West Bengal News Live Updates: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় এবং বিচারপতি সৌমেন সেনের সংঘাতের আবহে মুখ খুললেন প্রধান বিচারপতি
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
LIVE
Background
১। অন্তরালে থেকেই আগাম জামিনের আবেদন শেখ শাহজাহানের। হাজিরা না দিয়ে ব্যাঙ্কশাল কোর্টে ইডি আদালতে আগাম জামিনের আবেদন। আজ শুনানির সম্ভাবনা।
২। এখনও ফেরার সন্দেশখালিকাণ্ডের মাস্টারমাইন্ড, পাশে দাঁড়িয়ে অভিষেকের মুখে ফিরহাদের ভিন্ন সুর। বললেন, "শেখ শাহজাহান কী করেছে? যেদিন ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই।"
৩। এখনও অধরা সন্দেশখালির বেতাজ বাদশা। সমনে গরহাজির, ফের নোটিসের প্রস্তুতি ইডির। শুভেন্দু অধিকারীর বক্তব্য, "পুলিশের সংরক্ষণেই আছেন শেখ শাহজাহান।"
৪। নরেন্দ্রপুরে স্কুলে ঢুকে শিক্ষকদের মার, তৃণমূলের নেতা-সহ অভিযুক্ত ৫০ জনই অধরা! হস্তক্ষেপ হাইকোর্টের। সোমবার রাতের মধ্যে গ্রেফতারের নির্দেশ। আজ ফের শুনানি।
৫। শিক্ষা ব্যবস্থায় কীভাবে উৎসাহী পঞ্চায়েত সদস্যরা? নরেন্দ্রপুরকাণ্ডে প্রশ্ন হাইকোর্টের। শিক্ষকদের নিরাপত্তার নির্দেশ। প্রধান শিক্ষকের স্কুলে ঢোকায় নিষেধাজ্ঞা।
৬। দুর্নীতির সঙ্গে যুক্ত প্রধান শিক্ষক, মুখ খোলায় মারধর। সকাল থেকে বহিরাগতদের জমায়েত। প্রশাসনকে বলার পরেও হামলা, অভিযোগ আক্রান্তদের।
৭। নিয়োগের পরে এবার মেডিক্যালে ভর্তিতেও দুর্নীতি। ৫২টির মধ্যে ১৪টি শংসাপত্রই জাল। সুপ্রিম কোর্টে মানতে বাধ্য হল রাজ্য। স্টেটাস রিপোর্ট তলব।
৮। মেডিক্যালে ভর্তি দুর্নীতি মামলা হাইকোর্ট থেকে সরল সুপ্রিম কোর্টে। ৩ সপ্তাহ পর ২ বিচারপতির সংঘাত-মামলার শুনানি। সবপক্ষকে বক্তব্য পেশের নির্দেশ।
৯। হাইকোর্টের ২ বিচারপতির বেনজির সংঘাত। নেপথ্যে বিজেপির হাত দেখছেন অভিষেক। বললেন, "এই সংঘাত কেন হচ্ছে...বিজেপি তৈরি করছে।"
১০। জট কাটল ২০২২-র প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই সুপ্রিম কোর্টের মান্যতা। প্যানেল প্রকাশ করতে পারবে প্রাথমিক পর্ষদ।
১১। কাটমানি, সিন্ডিকেটের মাধ্যমে বাংলায় লুঠ। দুর্নীতিতে হাতিয়ার করে ভোটের প্রচারে নামছে বিজেপি।
১২। ফেব্রুয়ারির মধ্যেই কার্যকর সিএএ। ভোটের মুখে হুঙ্কার শান্তনু থেকে শুভেন্দুর। সীমান্তে আলাদা পরিচয়পত্র এনআরসি করে বাদ দেওয়ার ছক, পাল্টা মমতা।
১৩। ১০০দিনের বকেয়া নিয়ে ফের কেন্দ্রকে মুখ্যমন্ত্রীর ডেডলাইন। ২ ফেব্রুয়ারি থেকে ধর্নার হুঁশিয়ারি। পরীক্ষার মুখে আন্দোলন, পাল্টা ধর্নার হুমকি শুভেন্দু।
১৪। বকেয়ার দাবিতে ফের আন্দোলনে নামছেন মমতা। রাজভবনের সামনে আমিও ধর্না চালিয়ে যেতে চেয়েছিলাম। তৃণমূলনেত্রী বলেছিলেন বলেই ধর্না তুলেছিলাম। দাবি অভিষেকের।
WB News:সোশালের নামে কলেজের ৪ লক্ষ টাকা নিয়ে 'উধাও' টিএমসিপি নেতা!
সোশালের নামে কলেজের ৪ লক্ষ টাকা নিয়ে 'উধাও' টিএমসিপি নেতা! আমহার্স্ট স্ট্রিটে আনন্দ মোহন কলেজে নেতার বিরুদ্ধে ছাত্রদেরই বিক্ষোভ!
WB News Live Update:স্বাধীনতা সংগ্রামী থেকে ভদ্রলোক বলে শেখ শাহজাহানকে সার্টিফিকেট!
স্বাধীনতা সংগ্রামী থেকে ভদ্রলোক বলে শেখ শাহজাহানকে সার্টিফিকেট! কোথায় সন্দেশখালিতে ইডির উপরে হামলার 'নিষ্পাপ' মাস্টারমাইন্ড? ২৫ দিন পার, এখনও বেপাত্তা সন্দেশখালির 'বাঘ', পাশে একের পর এক মন্ত্রী! শেখ শাহজাহানকে এবার স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে তুলনা!
WB News:বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় এবং বিচারপতি সৌমেন সেনের সংঘাতের আবহে মুখ খুললেন প্রধান বিচারপতি।
মঙ্গলবার কলকাতা হাইকোর্টে ঘটনার ঘনঘটা! বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় এবং বিচারপতি সৌমেন সেনের সংঘাতের আবহে, এবার মুখ খুললেন প্রধান বিচারপতি। এদিনই উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত একটি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সৌমেন সেন। অন্য়দিকে বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের এজলাস থেকে প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলা গেল বিচারপতি মান্থার কাছে।
WB News Live Update:সোশালের নামে কলেজের ৪ লক্ষ টাকা নিয়ে 'উধাও' টিএমসিপি নেতা!
সোশালের নামে কলেজের ৪ লক্ষ টাকা নিয়ে 'উধাও' টিএমসিপি নেতা! আমহার্স্ট স্ট্রিটে আনন্দ মোহন কলেজে নেতার বিরুদ্ধে ছাত্রদেরই বিক্ষোভ!
WB News:অধীর চৌধুরীর জন্যই রাজ্যে কংগ্রেসের আজ এই অবস্থা, আক্রমণে হুমায়ুন কবীর
অধীর চৌধুরীর জন্যই রাজ্যে কংগ্রেসের আজ এই অবস্থা, আক্রমণে হুমায়ুন কবীর