West Bengal News Live: আগুন ঝরানো গরমের রেকর্ড স্পেল
West Bengal news live updates : সব জেলার খবর এক ক্লিকে
LIVE
Background
১। দুয়ারে পঞ্চায়েত (Panchayat Election)। বিজেপিকে (BJP) নিশানা করতে গিয়ে ভোটারদেরই প্রায়শ্চিত্ত করতে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বললেন, "বিজেপিকে সমর্থন করে বাঁকুড়াবাসী যে পাপ করেছে, তার প্রায়শ্চিত্ত করবে তারা।"
২। সাগরদিঘির (Sagardighi) পর ওন্দা। মুখ ফেরানো ভোটারদের বার্তা অভিষেকের। বললেন, '১৯, '২১-এ মুখ ফিরিয়েছেন। এবার আপনারা অধিকারের জন্য না লড়লে, আমরাও আপনাদের জন্য লড়ব না।'?
৩। বাঁকুড়ায় (Bankura) ভোটারদের প্রায়শ্চিত্ত করার দাওয়াই অভিষেকের। জবাব শুভেন্দুর। তাঁর কথায়, 'এটা শুধু বাঁকুড়ার নয়, বাংলার মানুষকে অপমান।'
৪। ফের নো ভোট টু মমতা স্লোগান শুভেন্দুর (Suvendu Adhikari)। বললেন, 'নো ভোট টু মমতা। এই জঞ্জাল সরাতেই হবে।'
৫। বকেয়া ১০০ দিনের টাকা। এক কোটি চিঠি নিয়ে দিল্লিতে ধর্নার হুঁশিয়ারি। বিজেপি নেতাদের ঘেরাওয়ের ডাক অভিষেকের। 'হিসেব দাও, টাকা নাও', পাল্টা শুভেন্দু।
৬। অভিষেকের নিশানায় সৌমিত্র খাঁ। বললেন, 'যাঁরা ঘরের লক্ষ্মী রাখতে পারেন না, তাদের আবার বড় বড় কথা।'
ভোটের ময়দানে 'লক্ষ্মী'
৭। নেতা নয়, পঞ্চায়েতে প্রার্থী ঠিক করবে মানুষ। ওন্দার সভা থেকে বার্তা অভিষেকের। জানিয়ে দিলেন, মানুষ যাকে চায়, সেই পঞ্চায়েতে প্রার্থী হবে।
৮। নতুন জেলা কমিটি গঠন ঘিরে মুর্শিদাবাদে তৃণমূলে দ্বন্দ্ব। জেলা সভানেত্রীর সঙ্গে প্রকাশ্যে বিরোধ, বৈঠক ছেড়ে বেরোলেন আবু তাহের।
৯। পঞ্চায়েতের আগে মুর্শিদাবাদে প্রকাশ্যে শাসক-দ্বন্দ্ব। দলেরই সাংসদের বিরুদ্ধে বিরোধী-আঁতাঁতের অভিযোগ তৃণমূল বিধায়কের! মিথ্যা অভিযোগ, পাল্টা খলিলুর।
১০। তৃণমূলে (TMC) কারও দুর্নীতি ধরা পড়লে ঘাড়ধাক্কা, বাঁকুড়ার সভা থেকে দাবি অভিষেকের। সবথেকে বড় চোর তৃণমূল। রাজ্য থেকে উৎখাতের ডাক শুভেনদুর।
১১। পুলিশকে হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)। বললেন, ;সুকান্ত- ঘুষ কম খান, অতি লোভে তাঁতি ডোবে, আপনিও ময়ূরাক্ষীতে ডুববেন।' 'সন্ত্রাসবাদীদের মতো ভাষা', আক্রমণে জয়প্রকাশ।
১২। সকুলে শিশুদের খাবারেও চুরি! শুধু ৬ মাসে মিড ডে মিলে ১০০ কোটির কারচুপি, বলছে শিক্ষামন্ত্রকের রিপোর্ট। রাজ্যের সঙ্গে কথা ছাড়াই রিপোর্ট, দাবি ব্রাত্যর।
১৩। নিয়োগ দুর্নীতির মধ্যেই মিড ডে মিলে (Mid Day Meal) কারচুপির অভিযোগ। ৬ মাসে ১০০ কোটি, ১২ বছরে কত? প্রশ্ন শুভেন্দুর। পরিকল্পনা করে ভিত্তিহীন অভিযোগ, পাল্টা কুণাল।
১৪। এজেন্সির বিরুদ্ধে এবার থানায় কুন্তল, কোর্টে ফাঁস কারিকুরি? তদন্তের গতি আটকানোর মারাত্মক প্রবণতা। অতিচালাকি বরদাস্ত নয়, কড়া বার্তা হাইকোর্টের।
১৫। ফের অভিষেকের সুরে কুন্তল। এবার এজেন্সির বিরুদ্ধে থানায় নালিশ। আপাতত পদক্ষেপ করতে পারবে না নিম্ন আদালত ও পুলিশ, নির্দেশ হাইকোর্টের।
১৬। ওএমআর কেলেঙ্কারিতে আরও বিপাকে মানিক। পুরো ডিলই ছিল রহস্যময়।প্রাক্তন প্রাথমিক পর্ষদ সভাপতিই সব জানতেন বলে ইডির কাছে প্রাক্তন সচিবের দাবি।
১৭। দলবদলের দণ্ড দণ্ডি! তপনের ঘটনায় রিপোর্ট তলব জাতীয় এসটি কমিশনের। ৩ দিনের মধ্যে রাজ্য পুলিশের ডিজি-র কাছে রিপোর্ট দিতে নির্দেশ।
১৮। শান্তিনিকেতনে অর্মত্য সেনের জমি নিয়ে বারবার শুনানি, উচ্ছেদের আশঙ্কায় বিশ্বভারতীকে বীরভূম জেলা প্রশাসনের চিঠি। শান্তিশৃঙ্খলা বজায় রাখার বার্তা।
১৯। তীব্র গরমে হাঁশফাঁস রাজ্য। ২ মে থেকেই সরকারি স্কুলে গরমের ছুটি । ১৪-১৬ এপ্রিল দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা। আপাতত সম্ভাবনা নেই বৃষ্টির।
২০। ইতিহাস গড়ল ইস্ট-ওয়েস্ট মেট্রো। গঙ্গার নীচে সফলভাবে ট্রায়াল রান। বছর শেষেই হাওড়া ময়দান-এসপ্লানেড পরিষেবা চালুর আশা।
২১। সাড়ে ৬০০ কর্মীর প্রচেষ্টায়, সাড়ে চারশো কোটি টাকা খরচে প্রেক্ষাগৃহ। উদ্বোধনের অপেক্ষায় আলিপুরের ধনধান্য় অডিটোরিয়াম। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
WB News Live Updates: আগুন ঝরানো গরমের রেকর্ড স্পেল
আগুন ঝরানো গরমের রেকর্ড স্পেল! গত ৫ বছরে এপ্রিলের শুরুতে একটানা এত বেশি গরম পড়েনি! কলকাতা-সহ কার্যত গোটা দক্ষিণবঙ্গেই সোমবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। পূর্বাভাসে জানাল আবহাওয়া দফতর। নবান্নর পর, প্রচণ্ড গরমে সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুরসভাও।
WB News Live Updates: শক্তিগড়ে কয়লা মাফিয়া খুন, এখনও অধরা আততায়ীরা
শক্তিগড়ে কয়লা মাফিয়া খুন, এখনও আততায়ীরা অধরা। হাজারিবাগ জেলে বন্দি সুপারি কিলারের যোগসূত্রেই খুন রাজু ঝা? আততায়ীর খোঁজে সিটের নজরে হাজারিবাগ জেলের ফুটেজ। হাজারিবাগ জেলে ঢোকা ও বাইরের সিসি ফুটেজ চেয়ে কোর্টে আবেদন। ঝাড়খণ্ডের কোনও গ্যাংয়ের হাতেই রাজু ঝা খুন, অনুমান তদন্তকারীদের। সিসি ফুটেজ নিয়ে সিটের আবেদন মঞ্জুর বর্ধমান আদালতের।
WB News Live Updates: হলদিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ
হলদিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। পুড়ে ছাই বাড়ি।
WB News Live Updates: জলপাইগুড়ির ময়নাগুড়িতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হিমঘরের একাংশ
জলপাইগুড়ির ময়নাগুড়িতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হিমঘরের একাংশ। অ্যামোনিয়া গ্যাস লিক করে কয়েকজন অসুস্থ। ময়নাগুড়ির জল্পেশে গতকালই হিমঘরটিকে বিপজ্জনক ঘোষণা করেছিল প্রশাসন। ক্ষতিগ্রস্ত অংশ ভেঙে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু আলুর বস্তা অন্য হিমঘরে সরানো শুরু হতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হিমঘরের একাংশ।
WB News Live Updates: শৈল শহর দার্জিলিং ও কালিম্পঙেও তাপমাত্রা বাড়বে
মালদা ও দুই দিনাজপুরেও তাপপ্রবাহের সর্তকতা জারি হয়েছে। শৈল শহর দার্জিলিং ও কালিম্পঙেও তাপমাত্রা বাড়বে। সব মিলিয়ে এবার হাঁসফাঁস গরমে কাটবে চৈত্র সংক্রান্তি ও পয়লা বৈশাখ।