West Bengal News Live: প্রাথমিক শিক্ষা পর্ষদের কেড়ে নেওয়া চাকরি ফিরিয়ে দিল হাইকোর্ট
West Bengal Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
LIVE
Background
কলকাতা: দেশকে কুড়ে কুড়ে খাচ্ছে দুর্নীতি। লুঠের টাকা লুকিয়ে রাখা হচ্ছে, ফেরত দিতে হবে। দুর্নীতিগ্রস্তদের ঘৃণার দৃষ্টিতে দেখতে হবে। লালকেল্লার মঞ্চ থেকে বার্তা মোদির। বাংলার কথা মনে রেখে বলেছেন মোদি, মন্তব্য সুকান্তর (Sukanta Majumdar)। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, কটাক্ষ তৃণমূলের। মোদির আমলেই বেশি দুর্নীতি, আক্রমণ বিমানের (Biman Bose)। আগের সরকারের জমানায় ব্যাঙ্ক লুঠ। যাঁরা দেশকে লুঠেছে, তাঁদের সম্পত্তি ফেরাতে বাধ্য করাই লক্ষ্য। বললেন প্রধানমন্ত্রী। নীরব মোদি, মেহুল চোকসি কথা কেন নেই মুখে ? পাল্টা অধীর (Adhir Ranjan Chowdhury)।
"মুখ্যমন্ত্রী জানেন আমি নির্দোষ। জানতাম পাশে থাকবেন," মমতার মন্তব্যের পর আইনজীবীর মাধ্যমে বার্তা গরুপাচারকাণ্ডে সিবিআই হেফাজতে থাকা অনুব্রতর (Anubrata Mandal)। অনুব্রতর পাশে মমতা। "দলের নেতারা কেউ খোঁজ নিচ্ছে ?" আইনজীবীর কাছে জানতে চাইলেন পার্থ (Partha Chatterjee)। বেহালার কর্মীরা খোঁজ নিচ্ছে, জানালেন আইনজীবী।
প্রেসিডেন্সি জেলের অনুষ্ঠানে গিয়েও পার্থর খোঁজ নিলেন না শশী পাঁজা। তিনি বলেন, "নির্দিষ্ট কর্মসূচিতে গিয়েছিলাম, এই বাইরে কিছু নেই।"
"ফার্স্ট স্ট্রোক পার্থ, সেকেন্ড স্ট্রোক কেষ্ট, থার্ড স্ট্রোক হলে তৃণমূল কোমায় চলে যাবে", কটাক্ষ দিলীপের। "রাজ্যের মুখ্যমন্ত্রী আশঙ্কিত কেন ? গলদ আছে নাকি ?" আক্রমণ বিমানের।
‘থার্ড স্ট্রোকে কোমায়’
অনুব্রতর মেয়ের নামে কোম্পানির হদিশ। ছিল ১ কোটি টাকার শেয়ার ক্যাপিটাল। ঠিকানা বোলপুরের কালিকাপুর। মেয়ের নামে রয়েছে আরও ১০টি সম্পত্তি, সিবিআই সূত্রে খবর। গরুপাচার মামলায় সিবিআই-স্ক্যানারে এবার অনুব্রতর কর্মচারীরা। নজরে ১২ থেকে ১৫ জন কর্মীর সম্পত্তি। তালিকায় সায়গল ছাড়া অনুব্রতর অন্য দেহরক্ষীরাও।
"তৃণমূলে সর্ষের মধ্যে ভূত। ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে সাক্ষাতের পর ইডি-সিবিআইকে তথ্য পৌঁছে দিয়েছেন কুণাল ঘোষ," বিস্ফোরক বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। "সার্কাসের জোকার," পাল্টা কুণাল। "ভুয়ো মামলা দিয়ে হেনস্থা। মামলা করছে সিপিএম, লুফে নিচ্ছে বিজেপি। অন্যায় প্রমাণে নিজেকে মৃত্যুদণ্ড দেব," মন্তব্য ফিরহাদের। "মামলা করেনি সিপিএম, ঘাবড়াবেন না," পাল্টা সেলিম।
West Bengal News Update: ‘নতুন তৃণমূল’ হোর্ডিং-জল্পনা
দক্ষিণ কলকাতা জুড়ে রহস্যময় হোর্ডিং। লেখা ‘নতুন তৃণমূল’। সেখানে রয়েছে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। হোর্ডিং প্রসঙ্গে কুণাল ঘোষের প্রতিক্রিয়া, রবীন্দ্রনাথের উদ্ধৃতি ব্যবহার করলে কী নজরুলের ছবি দেওয়া যাবে?
WB News Live Updates: বিজেপি করায় হামলা?
বিজেপি করায় বীরভূমের নানুরে এক যুবককে প্রথমে হুমকি, তারপর বাড়িতে এসে মারধরের অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। রেহাই পেলেন না বিজেপি কর্মীর মা-বাবাও। এই প্রেক্ষিতে একটি অডিও ক্লিপ প্রকাশে এনেছেন অভিযোগকারী বিজেপি কর্মী। তবে তার সততা যাচাই করেনি এবিপি আনন্দ।
West Bengal News Update: ভাইয়ের হাতে ভাই ‘খুন’
নেশাগ্রস্ত ছেলের অত্যাচার থেকে রেহাই পেতে তাঁকে খুনের অভিযোগ উঠেছে বাবা-মা এবং বড় ভাইয়ের বিরুদ্ধে! শুধু তাই নয়! ছেলের মৃতদেহ পুঁতে ফেলার পর, দুর্গন্ধ ধামাচাপা দিতে, নিজেদের পোলট্রি ফার্মের শয়ে শয়ে মুরগি মেরে তাঁরা মাটিতে পুঁতেছিলেন কিনা, সেই প্রশ্নও ভাবাচ্ছে পুলিশকে। সরগরম উত্তর দিনাজপুরের ভক্তিয়াডাঙ্গি।
WB News Live Updates: প্রতারণার অভিযোগ
পুলিশ ও প্রাথমিকে চাকরি হওয়ার লোভে, দিয়েছিলেন ২৪ লক্ষ ৩০ হাজার টাকা! অথচ হয়নি চাকরি! তৃণমূল কর্মীদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন বীরভূমের এক প্রাক্তন তৃণমূল কর্মী। প্রশাসনের দ্বারস্থ হয়েছেন অভিযোগকারী।
West Bengal News Update: অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করল কলেজ সার্ভিস কমিশন।
স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগে যখন রাজ্যজুড়ে তোলপাড় চলছে, তার মধ্যেই এবার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করল কলেজ সার্ভিস কমিশন। আজ থেকে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। পরীক্ষা হবে, আগামী বছরের ৮ই জানুয়ারি। কমিশনের তরফে জানানো হয়েছে, এবার বিজ্ঞান ছাড়া অন্যান্য বিষয়ে বাংলায় প্রশ্নপত্র হবে।