West Bengal News Live : কামারহাটিতে তৃণমূলের পার্টি অফিসে এবার থেকে থাকবে লক্ষ্মীর ভাণ্ডার, ঘোষণা মদনের
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন আপনার জেলার সমস্ত খবরের আপডেট
LIVE
Background
জেনে নিন আজকের শিরোনাম
- চোখের সামনে প্রায় ১০০টি সেরার সেরা প্রতিমা, শিল্পীদের চমকপ্রদ পারফরমেন্স, বর্ণাঢ্য শোভাযাত্রা--দুর্গা কার্নিভালে অভূতপূর্ব সাড়া। পুজো ঘিরে চাঙ্গা বাংলার অর্থনীতিও, দাবি ফিরহাদের।
- কার্নিভালে কাঁসর-ঢাক বাজালেন মুখ্যমন্ত্রী, পা মেলালেন আদিবাসীদের সঙ্গে। নাচলেন ডান্ডিয়াও।
- শোক নিয়ে রাজনীতি, পাল্টা কুণাল। কার্নিভাল বন্ধের আবেদন করে ফেসবুকে পোস্ট কবীর সুমনের। কার্নিভালের বিরোধিতা পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের।
- কার্নিভাল প্রস্তুতির পাশেই নিয়োগের দাবিতে রাজ্য সরকারের গ্রুপ D ওয়েটিং একতা মঞ্চের স্লোগান মাতঙ্গিনী হাজরার মূর্তির কাছে। পুলিশ বাধা দেওয়ায় বচসা।
- হরিদেবপুরে যুবক খুনে মোট গ্রেফতার ৭। অভিযুক্ত ৫ জনের ৪ দিনের পুলিশ হেফাজত। ঘটনাস্থলে অভিযুক্তদের নিয়ে এসে করা হল পুনর্নির্মাণ। নমুনা সংগ্রহ ফরেন্সিকের। থানায় বিক্ষোভ বিজেপির।
- হরিদেবপুরকাণ্ডে পুলিশ-প্রশাসনকে নিশানা বিরোধীদের। নিশানায় পুলিশ।
- দশমীতে ঠাকুর দেখতে বেরিয়ে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার হুগলির জাঙ্গিপাড়ায়। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। দেহ তুলতে বাধা স্থানীয়দের। তদন্তের আশ্বাস সুপারের।
- মোবাইল অ্যাপ প্রতারণাকাণ্ডে মূল অভিযুক্ত, গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খানের আরেক শাগরেদ গ্রেফতার। শতাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরির কাজে ভুয়ো কেওয়াইসি সরবরাহের অভিযোগ।
- স্বাধীনতার আগে ইংরেজদের সাহায্য করেছে আরএসএস, বিস্ফোরক দাবি রাহুল গাঁধীর।
- মহারাষ্ট্রে জোর ধাক্কা খেলেন উদ্ধব। আন্ধেরি পূর্ব বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনের আগে শিবসেনার নির্বাচনী প্রতীক তির-ধনুক ফ্রিজ করল কমিশন। প্রতীক ব্যবহার করতে পারবে না শিণ্ডে গোষ্ঠীও।
- ছুটির রবিবারে কোজাগরী লক্ষ্মীপুজো। চড়া বাজার। বাংলার ঘরে ঘরে ধন-সম্পত্তির দেবীর পুজো। আরাধনায় সেলিব্রিটিরা।
WB News Live Updates: কামারহাটিতে তৃণমূলের পার্টি অফিসে এবার থেকে থাকবে লক্ষ্মীর ভাণ্ডার, ঘোষণা মদনের
কামারহাটিতে তৃণমূলের পার্টি অফিসে এবার থেকে থাকবে লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মী পুজোর দিনে ঘোষণা করলেন এলাকার তৃণমূল বিধায়ক মদন মিত্র। সেখানে উদ্বৃত্ত টাকা জমা রাখবেন দলের কর্মীরা। সেই টাকা দেওয়া হবে গরিবদের। প্রচার পেতে এসব করা হচ্ছে। কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।
West Bengal News Live: এবারও ধনদেবীর আরাধনায় অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়, সামিল মেয়ে-জামাই
সদ্য মুম্বই থেকে ফিরেছেন। শরীরটাও ভাল ছিল না। তাই বলে কি লক্ষ্মীপুজোয় ঢিলে দেওয়া যায়? তাই সব দিক বজায় রেখে এবারও ধনদেবীর আরাধনায় সামিল হলেন অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়। এবার মেয়ে-জামাই আসায় পুজোর আনন্দও বেড়েছে কয়েকগুণ।
WB News Live Updates: ব্যস্ততা সামলে ধনদেবীর আরাধনায় সোহম চক্রবর্তী
একদিকে অভিনেতা, অন্যদিকে রাজনীতিবিদ। দু’দিকের ব্যস্ততা সামলে ধনদেবীর আরাধনায় সোহম চক্রবর্তী। আর পুজো উপলক্ষ্যে বেহালার বাড়ির ছাদে এক্কেবারে চাঁদের হাট। অঙ্কুশ-ঐন্দ্রিলা-সায়নী ঘোষ থেকে শুরু করে বিশিষ্ট মানুষজন সামিল হলেন লক্ষ্মীপুজোয়।
West Bengal News Live: সুলেখা মোড়ে নিজের বাড়িতে ধনদেবীর আরাধনায় বিজেপি নেতা রাহুল সিনহা
সুলেখা মোড়ে নিজের বাড়িতে ধনদেবীর আরাধনায় বিজেপি নেতা রাহুল সিনহা। নেতাদের বাড়িতে নয়, সাধারণ মানুষের বাড়িতে টাকার পাহাড় তৈরি হোক, বললেন রাহুল সিনহা।
WB News Live Updates: চাঁচলে বাড়ির কাছেই উদ্ধার গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ, গ্রেফতার স্বামী
মালদার চাঁচলে বাড়ির কাছেই উদ্ধার হল গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ। গৃহবধূকে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেফতার করা হল স্বামীকে। অন্যদিকে সোনারপুরে দাম্পত্য অশান্তির জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামী-সহ শ্বশুরবাড়ির ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।