West Bengal News Live: সরিয়ে দেওয়া হল সিউড়ি থানার আইসি শেখ মহম্মদ আলিকে
West Bengal news live updates : সব জেলার খবর এক ক্লিকে
LIVE
Background
১। গোয়া, ত্রিপুরায় ভরাডুবি (TMC)। জাতীয় দলের তকমা গেল তৃণমূলের। জাতীয় দলের (National Party Status) মর্যাদা হারাল সিপিআই (CPI), এনসিপি-ও (NCP)। দিল্লির পরে পঞ্জাবে সরকার গড়ে তালিকায় এল আপ (AAP)।
২। নামের সামনে থেকে কবে সর্বভারতীয় শব্দ সরাবে তৃণমূল? এআইটিসি-কে ট্যাগ করে ট্যুইট শুভেনদুর (Suvendu Adhikari)। এখন সরকারের পতনের অপেক্ষা, খোঁচা সুকান্তর। আইনগতভাবে নির্বাচন কমিশনকে জবাব দেবে তৃণমূল।
৩। তৃণমূলের সঙ্গে জাতীয় দলের মর্যাদা হারাল সিপিআই, এনসিপি-ও। দেশ থেকে মুছে যাবে বামেরা। কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির।
৩। পার্কিং ফি বৃদ্ধি নিয়ে বিতর্কের আবহে এবিপি আনন্দে মুখ খুললেন মেয়র। বললেন, "ইন্ডিভিজুয়াল লোক কি বলল কিছু এসে যায় না।"
৪। মনমোহনের অর্ডিন্যান্স ছিঁড়েছিলেন রাহুল গাঁধী। পার্কিং ফি নিয়ে বিতর্কের মধ্যেই নতুন মাত্রা যোগ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
৫। রামনবমীর মিছিলে অশান্তি নিয়ে ফের বিজেপিকে নিশানা মমতার (Mamata Banerjee)। বললেন, "মুঙ্গের বাহিনী অস্ত্র নিয়ে এসেছিল। পুলিশ ট্যাক্টফুলি খেলেছে বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।"
৬। সাগরদিঘির হার মানতে পারেনি তৃণমূল। রামনবমীর অশান্তিতে শাসকদলকে কাঠগড়ায় তুলে অভিযোগ শুভেন্দুর।
৭। রামনবমীর মিছিলে অশান্তি-তদন্তে কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত প্রয়োজন, শুভেনদুর জনস্বার্থ মামলায় পর্যবেক্ষণ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। আমরা তৈরি, জানাল এনআইএ।
৮। বোমাবাজি, আগ্নেয়াস্ত্র উদ্ধার, অশান্তি মানুষকে উদ্বিগ্ন করে, মন্তব্য আদালতের। আগের নির্দেশ কেন কার্যকর হয়নি? পুলিশের অদক্ষতা? গোয়েন্দা ব্যর্থতা? রাজ্যকে প্রশ্ন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির।
৯। ২০১৮-র পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি নয়। পঞ্চায়েত ভোট করাতে হবে শান্তিতে। গা জোয়ারি নয়। বিরোধীদের ১০০% মনোনয়ন, প্রয়োজনে নেতা পাঠিয়ে ব্যবস্থা। জেলার নেতাদের বার্তা অভিষেকের।
১০। এবার পঞ্চায়েত ভোট নিয়ে ভবিষ্যদ্বাণী শুভেন্দুর। পাল্টা তারিখ কটাক্ষ কুণালের। বললেন, "পঞ্চায়েত ভোট ঘোষণা হবে ২ মে।"
১১। পঞ্চায়েতের আগেই বিজেপির নজরে ২০২৪। বাংলা বছরের শেষ দিনে বাংলায় পা অমিত শাহর। কেষ্টহীন বীরভূমে সভা করবেন চৈত্র সংক্রান্তিতে। শুভেন্দু বললেন, "বাংলাকে ঠান্ডা করতে আসছেন আয়রন ম্যান।"
চৈত্র সংক্রান্তিতে রাজ্যে শাহ
১২। ব্যালেনোর ইউ টার্ন। ফরচুনারে থাকা রাজুকে ঘিরে ধরে গুলিবৃষ্টি। ঝাঁঝরা কয়লা মাফিয়া। প্রকাশ্যে হামলার মুহূর্তের ফুটেজ। ১০দিন পরেও অধরা দুষ্কৃতীরা।
১৩। চলন্ত ট্রেনে চলল গুলি। এনজেপি ঢোকার মুখে কামাখ্যা-আনন্দবিহার এক্সপ্রেসে মৃত্যু যাত্রীর। পাশেই মিলল আগ্নেয়াস্ত্র। ঘটনা ঘিরে ঘনীভূত রহস্য, তদন্তে পুলিশ।
১৪। কয়লা পাচার মামলায় বিকাশ মিশ্রকে প্রথমবার হেফাজতে পেল সিবিআই। সুপ্রিম কোর্টে মঞ্জুর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আবেদন। ৪ দিন হেফাজতের নির্দেশ।
১৫। শহিদ মিনার থেকে দিল্লির দরবারে ডিএ আন্দোলন। যন্তর মন্তরে দু'দিনের ধর্না। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, কেন্দ্রীয় অর্থ ও শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন দেওয়ারও কর্মসূচি।
