West Bengal News Live: শনিবার বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর পুরসভায় ভোট, ৪ পুরসভার ভোটের নিরাপত্তায় থাকবে ৯ হাজার রাজ্য পুলিশ
Get the latest West Bengal News and Live Updates: গুরুত্বপূর্ণ খবরের চটজলদি আপডেট এক ক্লিকেই
LIVE
Background
এক নজরে আজকের হেডলাইনস (Headlines Today)
- শুভেন্দু নিয়ে বিস্ফোরক কুণাল (Kunal Ghosh)। বললেন, শুভেন্দু (Suvendu Adhikari)আর ওর সঙ্গে যারা গিয়েছিল, তারাও ফিরতে চাইছে।
- এবার অভিষেকের তত্ত্বের পক্ষে সরব সৌগত (Saugata Roy) । বললেন, অভিষেক (Abhishek Banerjee) যা বলছে ঠিকই বলছে। পার্থ-মমতার নেতৃত্বেই দল ঐক্যবদ্ধ।
- তৃণমূল (TMC) -আইপ্যাক (I Pac) সংঘাতের মধ্যেই পিকের হয়ে সওয়াল সৌগতর। বললেন, তৃণমূলের জয়ে ভাল ভূমিকা নিয়েছিল আইপ্যাক।
-মতার নির্দেশ উড়িয়ে প্রথম তালিকা ধরেই ডায়মন্ড-বজবজে মনোনয়ন! প্রার্থীদের নিয়ে অভিষেক-ঘনিষ্ঠ জাহাঙ্গিরের মিছিল।
- প্রথম তালিকা ধরে বজবজে তৃণমূলে প্রার্থী। মনোনয়নে ভয় দেখানোর অভিযোগ অফিসিয়াল প্রার্থীদের।
- মমতা (Mamata Banerjee)-অনুমোদিত তালিকাই চূড়ান্ত। প্রার্থী নিয়ে ফের বার্তা পার্থর।
-টাকা নিয়ে টিকিট বিক্রির অভিযোগ। বিজেপিকেই ভোট দিতে বারণ খড়গপুরে বিজেপি নেত্রীর।
- তৃণমূলের টিকিট না পাওয়ায় নির্দল হিসেবে মনোনয়ন দেওয়ায় বাধা দেওয়ার অভিযোগ। জলপাইগুড়িতে ধুন্ধুমার। কোর্টে যাওয়ার হুঁশিয়ারি।
- -৪৫ বছরে এই প্রথম। কাঁথি পুরভোটে নেই অধিকারী পরিবার।
- লখনউয়ে অখিলেশকে পাশে বসিয়ে হুঙ্কার মমতার। বললেন, বিজেপি উত্তরপ্রদেশে হারলে, দেশেও হারবে। বিজেপি খতরনাক পার্টি।
- বিজেপির সঙ্গে আঁতাঁত নিয়ে নাম না করে কংগ্রেসের সঙ্গে মিমকেও আক্রমণে মমতা।
West Bengal News Live: শনিবার বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর পুরসভায় ভোট, ৪ পুরসভার ভোটের নিরাপত্তায় থাকবে ৯ হাজার রাজ্য পুলিশ
শনিবার বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর পুরসভায় ভোট, ৪ পুরসভার ভোটের নিরাপত্তায় থাকবে ৯ হাজার রাজ্য পুলিশ। ভোটকেন্দ্রের সুরক্ষায় মোতায়েন থাকবে সাড়ে ৮ হাজার রাজ্য পুলিশ। ভোটগ্রহণ কেন্দ্রে ১টি বুথ থাকলে ১জন এএসআই, ২জন সশস্ত্র, ১জন লাঠিধারী পুলিশ।ভোটগ্রহণ কেন্দ্রে ৯টি বুথ থাকলে ১জন ইন্সপেক্টর, ৩জন এএসআই, ৪জন সশস্ত্র পুলিশ। ভোটগ্রহণ কেন্দ্রে ১০টি বুথ থাকলে ১জন ইন্সপেক্টর, ৪ এএসআই, ৪জন সশস্ত্র পুলিশ।
WB News Live : জলপাইগুড়িতে মহিলা নির্দল প্রার্থীকে হেনস্থা করে তাঁর মনোনয়নপত্র ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে
বিনা প্রতিদ্বন্দ্বিতায় একাধিক পুরসভা জয়ের দিনই, জলপাইগুড়িতে মহিলা নির্দল প্রার্থীকে হেনস্থা করে তাঁর মনোনয়নপত্র ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এসডিও অফিস থেকে বেরিয়ে কান্নায় ভেঙে পড়েন ওই নির্দল প্রার্থী। অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির।
West Bengal News Live: পুরভোটের আগে অশান্তি চলছেই
পুরভোটের আগে অশান্তি চলছেই। বহরমপুরে বিজেপি প্রার্থীকে মারধর ও বোলপুরে সিপিএমের ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও দুই জায়গাতেই অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল।
WB News Live : কাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা
কাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। শুক্রবারের পর থেকে কমবে তাপমাত্রাও।
West Bengal News Live: ‘আইন না মানার’ দাবিতে অবরোধ
বাইক নিয়ে তাঁরা হেলমেট না পরে রাস্তায় বেরোবেন, কিন্তু পুলিশ ধরতে পারবে না। করা যাবে না জরিমানাও। অদ্ভূত এই দাবিতে আজ দফায় দফায় রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার আক্রা রোডে। পরিবহণমন্ত্রী যদিও জানিয়েছেন, এ সব বিষয় পুলিশ দেখবে।