West Bengal News Live Updates: রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান থেকে নাম না করে কি শাহকেই বিঁধলেন মমতা?
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: ফের বঙ্গ (West Bengal) সফরে এলেন অমিত শাহ (Amit Shah)। আজ সকালে জোড়াসাঁকো (Jorasanko), বিকেলে থাকবেন সায়েন্স সিটির (Science City) অনুষ্ঠানে। উত্তপ্ত মণিপুর (Manipur) ছেড়ে বাংলায় (West Bengal) কেন? কটাক্ষ মমতার (Mamata Banerjee)।
এক নজরে রাজ্যের অন্যান্য খবরগুলি দেখুন-
গ্রুপ সি, গ্রুপ ডি থেকে নবম-দশম, চাকরি বাতিলের যাবতীয় সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখল মধ্যশিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টের অন্তবর্তী নির্দেশে, প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের সিদ্ধান্ত স্থগিত রাখা হল। সোমবার জানাল পর্ষদ। অবৈধভাবে নিয়োগের অভিযোগে, গত ফেব্রয়ারি ও মার্চে কলকাতা হাইকোর্টের চারটি রায়ে, প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরির নিয়োগপত্র বাতিল করেছিল মধ্যশিক্ষা পর্ষদই। অথচ এবার তারাই চাকরি বাতিলের সিদ্ধান্ত স্থগিত রাখল। জেলার স্কুল পরিদর্শকদের চিঠি দিয়ে একথা জানিয়ে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। তাতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত, চাকরি বাতিলের উপর স্থগিতাদেশ জারি থাকবে। তাহলে কি ওই সাড়ে ৩ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী ফের স্কুলে যাবেন? সেটাই এখন দেখার।
চণ্ডীপুরে শুভেনদু অধিকারীর কনভয়ের গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর অভিযোগের ঘটনায় রবিবারই তদন্তভার হাতে নিয়েছে সিআইডি। আজ সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা। তাঁর অভিযোগ, কনভয়ের রুটে পর্যাপ্ত নিরাপত্তা দিচ্ছে না রাজ্য সরকার। বুধবার মামলার শুনানি হবে।
বহরমপুরের পর এবার বড়ঞা। মুর্শিদাবাদের তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে, প্রার্থী বাছাইয়ের ভোটাভুটি নিয়ে এবার সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূলের দুই গোষ্ঠী। এমনকী ক্যাম্পের বাইরে ফেলে দেওয়া হল ব্যালট বক্স। উঠল স্বজনপোষণ ও ছাপ্পা ভোটের অভিযোগও। সোমবার বড়ঞায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ক্যাম্পে ছিলেন, সেখানেই চলছিল ভোটাভুটি। কিন্তু চার-পাঁচটি ব্লকের ভোটাভুটির সময় উত্তেজনার সৃষ্টি হয়। কল্যাণপুর ১ ও ২ ব্লকের ভোটাভুটিতে, ছাপ্পা ভোটের অভিযোগে পুলিশের সামনেই সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূলের দুই গোষ্ঠী। জজান ব্লকের ক্ষেত্রে আবার ভোটার লিস্টে নাম না থাকার অভিযোগ তোলেন একপক্ষ। এরপরই ব্যালট বক্স বাইরে ফেলে দেওয়া হয়। একই দৃশ্য ধরা পড়ে পাঁচঠুপি, ভরতপুর, কুলি ব্লকের ভোটাভুটির সময়ও। যদিও এরপর ফের শৃঙ্খলা রক্ষার বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি আরও বলেছেন, ২০২১-এ দলে অনেক বেনোজল ঢুকে পড়েছিল। নবজোয়ার যাত্রায় সেই আবর্জনা ভেসে যাবে।
WB LIVE News Updates:অমিত শাহ আসার আগেই সায়েন্স সিটিতে বিশৃঙ্খলা। পাস নেওয়াকে ঘিরে দর্শকদের মধ্যেই হাতাহাতি।
অমিত শাহ আসার আগেই সায়েন্স সিটিতে বিশৃঙ্খলা। পাস নেওয়াকে ঘিরে দর্শকদের মধ্যেই হাতাহাতি।
West Bengal News LIVE Updates:উত্তর পেরিয়ে দক্ষিণবঙ্গেও তৃণমূলের নবজোয়ারে অব্যাহত 'ব্যালট' বিশৃঙ্খলা
উত্তর পেরিয়ে দক্ষিণবঙ্গেও তৃণমূলের নবজোয়ারে অব্যাহত 'ব্যালট' বিশৃঙ্খলা। এবার বীরভূমের মুরারইয়ে তৃণমূলের নবজোয়ারে বিশৃঙ্খলা।
WB LIVE News Updates:পঞ্চায়েত নয়, লোকসভাকেই পাখির চোখ করতে চাইছেন অমিত শাহ, খবর সূত্রে
পঞ্চায়েত নয়, লোকসভাকেই পাখির চোখ করতে চাইছেন অমিত শাহ। চব্বিশের ভোটের লক্ষ্যে জনসম্পর্ক অভিযানের নির্দেশ অমিত শাহের, বলছে সূত্র
West Bengal News LIVE Updates:বীরভূমের রামপুরহাটে কুসুম্বায় মামার বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়
বীরভূমের রামপুরহাটে কুসুম্বায় মামার বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নবজোয়ার কর্মসূচিতে গিয়ে মামার বাড়িতে গেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
WB LIVE News Updates:গরুপাচার মামলায় তিহাড়ে বন্দি অনুব্রত-সুকন্যা, অভিষেকের নিশানায় অমিত শাহ
গরুপাচার মামলায় তিহাড়ে বন্দি অনুব্রত-সুকন্যা, অভিষেকের নিশানায় অমিত শাহ। কেষ্টহীন বীরভূমে দাঁড়িয়ে গরুপাচার নিয়ে অভিষেকের নিশানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী