West Bengal News Live: ভারত জাকাত মাঝি পারগনা মহলের ডাকে এবার মেদিনীপুর, ঝাড়গ্রামে জেলা শাসকের অফিস ঘেরাও করে বিক্ষোভ
West Bengal news live updates : জেনে নিন সব জেলার গুরুত্বপূর্ণ খবর এক ক্লিকে
LIVE
Background
কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) এবার গ্রেফতার বড়ঞার তৃণমূল (TMC) বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (Jibankrishna Saha)।
পুকুরে মোবাইল ফেলে হল না শেষরক্ষা। প্রায় ৩দিন টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার।
নিয়োগ দুর্নীতির তথ্য পেতে বড়ঞার তৃণমূল বিধায়কের বাড়িতে ম্যারাথন তল্লাশি সিবিআইয়ের (CBI)। ৩৮ ঘণ্টা পর পুকুর থেকে উদ্ধার একটি ফোন, দ্বিতীয় ফোনের খোঁজে আনা হল জেসিবি (JCB)।
জীবনকৃষ্ণ সাহাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। মোবাইল ফোন পুকুরে ছুড়ে ফেলার পুনর্নির্মাণ। পুকুর থেকে উদ্ধার হলেও মোবাইলের তথ্য পাওয়া সম্ভব, মত বিশেষজ্ঞদের।
অপরাধ বোধ থেকেই পুকুরে ফোন ফেলেছিলেন বিধায়ক, কটাক্ষ কংগ্রেস-সিপিএমের (Congress-CPM)। অ্যাথলিটদের মতো তৎপর, কটাক্ষ শমীকের। বাংলায় কেন্দ্রীয় এজেন্সিকে বাধা দেওয়া হয় না, পাল্টা ফিরহাদ (Firhad Hakim)।
সিউড়িতে অমিত শাহের পাল্টা সভা তৃণমূলের।
পঞ্চায়েত ভোটের আগে তিহাড়ে বন্দি অনুব্রতর ওপরেই আস্থা তৃণমূল কংগ্রেসের।
যোগীরাজ্যে পুলিশের সামনেই ফিল্মি কায়দায় গ্যাংস্টার খুন। উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, ট্যুইট মমতার। পশ্চিমবঙ্গের অবনতি নজরে পড়ে না, পাল্টা শুভেন্দু।
West Bengal News Live Update: শনিবার থেকে তীব্র তাপদাহের জ্বালা খানিকটা কমতে পারে বলে পূর্বাভাস দিল আবহাওয়া দফতর
শনিবার থেকে তীব্র তাপদাহের জ্বালা খানিকটা কমতে পারে বলে পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। তবে তার আগে পর্যন্ত রাজ্যে তাপপ্রবাহ চলবে। সোমবার ২০ টি জেলায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি পেরোল। বাঁকুড়ায় তাপমাত্রা পৌঁছল ৪৩.৭ ডিগ্রিতে।
WB News Live: ভারত জাকাত মাঝি পারগনা মহলের ডাকে এবার মেদিনীপুর, ঝাড়গ্রামে জেলা শাসকের অফিস ঘেরাও করে বিক্ষোভ
ভারত জাকাত মাঝি পারগনা মহলের ডাকে এবার মেদিনীপুর, ঝাড়গ্রামে জেলা শাসকের অফিস ঘেরাও করে বিক্ষোভ। অনির্দিষ্টকালের জন্য ঘেরাও কর্মসূচির ডাক। সাঁওতালি শিক্ষার জন্য বোর্ড গঠন-সহ ৯ দফা দাবিতে আন্দোলন। দণ্ডিকাণ্ডে অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভ। ঝাড়গ্রামে অফিসের ভিতরে জেলা শাসক, বাইরে তালা লাগিয়ে বিক্ষোভ।
West Bengal News Live Update: 'দুর্নীতি' রুখতে অবশেষে স্নাতকে ভর্তিতে কেন্দ্রীয় অনলাইন
'দুর্নীতি' রুখতে অবশেষে স্নাতকে ভর্তিতে কেন্দ্রীয় অনলাইন। কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তিতে ছাড়পত্র দিল মন্ত্রিসভা। স্নাতকস্তরে কলেজে ভর্তিতে রাজ্যে একটাই পোর্টাল। যে কোনও কলেজ, বিশ্ববিদ্যালয়ে অনলাইনে করা যাবে আবেদন। সর্বাধিক ২৫টি বিষয়ে আবেদন করতে পারবেন ছাত্র-ছাত্রীরা।
WB News Live: ওন্দার সভা থেকে কয়লাপাচারে যুক্ত থাকার অভিযোগে শুভেন্দুর নিশানায় তৃণমূল বিধায়ক
ওন্দার সভা থেকে কয়লাপাচারে যুক্ত থাকার অভিযোগে শুভেন্দুর নিশানায় তৃণমূল বিধায়ক। তালডাংরার তৃণমূল বিধায়কের নাম করে তীব্র আক্রমণে শুভেন্দু। ভাবছেন হুগলি, মুর্শিদাবাদ, দঃ ২৪ পরগনার চোরের নাম বেরোচ্ছে।
West Bengal News Live Update: ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দাউদাউ করে জ্বলে উঠল ট্রাক
ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দাউদাউ করে জ্বলে উঠল ট্রাক। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১টি ইঞ্জিন। দুর্ঘটনায় আহত ১।