West Bengal News Live: রবিনসন স্ট্রিটের ছায়া এবার বিজয়গড়ে, ৫দিন ধরে মেয়ের পচাগলা দেহ আগলে মা
West Bengal news live updates : জেনে নিন কোথায় কী ঘটছে! জেলার সব খবরের লাইভ আপডেট
LIVE
![West Bengal News Live: রবিনসন স্ট্রিটের ছায়া এবার বিজয়গড়ে, ৫দিন ধরে মেয়ের পচাগলা দেহ আগলে মা West Bengal News Live: রবিনসন স্ট্রিটের ছায়া এবার বিজয়গড়ে, ৫দিন ধরে মেয়ের পচাগলা দেহ আগলে মা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/24/2abfe94294f6d1a07e02d6986e4a9777168233547712964_original.jpg)
Background
পাখির চোখ পঞ্চায়েত (Panchayat Election)। মঙ্গলবার শুরু তৃণমূলের নবজোয়ার। আজ কোচবিহারে অভিষেক। তুঙ্গে প্রস্তুতি। পাঁচতারা তাঁবু, কটাক্ষ সুকান্তর। অভিষেককে ভয় পাচ্ছে বিজেপি, পাল্টা কুণাল।
অভিষেকের (Abhishek Banerjee) বার্তার পর গোপন ব্যালটে মতামত নিয়ে পঞ্চায়েত ভোটে প্রার্থী ঠিক করতে কমিটি গড়ল তৃণমূল কংগ্রেস। অবাধ মতামত গ্রহণের প্রক্রিয়া পরিচালনার দায়িত্বে থাকবে কমিটি।
পথশ্রী প্রকল্পের কাজ ঘিরে তৃণমূলের (TMC) গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র কোচবিহারের মেখলিগঞ্জ, আহত ৪। ভাগাভাগির লড়াই, আক্রমণ বিজেপির। অস্বীকার পরেশ অধিকারীর।
'২৪-এর আগে বিরোধী ঐক্যগঠনের চেষ্টা। আজ দুপুরে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-নীতীশ কুমার বৈঠক। জাতীয় রাজনীতি ও বিজেপি বিরোধী জোট নিয়ে আলোচনা।
পঁচিশে বৈশাখ ফের কলকাতায় আসছেন অমিত শাহ (Amir Shah)। সায়েন্স সিটিতে আমাদের রবীন্দ্রনাথ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন। পড়াশোনা করে আসবেন, না হলে ভুল বলবেন। কটাক্ষ তৃণমূলের।
সিবিআই চায় কালিয়াগঞ্জে মৃতের পরিবার।
ধর্ষণ করে খুনের প্রমাণ মেলেনি। কেউ হয়তো পরিবারের মাথায় এসব ঢুকিয়েছে। দাবি তৃণমূলের। পুলিশ-প্রশাসনে আস্থা নেই, তাই সিবিআই দাবি। পাল্টা বিজেপি।
১ মাসে তিনবার। ফের কেন্দ্র-রাজ্য সংঘাত। পুলিশ মৃতার পরিবারের বক্তব্য শোনেইনি, অভিযোগ এনসিপিসিআরের। রাজনীতি করা হচ্ছে, পাল্টা রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের।
দিল্লি (Delhi) থেকে কমিশন এল, আইও এলেন না। মুখ্যসচিব, ডিজি, ডিএম, এসপি, আইজিকে দিল্লিতে তলব করা হবে। হাজিরা না দিলে গ্রেফতার। কালিয়াগঞ্জকাণ্ডে হুঁশিয়ারি জাতীয় এসসি কমিশনের।
মৃতদেহ নিয়ে লজ্জাজনক রাজনীতি। সিপিসিআর আইন লঙ্ঘন করে রাজ্যে এনসিপিসিআর। আক্রমণ রাজ্যের কমিশনের। অযোগ্য সংস্থার বিরুদ্ধে মন্তব্য নয়, পাল্টা এনসিপিসিআর।
তাপস সাহার প্রাক্তন আপ্ত সহায়কের অ্যাকাউন্টে ২ মাসে ২ কোটির লেনদেন। আপ্ত সহায়ককে সামনে রেখে নিয়োগ দুর্নীতির চক্র তেহট্টের তৃণমূল বিধায়কের, অনুমান সিবিআইয়ের।
সিবিআই বেরোতেই তেহট্টের তৃণমূল বিধায়কের বাড়িতে ভুরিভোজ। জেলে যাওয়ার আগে বেপরোয়া। কটাক্ষ বিরোধীদের। ইদ উপলক্ষে খাওয়া দাওয়া, সাফাই তাপসের।
ফের দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ তাপসের।
West Bengal News Live: রবিনসন স্ট্রিটের ছায়া এবার বিজয়গড়ে
রবিনসন স্ট্রিটের ছায়া এবার বিজয়গড়ে। ৫দিন ধরে মেয়ের পচাগলা দেহ আগলে মা। দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর প্রতিবেশীদের। পুলিশ এসে উদ্ধার করে পচাগলা দেহ
WB News Live: কলকাতায় আসছেন সলমন খান
কলকাতায় আসছেন সলমন খান। ১৩ মে যোগ দেবেন ইস্টবেঙ্গলের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে। সলমনের সঙ্গে থাকবেন সোনাক্ষী, জ্যাকলিন, প্রভু দেবা সহ অন্যান্য শিল্পীরা। কাল থেকেই ক্লাবে মিলবে টিকিট। জানানো হল ক্লাব কর্তৃপক্ষের তরফে
West Bengal News Live: যুব তৃণমূলের পদাধিকারীদের তালিকায় জুনিয়র কনস্টেবলের নাম
যুব তৃণমূলের পদাধিকারীদের তালিকায় জুনিয়র কনস্টেবলের নাম। বিতর্কের ঝড় নদিয়ার শান্তিপুরে। সমালোচনায় সরব হয়েছে বিজেপি। ভুলবসত নাম তোলা হয়েছে। বিতর্কের মুখে জানাল যুব তৃণমূল। রাজনীতি করি না, মিটিং-মিছিলে থাকি না। দাবি করলেন সেই কনস্টেবলও।
WB News Live: পঞ্চায়েত ভোটের আগে এবার বিরোধীদের রাস্তায় ছোটানোর হুঁশিয়ারি অখিল গিরির
পঞ্চায়েত ভোটের আগে এবার বিরোধীদের রাস্তায় ছোটানোর হুঁশিয়ারি অখিল গিরির। 'মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা বাহিনীর আঁচলের হাওয়াতেই বিজেপি উড়ে চলে যাবে, আমরা নামিনি এখনও, হোমিওপ্যাথি ডোজ দেওয়া হচ্ছে। অ্যালোপ্যাথি ডোজ যখন বেরোবে, তখন ছুটবে রাস্তায়', হুঙ্কার কারামন্ত্রী অখিল গিরির।
West Bengal News Live: বকেয়ার দাবিতে ৪ মে নবান্ন অভিযানের ডাক বাম কর্মী সংগঠনের
বকেয়ার দাবিতে ৪ মে নবান্ন অভিযানের ডাক বাম কর্মী সংগঠনের। বকেয়া ডিএ, শূন্যপদ পূরণ-সহ ৩ দফা দাবিতে কো অর্ডিনেশন কমিটির নবান্ন অভিযান। হাওড়া ফেরিঘাট থেকে নবান্ন অভিযানের ডাক কো অর্ডিনেশন কমিটির।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)