১৬। রাজ্যের নতুন মুখ্য তথ্য কমিশনার প্রাক্তন ডিজিপি বীরেন্দ্র। রাজ্যপালের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক, ট্যুইট শুভেন্দুর। রাজনৈতিক উদ্দেশ্য সফল হচ্ছে না বলেই প্রতিবাদ, পাল্টা কুণাল।
১৭। ১২ কোটি নয়, বিভিন্ন পুরসভায় নিয়োগ পাইয়ে দেওয়ার নামে ৪০ কোটি টাকা তুলেছে অয়ন শীল। ৭৫ থেকে ৮০% যেত প্রভাবশালীদের পকেটে। জেরায় মিলেছে তথ্য, দাবি ইডি-র।
১৮। নিয়োগ-দুর্নীতির তদন্তে গতি আনতে এবার স্পেশাল সেভেন। বিশেষ টাস্ক ফোর্স গঠন সিবিআইয়ের। আনা হল আরও ৭ অফিসারকে। ২ মাসের জন্য পাঠানো হল অ্যান্টি করাপশন ব্রাঞ্চে।
১৯। কলকাতা পুরসভার নিয়োগেও দুর্নীতি। অভিযোগ সজল ঘোষের। সিবিআই তদন্তের দাবি বিজেপি কাউন্সিলরের। পরীক্ষা দিয়েই চাকরি, অভিযোগ উড়িয়ে দাবি মেয়রের।
২০। নবান্ন থেকে ১০ কোটি টাকা ব্যয়ে ৩৫টি অত্যাধুনিক অ্যামবুল্যান্সের উদ্বোধন মুখ্যমন্ত্রীর। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের উন্নয়নে আরও ১ কোটি। সাংসদ তহবিল থেকে জেলায় জেলায় ৮৫টি কমিউনিটি সেন্টার।
WB News LIVE Updates: সরিয়ে দেওয়া হল সিউড়ি থানার আইসি শেখ মহম্মদ আলিকে
সরিয়ে দেওয়া হল সিউড়ি থানার আইসি শেখ মহম্মদ আলিকে। বীরভূমেরই জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের পদে বদলি করা হল। কম গুরুত্বপূর্ণ পদে বদলি করা হল সিউড়ি থানার আইসিকে। কয়লাকাণ্ডে শেখ মহম্মদ আলিকে দিল্লিতে তলব করে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। গরুপাচারকাণ্ডে সিউড়ি থানার আইসিকে কলকাতায় জিজ্ঞাসাবাদ করে সিবিআই। শেখ মহম্মদ আলির কাছে শ্বশুরবাড়ির সম্পত্তি সম্পর্কে তথ্য চেয়েছিল ইডি।সরিয়ে দেওয়া হল রামপুরহাটের আইসি নীলোৎপল মিশ্রকে। পাঠানো হল পশ্চিম মেদিনীপুরের ডিইবি পদে
West Bengal LIVE Updates: রাজভবন এবার ‘জন রাজভবন’
বাংলা নববর্ষেই সাধারণের জন্য খুলছে রাজভবনের দরজা। জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ওইদিন হেরিটেজ ওয়াক ও পিস মার্চের আয়োজন করা হবে। মঙ্গলবার এনসিসির এক অনুষ্ঠানে যোগ দিয়ে জানিয়েছে রাজ্যপাল।
WB News LIVE Updates: কুড়মি সমাজের বৈঠকে মিলল না কোনও সমাধান সূত্র
নবান্নে মুখ্যসচিবের সঙ্গে পশ্চিমবঙ্গ কুড়মি সমাজের বৈঠকে মিলল না কোনও সমাধান সূত্র। সরকারের তরফে কোনও প্রতিশ্রুতি মেলেনি, দাবি পশ্চিমবঙ্গ কুড়মি সমাজের সভাপতির। কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন রাজেশ মাহাতো।
West Bengal LIVE Updates:হুগলির সিঙ্গুরে রেস্তোরাঁয় আগুন
হুগলির সিঙ্গুরে রেস্তোরাঁয় আগুন। মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ হোটেল ধার এলাকার রেস্তোরাঁয় আগুন লাগে। দমকলের ২ টি ইঞ্জিনের প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দাউদাউ করে জ্বলতে থাকা রোস্তারঁর ভিতর থেকে প্রাণের ঝুঁকি নিয়ে ২ টি গ্যাস সিলিণ্ডার বের করে নিয়ে আসেন স্থানীয় এক ব্যক্তি।
WB News LIVE Updates: মহিষাদলে ১৪ জন 'প্রাণীবন্ধুর' অ্যাকাউন্টে আচমকা লক্ষ লক্ষ টাকা!
মহিষাদলে ১৪ জন 'প্রাণীবন্ধুর' অ্যাকাউন্টে আচমকা লক্ষ লক্ষ টাকা! প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের ১৪ জন চুক্তিভিত্তিক কর্মীর অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা। ১৪ জন চুক্তিভিত্তিক কর্মীর অ্যাকাউন্টে আচমকা ঢুকল মোট প্রায় কোটি টাকা। অ্যাকাউন্টে আচমকা টাকা-রহস্যে তৃণমূল-বিজেপি তরজা। এক জায়গার টাকা অন্য খাতে, কটাক্ষ বিজেপির। আচমকা কীভাবে এত টাকা ঢুকল অ্যাকাউন্টে? খতিয়ে দেখছে ব্লক প্রশাসন