West Bengal News Live Updates : মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস কর্মীকে গুলি করে খুন
West Bengal Live News : সব জেলার, সব খবর এক ক্লিকে।
LIVE
Background
পঞ্চায়েত নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেল। আঠারোর মতো এবারও এক দফাতেই গ্রাম বাংলার ভোট। ৮ জুলাই নির্বাচন। এগারোয় গণনা।
পুলিশ, না কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট? রাজ্য সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত বলেও, ইঙ্গিতপূর্ণভাবে পুলিশেই ভরসা রাখার কথা শোনা গেল রাজ্য নির্বাচন কমিশনারের মুখে।
রাজ্য পুলিশ নয়, কেন্দ্রীয় বাহিনীর দাবি বিজেপি-কংগ্রেস-বামেদের। একুশে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করেও তো হেরেছেন, পাল্টা তৃণমূল।
সর্বদল না ডেকেই একতরফা ঘোষণা, কারও প্রাণ গেলে দায় মুখ্যমন্ত্রী এবং কমিশনারের, আক্রমণে শুভেন্দু অধিকারী।
আজ থেকেই শুরু মনোনয়ন। চলবে ১৫ জুন পর্যন্ত। করা যাবে অনলাইনে? রাজ্য সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত, ধোঁয়াশা বজায় রেখে জানাল কমিশন।
বিধানসভার আগে 'দিদিকে বলো'। এবার পঞ্চায়েতের আগে 'সরাসরি মুখ্যমন্ত্রী'। সমস্যার সমাধানে দেওয়া হল ফোন নম্বর।
সিবিআইয়ের পর এবার নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে তলব ইডির। ১৪জুন পর্যন্ত হেফাজতে কালীঘাটের কাকু। ১৩ তারিখ অভিষেককে সিজিওয় হাজিরার নির্দেশ।
কারও বাবার চাকর নই, যতবার ডাকবে, ততবার যেতে হবে নাকি? হাজিরার নোটিস নিয়ে ইডিকে পাল্টা আক্রমণে অভিষেক। নবজোয়ার যাত্রার পরে যাওয়ার হুঙ্কার।
কয়লাপাচারকাণ্ডে অভিষেকের স্ত্রী রুজিরাকে ইডির জিজ্ঞাসাবাদ। সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন ৪ ঘণ্টা পরে। ৩ পাতার প্রশ্নে সাড়ে ৩ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ।
অভিষেকের নবজোয়ারের সময়ই কেন রুজিরাকে তলব? ইডির জিজ্ঞাসাবাদ নিয়ে প্রশ্ন তৃণমূলের। দুবাই পালাতে যাচ্ছিলেন না তো? পাল্টা প্রশ্ন লকেটের।
গরু পাচার মামলায় কেষ্ট ঘনিষ্ঠের বাড়িতে সিবিআই। বোলপুরে বিদ্যুৎবরণ গায়েনকে জিজ্ঞাসাবাদ। সুকন্যার গাড়িচালককেও জিজ্ঞাসাবাদ।
কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুর তদন্তে রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের। কেন সিটকে সাহায্য করছে না পুলিশ? সিবিআই দিলে খুশি হবেন? মন্তব্য বিচারপতি মান্থার।
WB News Live: কালিয়াগঞ্জ নাবালিকাকে খুনের মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ
কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ (Kaliaganj Minor Incident) করে খুনের অভিযোগের মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে (Division Bench) গেল রাজ্য সরকার।
West Bengal News Live: তৃণমূলের হাতেই রক্ত ঝরল তৃণমূলের
মুর্শিদাবাদে (Murshidabad) তৃণমূলের (TMC) হাতেই রক্ত ঝরল তৃণমূলের। হাতাহাতিতে জড়ালেন ভরতপুরের (Bharatpur) তৃণমূল বিধায়ক ও ভরতপুর ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতির অনুগামীরা।
WB News Live: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে FIR দায়ের করে তদন্ত শুরু NIA-র
ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে ( Bhupatinagar Blast Case) FIR দায়ের করে তদন্ত শুরু করল NIA। গত বছর ডিসেম্বরে, কাঁথিতে (Contai) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (TMC MP Abhishek Banerjee) সভার আগের রাতে ভূপতিনগরে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়! মৃত্যু হয় তৃণমূলের বুথ সভাপতি (TMC Booth President) ও দলের ২ কর্মীর। যা নিয়ে চলছে রাজনৈতিক তরজা।
West Bengal News Live: মদনের পাল্টা সুকান্ত
পঞ্চায়েতে মনোনয়নের প্রথম দিনই বিরোধীশূন্য করার হুঁশিয়ারি দেন মদন মিত্র । কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, 'ভয় পাচ্ছি, মানুষ না ১০০ শতাংশ করে দেয়। ১০০ শতাংশ করে দিলে তো ভোটই বাতিল হয়ে যাবে'। আর এবার মদন মিত্রের মন্তব্যের পাল্টা নিশানা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের । এদিন সুকান্ত বলেন, 'সন্ধেবেলায় বললে সিরিয়াসলি নেবেন না।' কিন্তু কেন ? কারণ বোঝালেন বিজেপির রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদার এদিন বলেন, 'সন্ধেবেলায় বললে সিরিয়াসলি নেবেন না। উনি ওই সময় ওষুধ খেয়ে থাকেন।' তৃণমূলকে 'নিকৃষ্ট' বলেও আক্রমণ সুকান্তর।
WB News Live: পঞ্চায়েতের মনোনয়নের প্রথম দিনই খুন
পঞ্চায়েতের মনোনয়নের প্রথম দিনই খুন। মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস কর্মীকে গুলি করে খুন।