West Bengal News Live: রবিনসন স্ট্রিটের ছায়া জলপাইগুড়ির কোতোয়ালিতে, স্বামীর দেহ আগলে স্ত্রী
West Bengal News Live: বেলুড় মঠে আজ থেকেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গেল। মণ্ডল পরিবারের চালকলে সিবিআই হানা। ভাদ্রর শুরুতেই ফের দুর্যোগের ভ্রুকুটি।
LIVE
Background
এক নজরে আজকের শিরোনাম ( Headlines ) ।
- সঠিক সময়ে সবকিছু প্রমাণ হবে, কেউ ছাড় পাবে না। আদালতে বিস্ফোরক পার্থ ( Partha Chatterjee )। নিশানায় কে? নাম বলুন, ঢোকানোর ব্যবস্থা করে দেব, হুঙ্কার সুকান্তর।
- পাশে মমতা, আশ্বস্ত অনুব্রত ( Anubrata Mondal ) । প্রথমবার মুখ খুললেন এবিপি আনন্দে ( ABP Ananda ) ।
- বিজেপির ট্র্যাপ, চাই ক্লিন ইমেজ। পার্থ-অনুব্রতর গ্রেফতারির মধ্যেই মন্ত্রিসভার বৈঠকে কড়া বার্তা মমতার। সব ফাইল দেখে ছাড়ার নির্দেশ।
- হাইকোর্টে স্বস্তি অনুব্রত-কন্যার। হাজিরা দিতে হবে না সুকন্যা-সহ ৬ জনকে, জমা দিতে হবে না টেট-নথি। নির্দেশ প্রত্যাহার বিচারপতির।
- বাবার পর মেয়ে। এবার কোর্ট চত্বরেই উঠল স্লোগান।
- নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করতেই স্কুল, অসংখ্য ভুয়ো কোম্পানি! পার্থর বিরুদ্ধে কোর্টে দাবি ইডির। ৬০টি অ্যাকাউন্ট থাকার দাবি।
- জেরার সময় নথি ছেঁড়ার চেষ্টা করেছিলেন পার্থ। কোর্টে দাবি ইডির। খারিজ জামিনের আর্জি। পার্থর সঙ্গে অর্পিতাকে জেলেই থাকতে হবে ১৪দিন।
- অর্পিতার এলআইসি পলিসিতে পার্থর নম্বর। সেই নম্বরেই আসত প্রিমিয়াম জমার বার্তা। আদালতে দাবি ইডির। জামিন চাইলেন না অর্পিতা।
- বীরভূমে বসেই কন্ট্রোল হত মুর্শিদাবাদের গরুপাচার। অনুব্রতর হয়ে কাজ করতেন দেহরক্ষী। এনামুলের তরফে চক্র সামলাত লতিফ, দাবি সিবিআই সূত্রে।
- এনামুলের হয়ে জঙ্গিপুরে কাস্টমসের নিলামে ১৬ বার অংশ নিয়েছিল লতিফ। হাটে বিক্রি দেখাতে তৈরি করায় হয় জাল রসিদ, দাবি সিবিআই সূত্রে।
- তৃণমূলের ১৯ নেতা-মন্ত্রীর পাল্টা বিরোধীদের ১৭! বিপুল সম্পত্তি বৃদ্ধির অভিযোগে বাম-বিজেপি-কংগ্রেসের ১৭ নেতার-সাংসদ-বিধায়কের বিরুদ্ধে মামলা।
- কীভাবে বিপুল সম্পত্তির অধিকারী? উৎসই বা কি? ১৭ বিরোধী নেতার বিরুদ্ধে জনস্বার্থ মামলা। পারলে প্রমাণ করুন, চ্যালেঞ্জ বাম-বিজেপির।
- পাইলট কার, লাল বাতির গাড়ি ব্যবহার করতে পারবেন না মন্ত্রীরা। স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। কাজ নির্দিষ্ট করলেন প্রতিমন্ত্রীদের।
- পাঁচলার পর এবার হাওড়া স্টেশন। এবার বিহার-উত্তরপ্রদেশের ২ যুবকের কাছ থেকে প্রায় ৩৯ লক্ষ টাকার হদিশ। গয়না কিনতে টাকা আনার দাবি।
- কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি, জলপাইগুড়ি। উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। ৪ হাজারের বেশি আক্রান্ত। স্বাস্থ্য কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব।
WB News Live: অনুব্রত মণ্ডলের মেয়ে ও প্রয়াত স্ত্রীর নামে থাকা রাইস মিলে হদিশ মিলল
পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার পর এবার অনুব্রত মণ্ডলের মেয়ে ও প্রয়াত স্ত্রীর নামে থাকা রাইস মিলে হদিশ মিলল একাধিক বিলাসবহূল গাড়ির! আর এ নিয়েই এখন শুরু হয়েছে রাজনৈতিক বাগযুদ্ধ।
WB News Live Update: ভগবানগোলার পরে এবার মুর্শিদাবাদের নওদা
ভগবানগোলার পরে এবার মুর্শিদাবাদের নওদা। নতুন ব্লক সভাপতিকে ঘিরে ফের প্রকাশ্যে তৃণমূলের অন্দরের ক্ষোভ। নওদায় ব্লক তৃণমূলের নতুন সভাপতির কর্তৃত্ব মানতে নারাজ তৃণমূল বিধায়ক ও তাঁর অনুগামী জনপ্রতিনিধিরা। এই নিয়ে তেতে উঠেছে নওদার রাজনীতি। ব্লক তৃণমূলের নতুন সভাপতি শফিউজ্জামান শেখ অবশ্য বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ।
WB News Live: আমূলের জন্মাষ্টমীর বিজ্ঞাপনেও লাগল রাজনীতির রং
আমূলের জন্মাষ্টমীর বিজ্ঞাপনেও লাগল রাজনীতির রং। শুক্রবার এই বিজ্ঞাপন সামনে এসেছে, যেখানে বিজ্ঞাপনে লেখা হয়েছে - কেষ্টা ব্যাটাই চোর। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির আবহে, এই বিজ্ঞাপন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
WB News Live: রবিনসন স্ট্রিটের ছায়া জলপাইগুড়ির কোতোয়ালিতে
রবিনসন স্ট্রিটের ছায়া জলপাইগুড়ির কোতোয়ালিতে। স্বামীর মৃত্যুর পর ৩ দিন তাঁর দেহ আগলে রাখলেন স্ত্রী। মাকে সঙ্গ দিলেন মেয়ে। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম অজিত কর্মকার। বছর ৮০-র ওই অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর মৃত্যু হয় কয়েক দিন আগে। কিন্তু দেহ আগলে বসে ছিলেন স্ত্রী ও মেয়ে। এদিন এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পুলিশে খবর দেন বাসিন্দারা। পুলিশ এসে পচাগলা দেহ উদ্ধার করে। প্রতিবেশীদের অভিযোগ, মা-মেয়ে মিলেই খুন করেছেন অজিতকে। দেহ উদ্ধারের পর মৃতের মেয়ে ও স্ত্রীকে মারধর করেন মৃতের বোন। মা ও মেয়েকে আটক করেছে পুলিশ।
WB News Live: দলের নির্দেশ অমান্য করে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী বলে অভিযোগ
দলের নির্দেশ অমান্য করে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী। যা নিয়ে ইতিমধ্যেই দুই সাংসদকেই চিঠি দিয়েছেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। যদিও, দিব্যেন্দু অধিকারীর বক্তব্য, কোনও হুইপ চলে না, দল ব্যবস্থা নিলে নিতে পারে। দলের তরফ থেকে কোনও চিঠি পাননি বলেও দাবি করেছেন তমলুকের সাংসদ।