দলীয় যোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।
West Bengal News Live: বাগনানের চন্দ্রপুরে বন্ধ প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন
বাগনানের চন্দ্রপুরে বন্ধ প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন। ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে প্লাস্টিক কারখানার আগুন। ২০২২ সালের ১ মার্চ থেকে বন্ধ রয়েছে কারখানা। শর্ট সার্কিট থেকে কারখানার প্লাস্টিক বর্জ্যতে আগুন, অনুমান দমকলের।
West Bengal Live Updates: পার্থ চট্টোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্রে এবার বিশ্ববিদ্যালয়ের ওএমআর শিট!
এবার পার্থ চট্টোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্রে এবার বিশ্ববিদ্যালয়ের ওএমআর শিট! চুড়িদারের প্যাকেট খুলতেই বেরোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওএমআর শিট!
West Bengal News Live: শেষপর্যন্ত বউবাজার টপকে এসপ্লানেড স্টেশনে পৌঁছল মেট্রোর রেক
শেষপর্যন্ত বউবাজার টপকে এসপ্লানেড স্টেশনে পৌঁছল মেট্রোর রেক। রবিবার ট্রায়াল রানের জন্য শিয়ালদা থেকে এসপ্লানেড স্টেশনে আনা হয় মেট্রোর ২টি রেক। ইস্ট-ওয়েস্ট মেট্রোর বউবাজারের বিপর্যস্ত অংশের সংস্কারের কাজ এখনও শেষ হয়নি। বিদ্যুৎ সংযোগও নেই। তাই মেট্রোর রেক ২টিকে ম্যানুয়েল পদ্ধতিতে টেনে এসপ্লানেড স্টেশনে নিয়ে যাওয়া হয়।
-West Bengal Live Updates: অনুব্রতহীন বীরভূমে দাঁড়িয়ে অনুব্রতকে নিশানা শুভেন্দু অধিকারীর
অনুব্রতহীন বীরভূমে দাঁড়িয়ে অনুব্রতকে নিশানা শুভেন্দু অধিকারীর। ‘কোথায় বীরভূমের বীর কেষ্ট মণ্ডল? চড়াম চড়াম থেকে নকুলদানা, উন্নয়ন দাঁড়িয়ে আছে। কত বড় বড় কথা, এখন কোথায়? বাকি চোরদেরও ধরা হবে’, মুরারইয়ের সভায় হুঁশিয়ারি বিরোধী দলনেতার।